ছবিতে দেখুন ২০১৮ সালের সেরা দশজন বলিউড সুন্দরী

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

১. অনুষ্কা শর্মা : ২০০৮ “সালে রব নে বানাদি জোড়ি” সিনেমায় শাহরুখ খানের বিপরীতে বলিউডে ডেবিউ করেন অনুষ্কা শর্মা ৷ ওই বছরই তিনি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান ছবিটিতে অসাধারন অভিনয়ের কারণে ৷ তারপর আর ফিরে  তাকাতে হয়নি ৷ এরপর “ব্যান্ড বাজা বরাত” , “জাব তাক হে জান” সহ অনেক হিট ছবি উপহার দিয়েছেন ৷ ২০১৪ সালে তার বিগেস্ট কমার্শিয়াল ছবি “PK ” মুক্তি পায় ৷ ২০১৬ সালে তিনি “সুলতান” ছবিতে সলমন খানের বিপরীতে অভিনয় করেন ৷ সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক তথা বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটসম্যান বিরাট কোহলির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ৷ বর্তমানে তিনি বলিউডের দশ জন সেরা সুন্দরী তথা উচ্চ আয়ের নায়িকাদের মধ্যে একজন ৷

 

A post shared by Katrina Kaif (@katrinakaif) on

২.ক্যাটরিনা কাইফ :

লন্ডনের অধিবাসী ক্যাটরিনা কাইফ ২০০৩ সালে “বুম” ছবি দিয়ে প্রথম বলিউডে আত্মপ্রকাশ করেন ৷ কিন্তু সেই সিনেমাটি একেবারেই ফ্লপ হয় ৷ এরপর হিন্দি বলতে না পারার  কারণে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলিউডে ৷ কিন্তু ২০০৫ সালে “ম্যানে পেয়ার কিউ কিয়া ” ছবিতে সলমন খানের বিপরীতে অভিনয় করে দর্শকদের মন জয় করেন ক্যাটরিনা ৷ কমেডি নির্ভর এই সিনেমাটি বাণিজ্যিক ভাবে সফল হয় এবং সাথে সাথে ক্যাটরিনা কাইফের ক্যারিয়ার জীবনেও শুরু হয় এক নতুন অধ্যায় ৷ এর পর “নমস্তে লন্ডন”(২০০৭), “নিউ ইয়র্ক”(২০০৯), “আজব প্রেম কি গজব কাহানি”(২০০৯, “রাজনীতি”(২০১০) সহ বহু হিট সিনেমায় অভিনয় করেছেন তিনি ৷ ২০০৯ সালে “নিউ ইয়র্ক” ছবিতে অভিনয় করার কারনে ফিল্ম ফেয়ার পুরস্কার পান ৷ ২০০৩ সালে আমির খানের সাথে মুক্তি পাওয়া “ধুম-৩” সিনেমাটি ভারতের সিনেমা জগতে ইনকামের  সর্বকালীন রেকর্ড ভেঙে দেয় ৷

A post shared by Alia ✨⭐ (@aliaabhatt) on

৩.আলিয়া ভাট :

২০১২ সালে করন জহর পরিচালিত  Student of the Year সিনেমা দিয়ে  বলিউডে প্রথম লিড রোলে আত্মপ্রকাশ ঘটে আলিয়া ভাটের ৷ এর আগে অবশ্য ১৯৯৯ সালে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন ৷ “টু স্টেটস”(২০১৪), “হাম্পটি শর্মা কি দুলহানিয়া”(২০১৪), “বদ্রি নাথ কি দুলহানিয়া”(২০১৭), সহ একাধিক বাণিজ্যিক ভাবে সফল সিনেমায় অভিনয় করেছেন ৷  ২০১৬ সালে “ডিয়ার জিন্দেগী” ছবিতে শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন ৷ “হাইওয়ে” এবং “উড়তা পাঞ্জাব ”  সিনেমায় অসাধারন অভিনয়ের কারনে দুবার ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন তিনি ৷ বর্তমানে তিনি বলিউডের অন্যতম সেরা সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন ৷

sonam kapoor
Sonam Kapoor ( Photo credit Twitter)

৪.সোনম কাপুর :

অনিল কাপুর কন্যা সোনম কাপুর ২০০৭ সালে Saawariya সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন ৷ এই সিনেমার জন্য তিনি বেস্ট ফিমেল এক্ট্রেস হিসেবে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান ৷ তার  প্রথম বাণিজ্যিকভাবে সফল ছবি  I Hate Luv Storys (2010). “খুবসুরত” “ডলি কি ডোলি” এই দুটি সিনেমাতেই তিনি বেস্ট ফিমেল এক্ট্রেস হিসেবে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান ৷ ২০১৬ সালে “নীরজা” ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য  National Film Award পান ৷ বলিউড কুইনদের মধ্যে তিনি উপরের সারিতে অবস্থান করেন ৷ তার ফ্যাশন সর্বদা বলিউড তথা সাংবাদিকদের নজর কেঁদে নেয় এজন্য বলিউডে তিনি ফ্যাশন আইকন হিসেবেও পরিচিত ৷