ট্রাম্পের হুমকির পরেই, হাফিজ সৈয়দ সহ ৭২ টি জঙ্গী গোষ্ঠীকে নিষিদ্ধ করল পাকিস্তান I

www.twiter.com
ছবি টুইটারের সৌজন্যে

কয়েকদিন ধরেই মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  পাকিস্তান সহ জঙ্গী গোষ্ঠীরগুলির বিরুদ্ধে  সোচ্চার হয়েছেন। তিনি বলেন ” পাকিস্তান হল জঙ্গি  গোষ্ঠীরগুলির আতুড় ঘর। তাই পাকিস্তান যদি জঙ্গী দমনে কোন ব্যাবস্থা না নেয় তাহলে সব সাহায্য বন্ধ করে দেবো। এখানেই থেমে থাকেননি তিনি আরো বলেন এ অবধি আমরা ৩৩০০ কোটি ৫০ লক্ষ ডলার দিয়েছি। তার বিনিময়ে পেয়েছি শুধু অপমান। আর নয়, আর সহ্য করবো না পাকিস্তানকে।এবং তিনি চীনকে উদ্দেশ্য করে বলেন আমি এতদিন চুপ করে ছিলাম বলে শুয়োপোকা গুলো বাড়াবাড়ি করছিল।এখন তো শুয়োপোকার বাচ্চাও দেখতে পাচ্ছি না
এখবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী খোকন আব্বাসী উপায় অন্তর না বুঝে তড়িঘড়ি করে বিদেশ সচীব জান জুয়াকে ফোন করে মন্ত্রী সভার বৈঠক ডেকে-পাকিস্তানের বর্তমান  প্রানপুরুষ হাফিজ সঈদের “জামাত-উদ-দাওয়া”  সহ ৭২ টি জঙ্গী গোষ্ঠীকে  নিষিদ্ধ ঘোষণা করল।এই সিদ্ধান্ত নেওয়ার পর পাকিস্তানের অন্দরমহলে বিক্ষিপ্ত উত্তেজনা ছড়িয়েছে। প্রধানমন্ত্রী খোকন আব্বাসী বলেন” সামান্য স্বার্থের  জন্য, বৃহৎ স্বার্থ  ত্যাগ করতে পারবো না”।
তবে আমেরিকার বিদেশ সচীব হ্যাল জানিয়েছেন পাকিস্তানের এমন নাটক অনেক দেখেছি। এর আগে লাদেনকে জামাই আদরে রেখে বলে আমাদের দেশে লাদেন নেই, এমন সন্ত্রাসবাদী আমাদের দেশে রাখবো কেন। অথচ সেই লাদেনকে পাকিস্তান থেকে উদ্ধার করা হয়েছিল। তবে পাকিস্তানের মিডিয়া উল্টোসুরে নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন- যার মদতে এই রকম সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন  প্রেসিডেন্ট  তিনি আর কেউ নন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী I শুধু তাই নয় একটি পাক মিডিয়ার আরো দাবি এটা অবশ্যই ভারতের কূটনৈতিক সাফল্য I ওই সংবাদ মাধ্যমের আরো দাবি এতে পাকিস্তান দিন দিন ভারতের থেকে সামরিক ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে I

তবে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের ফলে পাকিস্তানের এখন যে লেজে গোবরে অবস্থা তা বলাই বাহুল্য I আর তাই তারা এখন জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সাময়িক ভাবে কিছুটা হলেও সামাল দিতে চাইছে I তবে এতে চিড়ে ভিজবে কিনা সেটা অবশ্য সময়ই বলবে I যাইহোক ট্রাম্প  শেষ অবধি জানিয়েছেন গোটা বিশ্বথেকে সন্ত্রাসবাদীদের শিকড় উপড়ে ফেলার জন্য যা যা করার সব কিছুই আমরা করতে দুবার ভাববো না I আর এতেই সিঁদুরে মেঘ দেখছে পাকিস্তান I

নিয়মিত খবর পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ