Important GK Questions on Indian Rivers in Bengali

41.তিব্বতে ব্রম্মপুত্রকে কি নামে ডাকা হয় বা কি নামে পরিচিত?
(A) ইয়ারলুঅং
(B) ইয়ারলুজং
(C) জাঙপো
(D) সিয়াং
Ans- (C) জাঙপো( সংস্কৃত ভাষায় ব্রম্মপুত্রের অর্থ হচ্ছে” ব্রম্মার পুত্র”। ব্রম্মপুত্রের পূর্ব নাম ছিল “লোহিত্য”। আসামে এর নাম “দিহাঙ”।এর উৎপত্তি হয়েছে সীমায়াঙ-দাঙ-হিমবাহ থেকে।এর দৈর্ঘ্য 2,850 কিলোমিটার(1,770 মাইল)।

42. অরুণাচল প্রদেশে ব্রম্মপুত্র নদীর অপর নাম কি?
(A) ইয়ারলুজং
(B) কুওনিং
(C) সিয়াং
(D) চুয়াং
Ans- (C) সিয়াং

43. আসামে কোন নদী “লোহিত”-নামে পরিচিত?
(A) শতদ্রু
(B) ব্রম্মপুত্র
(C) বিপাশা
(D) বিয়াস/বিতস্তা
Ans- (B) ব্রম্মপুত্র নদীকে অসমীরা লোহিত নামে ডাকে।

44. গঙ্গার কোন উপ নদীকে “বিহারের দুঃখ”- বলা হয়?
(A) কোশী
(B) গন্ডক/গণ্ডকী
(C) শোন
(D) তামসা
Ans- (A) কোশী উপ নদীকে “বিহারের দুঃখ” বলা হয়। এটা গঙ্গার বাম তীরের উপনদী। “বাংলার দুঃখ”- বলা হয় দামোদর নদীকে)।

45. নয়ডা কোন নদীর তীরে অবস্থিত?
(A) দামোদর
(B) শোন
(C) মহানন্দা
(D) যমুনা
Ans- (D) যমুনা নদীর তীরে অবস্থিত নয়ডা। এটি গঙ্গার ডান তীরের বৃহত্তম উপনদী। এবং গঙ্গার দ্বিতীয় বৃহত্তম উপনদী এবং গঙ্গার ভারতের বৃহত্তম উপনদী এর দৈর্ঘ্য 1,376 কিলোমিটার(855 মাইল) গঙ্গার বৃহত্তম উপনদী হল বাম তীরের ঘাঘরা)। নয়ডা বা গ্রেটার নয়ডা হল উত্তর ভারতের রাজ্য উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার 1,000,000 এর বেশি জনসংখ্যা বিশিষ্ট একটি শহর।এই শহরটি প্রতিষ্ঠিত হয়1976 এর অধীনে নির্মিত হয়েছিল 1997 সালে। এটি ভারতের রাজধানী অঞ্চলের অংশ)।

46.তানাকপুর হাইড্রোয়েলেট্রিক প্রজেক্ট কোন নদীর উপরে অবস্থিত?
(A) মহানন্দা
(B) কালি নদী
(C) তামসা
(D) রামগঙ্গা
Ans- (B) কালি নদী (এটা গঙ্গার একটি উপনদী। এই নদীকে সারদা বা সারডা নামেও পরিচিত)।

47. ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপরে গড়ে উঠেছে?
(A) যমুনা
(B) রিহান্দ
(C) পুনপুন
(D) শতদ্রু
Ans- (D) শতদ্রু নদীর উপরে ভাকরা নাঙ্গাল বাঁধ গড়ে উঠেছে।( “উত্তর ভারতের হিমাচল প্রদেশ” রাজ্যের বিলাসপুর এলাকায় “শতদ্রু নদীর উপর একটি কংক্রিট দ্বারা নির্মিত (Gravity) “মর্ধ্যাকর্ষণ” বাঁধ। এই বাঁধটি “গোবিন্দ সাগর” জলাধার গঠন করে। বাঁধটির নির্মাণ কাজ শুরু হয় 1948 সালে এবং শেষ হয় 1968 সালে। 226 মিটার উঁচু বাঁধটি, হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার “ভাকরা” গ্রামের কাছাকাছি অবস্থিত। বাঁধটির দৈর্ঘ্য 518.25 মিটার এবং প্রস্থ 9.1 মিটার( দুটো মাপই রাস্তার উপর থেকে মাপা)।জলের পরিমান অনুযায়ী এটি ভারতের ” তৃতীয় বৃহত্তম জলাধার”। ভারতের বৃহত্তম জলাধার অবস্থিত মধ্যপ্রদেশে এবং দ্বিতীয় বৃহত্তম জলাধারটি হলো নাগার্জুন সাগর। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই বাঁধটিকে” পুনরুত্থানশীল ভারতের নতুন মন্দির “- আখ্যায়িত করেন)।

48. কোন নদীকে তিব্বতে “সাংপো”- বলে ডাকে হয়?
(A) যমুনা
(B) ব্রম্মপুত্রকে
(C) কোশীকে
(D) চম্বলকে
Ans- (B) ব্রম্মপুত্র নদীকে তিব্বতে “সাংপো”- বলে ডাকা হয়।

49. গন্ডক /গণ্ডকী কোন রাজ্যে গিয়ে গঙ্গার সাথে মিলিত হয়েছে?
(A) উত্তরাখণ্ডে গিয়ে
(B) বিহারে গিয়ে
(C) ঝাড়খণ্ডে
(D) ছত্রিশগড়ে গিয়ে
Ans- (B) বিহারে গিয়ে (বিহারের বাঙ্কিপুরের( বাঙ্কিপুরের খুব কাছে হাজিপুর)কাছে গিয়ে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। এটি গঙ্গার বাম তীরের উপনদী। নেপালে এই নদী ” নারায়ণী” নামে পরিচিত। এই গণ্ডকী নদী নুবাই হিমান হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে)।

50. রামগঙ্গা উপনদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?
(A) আরাবল্লি পর্বতশ্রেণী থেকে
(B) খাম্বাত উপসাগর থেকে
(C) দুধতালি পর্বতশ্রেণী থেকে
(D) গোতাল থেকে ,উত্তরপ্রদেশ
Ans- C) দুধতালি পর্বতশ্রেণী থেকে( উত্তরাখণ্ডের দুধতালি পর্বতশ্রেণীর নামক হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। এটি গঙ্গার বাম তীরের উপনদী)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.