বিভিন্ন কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম

101. “কাকাবাবু”-ছদ্মনামে পরিচিত ছিলেন কে?
(A) প্রভাত কিরণ বসু
(B) জ্যোতির্ময় ঘোষ
(C) প্রাণতোষ ঘটক
(D) ভবানী সেনগুপ্ত

Ans- (A) প্রভাত কিরণ বসু

102.”ভাস্কর”-ছদ্মনামে পরিচিত ছিলেন কে?
(A) অরবিন্দ গুহ
(B) জ্যোতির্ময় ঘোষ
(C) প্রাণতোষ ঘটক
(D) ভবানী সেনগুপ্ত

Ans- (B) জ্যোতির্ময় ঘোষ

103.”উদয়ভানু”-ছদ্মনামটি কার?
(A) অরবিন্দ গুহের
(B) ললিত মুখোপাধ্যায়ের
(C) প্রাণতোষ ঘটকের
(D) ভবানী সেনগুপ্তের

Ans- (C) প্রাণতোষ ঘটকের

104.”চাণক্য সেন”-ছদ্মনামটি কোন বিখ্যাত ব্যক্তির?
(A) অরবিন্দ গুহের
(B) ললিত মুখোপাধ্যায়ের
(C) দীপ্তেন্দ্র কুমার সান্যালের
(D) ভবানী সেনগুপ্তের

Ans- (D) ভবানী সেনগুপ্তের

105.”অমিয়া দেবী’-ছদ্মনামে পরিচিত কে?
(A) মোহিতলাল মজুমদার
(B) অমৃতলাল মজুমদার
(C) ললিত মুখোপাধ্যায়
(D) দীপ্তেন্দ্র কুমার সান্যাল

Ans- (B) অমৃতলাল মজুমদার

106.”বিজ্ঞান ভিক্ষুক”- ছদ্মনামে পরিচিত ছিলেন কে?
(A) মোহিতলাল মজুমদার
(B) বিনয় ঘোষ
(C) ললিত মুখোপাধ্যায়
(D) দীপ্তেন্দ্র কুমার সান্যাল

Ans- (C) ললিত মুখোপাধ্যায়

107.”নীলকণ্ঠ”-ছদ্মনামে পরিচিত কে ছিলেন?
(A) মোহিতলাল মজুমদার
(B) বিনয় ঘোষ
(C) অবনীন্দ্রনাথ ঠাকুর
(D) দীপ্তেন্দ্র কুমার সান্যাল

Ans- (D) দীপ্তেন্দ্র কুমার সান্যাল

108.”কালপেঁচা”-ছদ্মনামটি কার?
(A) মোহিতলাল মজুমদারের
(B) বিনয় ঘোষের
(C) অবনীন্দ্রনাথ ঠাকুরের
(D) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের

Ans- (B) বিনয় ঘোষের

109.”ব.ল.ব.”- ছদ্মনামটি কার?
(A) মোহিতলাল মজুমদারের
(B) রামানন্দ চট্টোপাধ্যায়ের
(C) অবনীন্দ্রনাথ ঠাকুরের
(D) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের

Ans- (D) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের

110.”ডুমরুধর”-ছদ্মনামটি কার?
(A) প্রবোধ চন্দ্র বসুর
(B) বৈদ্যনাথ ভট্টাচার্যের
(C) রামানন্দ চট্টোপাধ্যায়ের
(D) শৈল চক্রবর্তীর

Ans- (C) রামানন্দ চট্টোপাধ্যায়ের
(রামানন্দ চট্টোপাধ্যায়ের আরেকটি ছদ্মনাম হলো-“পীরু’)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.