বিভিন্ন কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম

131.”কীর্তনিয়া”-ছদ্মনামটি কার?
(A) সুজিত কুমার নাগের
(B) নিহারঞ্জন গুপ্তের
(C) প্রবোধ কুমার সান্যালের
(D) অন্নদাশঙ্কর রায়ের

Ans- (C) প্রবোধ কুমার সান্যালের

132.”দিলদার”-ছদ্মনামটি কোন বিখ্যাত ব্যক্তির?
(A) সুজিত কুমার নাগের
(B) নিহারঞ্জন গুপ্তের
(C) প্রতুল চন্দ্র সরকারের
(D) অন্নদাশঙ্কর রায়ের

Ans- (A) সুজিত কুমার নাগের

133.”বানভট্ট”- ছদ্মনামটি কার?
(A) সন্তোষ কুমার ঘোষের
(B) নিহারঞ্জন গুপ্তের
(C) প্রতুল চন্দ্র সরকারের
(D) অন্নদাশঙ্কর রায়ের

Ans- (B) নিহারঞ্জন গুপ্তের

134.নীলাময় রায়”-ছদ্মনামে পরিচিত ছিলেন কে?
(A) সন্তোষ কুমার ঘোষ
(B) প্যারিচাঁদ মিত্র
(C) প্রতুল চন্দ্র সরকার
(D) অন্নদাশঙ্কর রায়

Ans- (D) অন্নদাশঙ্কর রায়

135.পি.সি.সরকার”- ছদ্মনামটি কার?
(A) সন্তোষ কুমার ঘোষের
(B) প্যারিচাঁদ মিত্রের
(C) প্রতুল চন্দ্র সরকারের
(D) সতীনাথ ভাদুরীর

Ans- (C) প্রতুল চন্দ্র সরকারের

136.”রসিক মোল্লা”- ছদ্মনামে পরিচিত কে?
(A) সন্তোষ কুমার ঘোষ
(B) প্যারিচাঁদ মিত্রের
(C) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(D) সতীনাথ ভাদুরী

Ans- (C) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

137.”চিত্রগুপ্ত’-ছদ্মনামে পরিচিত ছিলেন কে?
(A) সন্তোষ কুমার ঘোষ
(B) প্যারিচাঁদ মিত্রের
(C) মালাধর বসু
(D) সতীনাথ ভাদুরী

Ans- (D) সতীনাথ ভাদুরী

138.”যবুনাশ্ব”- ছদ্মনামটি কার?
(A) মনীশ ঘটকের
(B) সন্তোষ কুমার ঘোষের
(C) অমিতাভ চৌধুরীর
(D) রাজশেখর বসুর

Ans- (A) মনীশ ঘটকের

139.”ইন্দ্রনীল”-ছদ্মনামটি কার?
(A) বলাইচাঁদ মুখোপাধ্যায়ের
(B) সন্তোষ কুমার ঘোষের
(C) অমিতাভ চৌধুরীর
(D) রাজশেখর বসুর

Ans- (B) সন্তোষ কুমার ঘোষের
(সন্তোষ কুমার ঘোষের আরেকটি ছদ্মনাম হলো- “উত্তম পুরুষ)।

140.”গুণরাজ খাঁ”- ছদ্মনাম (উপাধি) টি কার?
(A) বলাইচাঁদ মুখোপাধ্যায়ের
(B) সত্যেন্দ্রনাথ দত্তের
(C) মালাধর বসুর
(D) রাজশেখর বসুর

Ans- (C) মালাধর বসুর

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.