পলাশীর যুদ্ধ এবং ভারতবর্ষে ইংরেজ শাসন ব্যবস্থার সূচনা

61. ইংরেজ কোম্পানি রাজস্ব আদায়ের জন্য বাংলায় কাকে নিযুক্ত করেছিলেন?
(A) রেজা খাঁ কে
(B) সিতাব রায়কে
(C) সাদাত খানকে
(D) নিজামুদ্দিন খানকে

Ans-(A) রেজা খাঁ কে

62. ইংরেজ কোম্পানি রাজস্ব আদায়ের জন্য বিহারে কাকে নিযুক্ত করেছিলেন?
(A) রেজা খাঁ কে
(B) সিতাব রায়কে
(C) সাদাত খানকে
(D) নিজামুদ্দিন খানকে
Ans-(B) সিতাব রায়কে
(1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর রাজস্ব আদায়ের জন্য কোম্পানির উপযুক্ত কর্মচারী ছিলনা।তাই কোম্পানি রাজস্ব আদায়ের জন্য নায়েব দেওয়ান রেজা খা কে বাংলাতে এবং বিহারে সিতাব রায়কে নিযুক্ত করেন)।

63. 76’মন্বন্তর সম্পর্কে জানা যায় এমন দুটি গ্রন্থ হলো-
(A) অনন্দমঠ & পথের পাঁচালি
(B) Annals of Rural Bengal & বঙ্গদর্শন
(C) পথের দাবি & Annals of Rural Bengal
(D) অনন্দমঠ & Annals of Rural Bengal
Ans-(D) অনন্দমঠ & Annals of Rural Bengal
(মনে রাখবে 76’মন্বন্তরের সময় গভর্নর ছিলেন লর্ড কার্টিয়ার (1769 – 1772)।
* 76’মন্বন্তর সম্পর্কে জানা জানা যায় – সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত “অনন্দমঠ” উপন্যাস থেকে এবং
* উইলিয়াম হান্টারের- Annals of Rural Bengal)।

64. কোন আইন দ্বারা ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বিলুপ্ত হয়?
(A) 1813 খ্রিস্টাব্দের সনদ আইন দ্বারা
(B) উইলিয়াম পিটের ভারত শাসন আইন দ্বারা (1784)
(C) 1773 খ্রিস্টাব্দের সনদ আইন দ্বারা
(D) 1833 খ্রিস্টাব্দের সনদ আইন দ্বারা
Ans-(A) 1813 খ্রিস্টাব্দের সনদ আইন দ্বারা
(ইংল্যান্ডের পার্লামেন্টে প্রণীত 1813 খ্রিস্টাব্দের সনদ আইন (Charter Act,1813) অনুসারে ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক অধিকার লোপ করা হয়।
* ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে একচেটিয়া বাণিজ্যের অধিকার পায় 1600 খ্রিস্টাব্দে রানী এলিজাবেথের কাছ থেকে)।

65. 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন অনুযায়ী “বোর্ড অফ কন্ট্রোল” নামে ইংল্যান্ডে একটি সভা গঠন করা হয়।এর প্রথম সভাপতি কে ছিলেন?
(A) লর্ড সিডনি
(B) লর্ড গ্রেনভিল
(C) হেনরি ডান্ডাস
(D) আর্লপ ডারথমাউথ
Ans-(A) লর্ড সিডনি
(এর প্রথম সভাপতি হলেন- লর্ড সিডনি (1784 – 1790)।
* দ্বিতীয় সভাপতি ছিলেন- লর্ড গ্রেনভিল (1790 – 1793)।
* তৃতীয় সভাপতি ছিলেন হেনরি ডান্ডাস (1793 – 1801)।
* চতুর্থ সভাপতি ছিলেন- আর্লপ ডারথমাউথ (1801 – 1802)।

66. বিবৃতি:- A. কোম্পানি দেওয়ানি লাভের পর বাংলার প্রচুর সম্পদ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য এবং অন্যান্য দেশীয় রাজ্যজয়ে ব্যয় করে।
ব্যাখ্যা:- R. রেজা খাঁর অত্যাচারে বাংলায় কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে ওঠে।
(A) A এবং R উভয়ই সঠিক এবং R, A -এর যথার্থ ব্যাখ্যা
(B) A এবং R উভয়ই সঠিক, কিন্তু A -এর যথার্থ ব্যাখ্যা R নয়
(C) শুধুমাত্র A সঠিক
(B) শুধুমাত্র R সঠিক
Ans-(B) A এবং R উভয়ই সঠিক, কিন্তু A -এর যথার্থ ব্যাখ্যা R নয়

67. ইংরেজরা কার কাছ থেকে দেওয়ানি লাভ করেন?
(A) নজম-উদ-দৌল্লার কাছ থেকে
(B) বাহাদুরশাহের কাছ থেকে
(C) দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে
(D) মহাম্মদ শাহের কাছ থেকে
Ans-(C) দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে (ইনি ছিলেন দিল্লির মুঘল সম্রাট)
(ইংরেজরা দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে 1765 খ্রিস্টাব্দের 12 ই আগস্ট দেওয়ানি লাভ করেন)।

68. মীরজাফরের মৃত্যুর (1765) পর বাংলার নবাব পদে কে আসীন হন?
(A) আলিবর্দী খাঁ
(B) মুবারক-উদ-দৌল্লা
(C) সরফরাজ খাঁ
(D) নজম-উদ-দৌল্লা
Ans-(D) নজম-উদ-দৌল্লা
(ইনি ছিলেন মীরজাফরের পুত্র)।

69. আলিনগরের সন্ধির ফলস্বরূপ ইংরেজরা যে অধিকার লাভ করেননি-
(A) বিনাশুল্কে বাণিজ্যের অনুমতি
(B) নিজ নামাঙ্কিত মুদ্রার প্রচল
(C) দুর্গনির্মাণ
(D) কলকাতার ক্ষমতা লাভ
Ans-(D) কলকাতার ক্ষমতা লাভ
(আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1957 সালের 9 ই ফেব্রুয়ারি ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ ও বাংলার নবাব সিরাজ-উদ-দৌল্লার মধ্যে। * কলকাতার নাম আলিনগর করা হয় সিরাজ-উদ-দৌল্লার মাতামহ আলিবর্দী খাঁর নাম অনুসারে)।

70. ইংরেজদের বিরুদ্ধে অভিযানে (1756 খ্রিস্টাব্দের জনু মাসে) সিরাজ-উদ-দৌল্লার সর্বাপেক্ষা ভুল পদক্ষেপটি ছিল-
(A) তাঁর বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্র সমন্ধে তিনি উদাসীন ছিলেন
(B) তিনি সৌকত জঙ্গের সর্মথন লাভ ব্যর্থ হন
(C) তিনি বাংলায় ইংরেজদের প্রকৃত শক্তি অনুধাবনে ব্যর্থ হন
(D) তাঁর কলকাতা আক্রমণের সিদ্ধান্ত অত্যন্ত হঠকারী এবং ও দূরদর্শী ছিল
Ans-(C) তিনি বাংলায় ইংরেজদের প্রকৃত শক্তি অনুধাবনে ব্যর্থ হন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.