ভারতীয় সংবিধানের গঠন, উৎস ও বৈশিষ্ট্য

31. “Indian Citizenship Act” (ভারতীয় নাগরিকতা আইন) কত সালে পাশ হয়?
(A) 1955 সালে
(B) 1952 সালে
(C) 1976 সালে
(D) 1973 সালে

Ans- (A) 1955 সালে
(মনে রাখবে ভারতের নাগরিকত্বের প্রকৃত হলো Singel Citizenship (একক নাগরিকত্ব)।

32. কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের মূল প্রস্তাবনায় “সমাজতান্ত্রিক” এবং “ধর্মনিরপেক্ষ”-শব্দ দুটি যুক্ত করা হয়?
(A) 44 তম
(B) 43 তম
(C) 41 তম
(D) 42 তম
Ans- (D) 42 তম
(1976 সালের 42 তম সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনাটি সংশোধন করা হয় এবং মূল প্রস্তাবনার সাথে সমাজতান্ত্রিক (Socialist), ধর্মনিরপেক্ষ (Secular) এবং সংহতি বা ঐক্য (Integrity) এই তিনটি নতুন শব্দ সংযোজন করা হয়।
* নির্দেশমূলক নীতির মতো প্রস্তাবনাটিও আদালত দ্বারা বিচারযোগ্য নয় এবং তাই আইনগত দিক থেকে এটি তাৎপর্যহীন)।

33. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যে চারটি মৌলিক নীতির কথা বলা হয়েছে, তা হল-
(A) সাম্য, স্বাধীনতা, ন্যায়, সৌভাতৃত্ব
(B) ন্যায়, স্বাধীনতা, সাম্য, সৌভাতৃত্ব
(C) স্বাধীনতা,ন্যায়, সাম্য, সৌভাতৃত্ব
(D) সৌভাতৃত্ব, ন্যায়, স্বাধীনতা, সাম্য
Ans- (B) ন্যায়, স্বাধীনতা, সাম্য, সৌভাতৃত্ব
(মাথায় রাখবে ভারতীয় সংবিধানের “প্রস্তাবনা” থেকে চারটি উপাদানের উল্লেখ পাওয়া যায় যথা-
(i) সংবিধানের প্রাধিকার
(ii) সংবিধান গৃহীত হওয়ার দিন :- 1949 সালের 26 নভেম্বর সংবিধান গৃহীত হয়েছিল।
* ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল 1950 সালের 26 শে জানুয়ারি।
* ভারতের সংবিধান তৈরি করতে মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন।
(iii) রাষ্ট্রের প্রকৃতি এবং
(iv) সংবিধানের খসড়া)।

34. সুপ্রিম কোর্ট কোন মামলায় রায় দেয় যে, “প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশ বিশেষ”?
(A) গোলকনাথ মামলা (1967)
(B) বেরুবাড়ি মামলা (1960)
(C) কেশবানন্দ ভারতী মামলা (1973)
(D) মিনার্ভা মিলস মামলা
Ans- (C) কেশবানন্দ ভারতী মামলা (1973)
(1973 সালের কেশবানন্দ ভারতী মামলয় মহামান্য সুপ্রিম কোর্ট পুরোনো চিন্তা ভাবনার কিছুটা পরিবর্তন করে জানায় যে, সংবিধানের 368 নং ধারা অনুযায়ী প্রস্তাবনার সংশোধন করা গেলেও, মূল কাঠামোর কোনো পরিবর্তন সম্ভব নয়।
* এই মামলাটি হয়েছিল কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্যের)।

35. সংবিধানের প্রস্তাবনায় যে সমাজতন্ত্রের কথা বলা হয়েছে, সেটি হলো-
(A) গান্ধীবাদী সমাজবাদ
(B) গণতান্ত্রিক সমাজবাদ
(C) ফ্যাবিয়ান সমাজবাদ
(D) মার্কসীয় সমাজবাদ
Ans- (B) গণতান্ত্রিক সমাজবাদ

36. কত সালের সংবিধান সংশোধনীর দ্বারা “ধর্মনিরপেক্ষ”, “সমাজতন্ত্র” এবং “সংহতি”- শব্দগুলি যুক্ত করা হয়?
(A) 1984 সালে
(B) 1973 সালে
(C) 2002 সালে
(D) 1976 সালে
Ans- (D) 1976 সালে
(1976 সালের 42 তম সংবিধান সংশোধনীর দ্বারা Socialist, Secular & Integrity এই তিনটি শব্দ যুক্ত করা হয়)।

37. ভারতীয় শাসনব্যবস্থার পাঁচটি বৈশিষ্টের কোন দুটি 1976 সালের 42 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংযোজিত হয়?
(A) গণতান্ত্রিক & প্রজাতন্ত্র
(B) সার্বভৌম & সমাজতান্ত্রিক
(C) ধর্মনিরপেক্ষ & গণতান্ত্রিক
(D) সমাজতান্ত্রিক & ধর্মনিরপেক্ষ
Ans- (C) ধর্মনিরপেক্ষ & গণতান্ত্রিক
(এই পাঁচটি বৈশিষ্ট্য হলো- সার্বভৌম,সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র)।

38. কে মন্তব্য করেছেন “প্রস্তাবনাই হলো সংবিধানের সর্বাপেক্ষা মূল্যবান অংশ”?
(A) রাজেন্দ্র প্রসাদ
(B) মৌলানা আবুল কালাম আজাদ
(C) M.K মুন্সি
(D) ঠাকুরদার ভার্গব
Ans-(D) ঠাকুরদার ভার্গব

39. কোন দেশের সংবিধানে প্রথম একটি প্রস্তাবনা যুক্ত করা হয়েছিল?
(A) ভারতের
(B) ব্রিটেনের
(C) মার্কিন যুক্তরাষ্ট্রের
(D) কানাডার
Ans- (C) মার্কিন যুক্তরাষ্ট্রের
(1787 সালে সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে একটি প্রস্তাবনা সংযোজন করা হয়েছিল)।

40. ভারতীয় সংবিধানে বর্ণিত “যুগ্ম তালিকার”- ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
(A) ব্রাজিল থেকে
(B) অস্ট্রেলিয়া থেকে
(C) চীন থেকে
(D) আয়ারল্যান্ডের থেকে
Ans- (B) অস্ট্রেলিয়া থেকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.