ভারতীয় সংবিধানের প্রশ্ন ( গণপরিষদ )
1.গণপরিষদ গঠনের দাবি প্রথম কবে উত্থাপিত হয়েছিল?
(A) 1929 সালে
(B) 1923 সালে
(C) 1944 সালে
(D) 1946 সালে
2.সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন?
(A) ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী
(B) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(C) ডঃ বি.আর. আম্বেদকর
(D) ডঃ সচ্চিদানন্দ সিনহা
3.গণপরিষদে কাকে “ভারতীয় সংবিধানের স্থপতি”- বলে আখ্যায়িত করা হয়েছে?
(A) পন্ডিত জওহরলাল নেহেরু
(B) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(C) ডঃ বি.আর. আম্বেদকর
(D) ডঃ সচ্চিদানন্দ সিনহা
4.গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
(A) মুম্বাইতে
(B) কলকাতাতে
(C) দিল্লীতে
(D) মাদ্রাজে
5.ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল?
(A) 294 জন
(B) 368 জন
(C) 78 জন
(D) 389 জন
6.রাজ্য সংবিধান -সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন?
(A) মতিলাল নেহেরু
(B) জওহরলাল নেহেরু
(C) সর্দার বল্লভভাই প্যাটেল
(D) ডঃ রাজেন্দ্র প্রসাদ
7.গণপরিষদে দেশীয় রাজ্যগুলির প্রতিনিধির সংখ্যা কতজন ছিল?
(A) 93 জন
(B) 92 জন
(C) 78 জন
(D) 82 জন
8.গণপরিষদের সদস্য যারা সংবিধানের খসড়া রচনা করেন,তারা ছিলেন-
(A) ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ দ্বারা নির্বাচিত
(B) বিভিন্ন অঞ্চলের বিধানসভা দ্বারা নির্বাচিত
(C) গভর্নর-জেনারেল কর্তৃক মনোনীত
(D) ব্রিটিশ পার্লামেন্টে কর্তৃক মনোনীত
9.ভরতীয় সংবিধান কার্যকরী হয় কবে?
(A) 1949 সালের 26 শে জানুয়ারি
(B) 1950 সালের 26 শে জানুয়ারি
(C) 1949 সালের 26 শে নভেম্বর
(D) 1949 সালের 26 শে নভেম্বর
10.নিন্মের কোনটির অধীনে গণপরিষদ গঠিত হয়েছিলো?
(A) ভারত শাসন আইন দ্বারা
(B) ওয়াভেল পরিকল্পনা অনুযায়ী
(C) ক্যাবিনেট মিশন প্ল্যান দ্বারা
(D) মাউন্টব্যাটেন প্ল্যান দ্বারা