ভারতীয় সংবিধানের গঠন, উৎস ও বৈশিষ্ট্য

51. ভারতীয় সংবিধানের “Objective Resolution” (উদ্দেশ্য সমাধান) সংবিধান পরিষদে অবতারণা করেন কে?
(A) পন্ডিত জওহরলাল নেহেরু
(B) রাজেন্দ্র প্রসাদ
(C) ডঃ বি.আর. আম্বেদকর
(D) সচ্চিদানন্দ সিনহা

Ans- (A) পন্ডিত জওহরলাল নেহেরু
(ভারতীয় সংবিধানের প্রসাবন
প্রস্তাবনাটি মূল উদ্দেশ্য হিসেবে 1946 সালের 13 ই ডিসেম্বর গণপরিষদে জওহরলাল নেহেরু কর্তৃক উত্থাপিত “উদ্দেশ্যসমূহ-সংক্রান্ত প্রস্তাব” (উদ্দেশ্য সমাধান)- কেই বিবেচনা করা হয়)।

52. প্রস্তাবনাকে “A Key to the Constitution”- বলে উল্লেখ করেছেন?
(A) নানি পাল্কিওয়ালা
(B) ঠাকুরদাস ভার্গব
(C) আর্নেস্ট বার্কার
(D) অস্টিন
Ans- (C) আর্নেস্ট বার্কার

53. নিন্মলিখিত কোন্ জোড়টি সঠিক নয়?
(A) নির্দেশমূলক নীতি : আয়ারল্যান্ডের সংবিধান থেকে
(B) মৌলিক কর্তব্য : সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে
(C) বিচারবিভাগীয় পর্যালোচনা : ব্রিটিশ প্রথা
(D) যুগ্মতালিকা : অস্ট্রেলিয়ার সংবিধান
Ans- (C) বিচারবিভাগীয় পর্যালোচনা : ব্রিটিশ প্রথা
(বিচারবিভাগীয় পর্যালোচনা মার্কিন সংবিধান থেকে নেওয়া হয়েছে)।

54. কোন্ দেশের সুপ্রিম কোর্টের বিচারবিভাগীয় পর্যালোচনার (Power of Judicial Review) ক্ষমতাটি নেই?
(A) ব্রিটেনের
(B) সৌদি আরবের
(C) সুইজারল্যান্ডের
(D) জাপানের
Ans- (A) ব্রিটেনের

55. “ধর্মনিরপেক্ষ”- শব্দটির অর্থ হলো-
(A) রাষ্ট্র একটি বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে।
(B) রাষ্ট্রে ধর্মীয় উপাসনার অনুমতি দেওয়া হয় না।
(C) রাষ্ট্র কোনো ব্যক্তির ব্যক্তিগত ধর্মবিশ্বাস ও ধর্মপ্রচারের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না।
(D) None of these
Ans- (C) রাষ্ট্র কোনো ব্যক্তির ব্যক্তিগত ধর্মবিশ্বাস ও ধর্মপ্রচারের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না।

56. প্রস্তাবনা সম্পর্কিত নীচের কোন বিবৃতিটি সঠিক?
(A) এটি সংবিধানের সঠিক ব্যাখ্যা প্রদানে সহায়তা করে।
(B) এটি সংবিধানের কার্যকরী অংশের অন্তর্ভুক্ত নয়।
(C) এটি সংবিধান প্রণেতাদের আদর্শ ও মূল্যবোধকে ব্যাখ্যা করে।
(D) উপরের সবগুলিই সঠিক
Ans- (D) উপরের সবগুলিই সঠিক

57. কে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে “নিষ্ঠাপূর্ণ সংকল্প”- বলে আখ্যায়িত করেছেন?
(A) ধীরেন্দ্রনাথ সেন
(B) বীরেন্দ্রনাথ শাসমল
(C) M.K. মুন্সী
(D) আর্নেস্ট বার্কারার
Ans- (A) ধীরেন্দ্রনাথ সেন

58. কংগ্রেসের কোন অধিবেশনে “সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ”-গড়ে তোলার আদর্শ গৃহীত হয়?
(A) পুনা অধিবেশনে
(B) আবাডী অধিবেশনে
(C) A & B
(D) কানপুর অধিবেশনে
Ans- (B) আবাডী অধিবেশনে
(কংগ্রেসের আবাডী অধিবেশনটি হয়েছিল 1955 সালে)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.