বিজেপির মিছিলে হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত হল উলুবেড়িয়া উপনির্বাচন কেন্দ্রের গঙ্গারামপুর I এদিন বিকেলের দিকে উলুবেড়িয়া কেন্দ্রের লোকসভা উপনির্বাচনের প্রার্থী অনুপম মল্লিকের হয়ে প্রচারের জন্য যাওয়ার কথা ছিল মুকুল রায়ের I এই উপনির্বাচন কেন্দ্রের গঙ্গারামপুর এলাকায় তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে খন্ড যুদ্ধ বাধে I জানা যায় এদিন বেশকিছু তৃণমূল সমর্থক বিজেপির মিছিলে হামলা চালায় I তৃণমূল সমর্থকদের দাবি বিজেপি সমর্থকেরা তাদের প্রার্থীর ফ্লেক্স ছিডে দেয় I
জানা যায় বিজেপি সমর্থকেরা এদিন বাইকে করে মিছিল করার সময় তাদের বাইকে লেগে তৃণমূল প্রার্থীর একটি ফ্লেক্স ছিঁড়ে যায় এরপরই তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে শুরু হয় তর্ক বিতর্ক এবং এক পর্যায়ে তা খন্ড যুদ্ধের আকার নেয় I এক পর্যায়ে এই খন্ডযুদ্ধ এমন আকার নেয় যে উত্তেজিত জনতা তিনটি বাড়ি এবং বেশ কয়েকটি বাইকে আগুন লাগিয়ে দেয় I
ঘটনার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা I বিজেপি সমর্থকদের দাবি তৃণমূল বিজেপিকে ভয় পাচ্ছে I তাই হারার ভয়েই ইচ্ছকৃত ভাবে এই হামলা চালিয়েছে I কিন্তু এভাবে হামলা করে বিজেপিকে ঠেকানো যাবে না, এই কেন্দ্রে বিজেপিই জিতবে I অন্যদিকে তৃণমূল সমর্থকদের দাবি এখানে বিজেপি তৃতীয পজিশনে থাকবে কিন্তু তারা বাইরে থেকে বাইক বাহিনী নিয়ে এসে এলাকায় গুন্ডাগিরি চালাচ্ছে I গন্ডগোল সামাল দিতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট কিন্তু তাতেও সাধারণ মানুষের মধ্যে আতংক রয়েই গেছে I