ভারত এবং ইজরায়েলের ফ্রেন্ডশিপে ভয় পেয়ে একি বলল পাকিস্তান ৷

দীর্ঘ পনেরো বছর পর কোন ইজরায়েলি প্রধানমন্ত্রী ভারত সফরে এসেছেন ৷ ছয় দিনের ভারত সফরে ভারতে এসেছেন ইজরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ এর আগে 2003 সালে ইজরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী এরিয়েল সারণ ভারত ভ্রমণ করেছিলেন ৷ ইজরায়েলের প্রধানমন্ত্রীর বর্তমান সফরে ভারত এবং ইজরায়েলের মধ্যে সামরিক এবং বেসামরিক মিলিয়ে নয়টি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদিত হয়েছে ৷ আর এতেই ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে পাকিস্তান ৷

ইজরায়েলের প্রধানমন্ত্রীর এই ভারত সফর এবং ভারতের সাথে  বাড়তি দোস্তি পাকিস্তান যে কোন ভাবেই মেনে নিতে পারছে না  সেটা আজ পাকিস্তানের বর্তমান বিদেশ মন্ত্রী খওজা আসিফের মন্তব্যেই পরিষ্কার হয়ে যায় ৷

একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকালে পাকিস্তানের বিদেশ মন্ত্রী মন্তব্য করেন ভারত এবং ইজরায়েল ইসলাম বিরোধী জোট তৈরি করছে ৷ এই দুটি দেশই  ইসলাম বিরোধী , দুটি দেশই মুসলিমবহুল এলাকা জোর করে দখল করে রয়েছে ৷ ইজরায়েল মুসলিম দেশ ফিলিস্তিনির বিস্তীর্ণ এলাকা দখল করে রয়েছে তেমনি ভারতও মুসলিম বহুল কাশ্মীরকে জোর পূর্বক দখল করে রয়েছে ৷

শুধু তাই নয় তিনি সাক্ষাৎ কালে ২০০২ সালের গোধরা সংঘর্ষের  কথা উল্লেখ করে বলেন , ভারতে মুসলিমরা ভালো নেই গোধরা সংঘর্ষই তার  অন্যতম প্রমান ৷ তিনি সোজাসুজি ইজরায়েলের প্রধানমন্ত্রীর ভারত সফরের নিন্দা করেন ৷

পাকিস্তান যে ইজরায়েল ও ভারতের বাড়তি এই দোস্তিতে আসলে ভয়ে আছে পাকিস্তানের বিদেশ মন্ত্রীর এই মন্তব্যেই  তা পরিষ্কার হয়ে গেল বলে মনে করছেন রাজনীতিবিদরা ৷ তবে ভারত সরকারের পক্ষে এখনো পর্যন্ত এর কোন প্রতিক্রিয়া দেওয়া হয়নি ৷

নিয়মিত আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ এখানে ক্লিক করে