কোষের গঠন ও কোষ বিভাজন

11.ক্রমানুসারে কোষ চক্র (Cell Cycle) কে সাজাও?
(A) G1, G2, S, Mitosis
(B) G1, Mitosis, S, G2,
(C) G2, G1, S, Mitosis
(D) G1, S, G2, Mitosis
(D) G1, S, G2, Mitosis

Ans-(G1 এর নাম Gap 1, S এর নাম Synthesis, G2 এর নাম Gap 2)

12.মাইটোসিস উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়-
(A) ডিপ্লয়েড কোষে
(B) হ্যাপ্লয়েড কোষে
(C) উপরের দুটোই ঠিক
(D) উপরের দুটোই ভুল

Ans-(C) উপরের দুটোই ঠিক
(কিন্তু প্রাণী দেহে শুধুমাত্র ডিপ্লয়েড কোষেই ঘটে।
* ডিপ্লয়েড কোষে থাকে 2N অর্থাৎ 23×2= 46 টি এবং হ্যাপ্লয়েড কোষে N অর্থাৎ 23×1= 23 ক্রোমোজোম থাকে। এককথায় বলতে গেলে মাইটোসিস কোষ বিভাজনে উদ্ভিদের ক্ষেত্রে ডিপ্লয়েড এন্ড হ্যাপ্লয়েড কোষে ক্রোমোজোম থাকে 69 টি এবং প্রাণীদের ক্ষেত্রে থাকে 23 টি)

13.ইন্টারফেজ বা অন্তর্বর্তী দশার দীর্ঘতম পর্যায় কোনটি?
(A) G1 পর্যায়
(B) G2 পর্যায়
(C) S পর্যায়
(D) মাইটোসিস পর্যায়

Ans-(C) S পর্যায়
(কেনো এটা দীর্ঘতম পর্যায়- কারণ S পর্যায়ে DNA রেপ্লিকেশন হয়।সেই কারণে এই পর্যায়ে একটু সময় বেশি লাগে)।

14.কোষ চক্রের প্রথম পর্যায় কোনটি?
(A) G1 পর্যায়
(B) G2 পর্যায়
(C) S পর্যায়
(D) মাইটোসিস পর্যায়

Ans-(A) G1 পর্যায়
(ইন্টারফেজ বা অন্তর্বর্তী দশার শেষ পর্যায় কিন্তু G2।
* আর একটা কথা অবশ্যই মনে রাখবে টোটাল কোষ চক্রের শেষ দশা কিন্তু M ফেজ বা মাইটোসিস ফেজ)।

15.মাইটোসিস বা প্রকৃত কোষ বিভাজনের ঠিক আগের পর্যায় দুটি কি কি?
(A) G1 and G2
(B) S and G1
(C) G0 and S
(D) S and G2

Ans-(D) S and G2

16.মাইটোসিস কোষ বিভাজনের সময়কাল কত?
(A) 1 ঘন্টা
(B) 24 ঘন্টা
(C) 23 ঘন্টা
(D) কোনোটিই নয়

Ans-(A) 1 ঘন্টা
(কোষ চক্রের সময়কাল 24 ঘন্টা)।

17.নিরক্ষীয় অঞ্চল বরাবর যখন ক্রমাটিড গুলি সজ্জিত তখন সেটা কোন দশা?
(A) টেলোফেজ দশা
(B) মেটাফেজ দশা
(C) সাইটোকাইনসিস দশা
(D) অ্যানাফেজ দশা

Ans-(B) মেটাফেজ দশা

18.প্রোটিন Synthesis কোষ চক্রের কোন পর্যায়ে দেখা যায়?
(A) G1 পর্যায়
(B) S পর্যায়
(C) G2 পর্যায়
(D) G0 পর্যায়

Ans-(C) G2 পর্যায়
(G1 পর্যায়ে প্রোটিন Synthesis হয় না)।

19.মাইটোসিস কোষ বিভাজনের প্রথম দশা কোনটি?
(A) প্রোফেজ
(B) অ্যানাফেজ
(C) টেলোফেজ
(D) সাইটোকাইনসিস

Ans-(A) প্রোফেজ

20.প্রোফেজ দশায় মূল বিশেষত্ব কি হয়?
(A) ক্রোমোজোম ঘনীভূত হয়
(B) Spindle তন্তু গঠিত হয়
(C) Nucleolus কে আর দেখা যায় না।
(D) উপরের সবকটিই

Ans-(D) উপরের সবকটিই
(প্রোফেজ দশার শেষে ঘনীভূত ক্রোমোজোমগুলি ক্রমাটিডে পরিণত হয় এবং সেনন্ট্রোমিয়ার দ্বারা মাঝখানে যুক্ত হয়)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.