কোষের গঠন ও কোষ বিভাজন

81.উদ্ভিদের ভাজক কলায় কি ধরনের কোষ বিভাজন দেখা যায়?
(A) মিয়োসিস কোষ বিভাজন
(B) মাইটোসিস কোষ বিভাজন
(C) অ্যামাইটোসিস কোষ বিভাজন
(D) উপরের কোনোটিই নয়

Ans-(B) মাইটোসিস কোষ বিভাজন

82.জীবদেহের জনন মাতৃকোষে কোন ধরনের কোষ বিভাজন দেখা যায়?
(A) মিয়োসিস কোষ বিভাজন
(B) মাইটোসিস কোষ বিভাজন
(C) অ্যামাইটোসিস কোষ বিভাজন
(D) উপরের কোনোটিই নয়

Ans-(A) মিয়োসিস কোষ বিভাজন
(যে কোষ-বিভাজন যৌনজননকারী প্রক্রিয়ায় জীবের একটি রেনু-মাতৃকোষ বা জনন মাতৃকোষে পরপর দুই বার নিউক্লিয়াসের বিভাজনের ফলে চারটি পৃথক অপত্যকোষ সৃষ্টি হয়, যাদের প্রতিটিতে মার্তৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে,তাকেই মিয়োসিস কোষ বিভাজন বলে।
* ক্রসিং ওভার মিয়োসিস কোষ বিভাজনে দেখা যায়
* মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে)।

83.ক্রোমোজোমের কোন অংশে বেমতন্তু সংযুক্ত থাকে?
(A) সেন্ট্রোমিয়ার অংশে
(B) ক্লিভেজের অংশে
(C) নিউক্লিয়াসের অংশে
(D) মাইট্রোকন্ড্রিয়ায়

Ans-(A) সেন্ট্রোমিয়ার অংশে

84.কোনো জীবের 2n ক্রোমোজোমের সংখ্যা যদি 16 হয়,তবে ওর জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে?
(A) 16
(B) 32
(C) 17
(D) 8

Ans-(D) 8 (N = 8) হবে।
(এখানে একটা কথা মাথায় রাখবে জীবদেহে ক্রোমোজোম সংখ্যা যা হবে জনন কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে)।

85.প্রাণী কোষের বিভাজনে মাকুর মেরু সৃষ্টিতে কোন কোষ অঙ্গাণু অংশগ্রহণ করে?
(A) সেন্ট্রিওল
(B) টেলোমিয়ার
(C) সেন্ট্রোজোম
(D) লাইসোজোম

Ans-(C) সেন্ট্রোজোম
(ঈস্ট নামক ছত্রাক ও ক্লামাইডোমোনাস নামে শ্যাওলায় সেন্ট্রোজোম পাওয়া যায়)

86.নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে কি বলে?
(A) সাইটোকাইনেসিস
(B) ক্যারিওকাইনেসিস
(C) উপরের দুটিই ঠিক
(D) কোনোটিই নয়

Ans-(B) ক্যারিওকাইনেসিস

87.সাইটোপ্লাজমের বিভাজন পদ্ধতিকে কি বলে?
(A) সাইটোকাইনেসিস
(B) ক্যারিওকাইনেসিস
(C) উপরের দুটিই ঠিক
(D) কোনোটিই নয়

Ans-(A) সাইটোকাইনেসিস

88.উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কিসের মাধ্যমে ঘটে?
(A) সেল-প্লেট বা কোষ পাত গঠনের মাধ্যমে
(B) ক্লিভেজের মাধ্যমে
(C) নিউক্লিয়াসের মাধ্যমে
(D) ইষ্টের মাধ্যমে

Ans-(A) সেল-প্লেট বা কোষ পাত গঠনের মাধ্যমে

89.প্রাণী কোষের সাইটোকাইনেসিস কিসের মাধ্যমে ঘটে?
(A) সেল-প্লেট বা কোষ পাত গঠনের মাধ্যমে
(B) ক্লিভেজের মাধ্যমে
(C) নিউক্লিয়াসের মাধ্যমে
(D) ইষ্টের মাধ্যমে

Ans-(B) ক্লিভেজের মাধ্যমে

90.মানুষের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত?
(A) 46 টি
(B) 23 টি
(C) 24 টি
(D) 12 টি

Ans-(B) 23 টি (N = 23)
(মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া অর্থাৎ 46 টি)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.