ভারতের রাজ্যগুলির বৃহত্তম শহর

29.আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বৃহত্তম শহরের নাম কি?
(A) পোর্ট ব্লেয়ার
(B) দমন
(C) কভারাত্তি
(D) চন্ডীগড়

Ans-(A) পোর্ট ব্লেয়ার
(পোর্ট ব্লেয়ার আবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী)।

30.দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ এর বৃহত্তম শহরের নাম কি?
(A) পুদুচেরি
(B) দমন
(C) কভারাত্তি
(D) চন্ডীগড়

Ans-(B) দমন
(দমন আবার দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ এর রাজধানী)।

31.লাক্ষাদ্বীপের বৃহত্তম শহরের নাম কি?
(A) পুদুচেরি
(B) শ্রীনগর
(C) কভারাত্তি
(D) চন্ডীগড়

Ans-(C) কভারাত্তি
(এই কভারাত্তি আবার লাক্ষাদ্বীপের রাজধানী)

32.চন্ডীগড়ের বৃহত্তম শহরের নাম কি?
(A) পুদুচেরি
(B) শ্রীনগর
(C) লেহ
(D) চন্ডীগড়

Ans-(D) চন্ডীগড়
(এই চন্ডীগড় আবার চন্ডীগড়ের রাজধানী)।

33.লাদাখের বৃহত্তম শহর কোনটি?
(A) পুদুচেরি
(B) শ্রীনগর
(C) লেহ
(D) দমন

Ans-(C) লেহ

34.পুদুচেরির বৃহত্তম শহর কোনটি?
(A) পুদুচেরি
(B) শ্রীনগর
(C) লেহ
(D) আইজল

Ans-(A) পুদুচেরি
(পুদুচেরি আবার পুদুচেরির রাজধানী)।

35.জম্মু ও কাশ্মীরের বৃহত্তম শহরের নাম কি?
(A) কার্গিল
(B) শ্রীনগর
(C) লেহ
(D) আইজল

Ans-(B) শ্রীনগর
(শ্রীনগর জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী)।

36.দিল্লীর বৃহত্তম শহরের নাম কি?
(A) শাজাহানাবাদ
(B) যন্তর মন্তর
(C) নয়ডা
(D) নতুন দিল্লী

Ans-(D) নতুন দিল্লী
( নতুন দিল্লী, ভারত তথা দিল্লী রাজ্যের রাজধানী)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.