অ্যাসিড ক্ষার ও লবন সম্বন্ধীয় প্রশ্ন

11. নিন্মের কোনটি জলের অম্লতা কমায়?
(A) ক্ষার
(B) অ্যাসিড
(C) হাইড্রো ক্লোরাইড অ্যাসিড
(D) লবন

Ans- (D) লবন
(অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া ঘটলে লবন উৎপন্ন হয়)।

12. নিন্মের কোনটি ক্ষারীয় লবণের (Basic Salt) উদাহরণ?
(A) Al2(So4)3
(B) Pb(OH)2 + HNO3
(C) K2So4
(D) Al2(So4)3 24 H2O
Ans- (B) Pb(OH)2 + HNO3 (বেসিক লেড নাইট্রেড)
(H+ থাকলে হয় অ্যাসিড এবং OH- থাকলে হয় ক্ষারীয়।
* Pb(OH)2 + HNO3 আর একটি উদাহরণ হলো Cu(OH)Cl (বেসিক কপার ক্লোরাইড)।

13. নিন্মের কোনটি Double Salt (যুগ্ম বা দ্বিধাতব লবণ) এর উদাহরণ?
(A) Al2(So4)3
(B) Pb(OH)2
(C) K2So4
(D) K2so4 , Al2(So4)3, 24 H2O
Ans- (D) K2so4 , Al2(So4)3, 24 H2O (একে বলা হয় ফটকিরি পটাশ অ্যালাম)
(* Al2(So4)3, 24 H2O এই পর্যায়টাকে বলা হয় অ্যালাম।
* যে দ্রবণে দুটো লবন একে অপরের সাথে যুগ্ম অবস্থায় থাকবে তাকে বলা হয়Double Salt (যুগ্ম বা দ্বিধাতব লবণ)।
Ex. Caco3 + Mgco3 = Camg(Co3)2 (ম্যাগনেসিয়াম ক্যাসিয়াম কার্বনেট)। একে বলা হয়- “ডলোমাইট”)।

14. নিন্মের কোনটি জলকে আম্লিক করে?
(A) লবণ
(B) কোস্টিক সোডা
(C) পটাসিয়াম
(D) উপরে কোনোটিই নয়
Ans- (A) লবণ

15. “Mohr’s Salt”- কাকে বলা হয়?
(A) H2so4 কে
(B) Hcl কে
(C) Bleaching Powder কে
(D) Feso4, (NH4)2so4 কে
Ans- (D) Feso4, (NH4)2so4 কে (ফেরাস অ্যামোনিয়াম সালফেট)।

16. Bleaching Powder কি ধরনের লবণ?
(A) Basic Salt
(B) Mixed Salt
(C) Acid Salt
(D) Double Salt
Ans- (B) Mixed Salt

17. Bleaching Powder এর সংকেত কি?
(A) Pso4
(B) Nacl2
(C) Caocl2
(D) (CaoH)2
Ans- (C) CaOCl2
(একটা কথা মাথায় রাখতে হবে Mixed Salt এর ক্ষেত্রে দুটো ক্যাটায়ন থাকবে, না হয় দুটো অ্যানায়ন থাকবে,কিন্তু তাদের মধ্যে কোনোটাই H+ হবেনা বা OH- হবেনা)।

18. নিচের কোনটি সোডিয়াম পটাসিয়াম কার্বনেট?
(A) Nakco2
(B) Nacol2
(C) NakCO3
(D) NaOH
Ans- (C) NaKCO3
(এটি Mixed Salt এর উদাহরণ)।

19. নিচের কোনটি জটিল লবণ (Complex Salt) এর উদাহরণ?
(A) PbSO4
(B) [Ca(NH3)4]So4
(C) [Na(kOH3)2]So4
(D) (Al2)3 So4
Ans- (B) [Ca(NH3)4]SO4 (টেট্রা অ্যামাইন কপার সালফেট)

20. টেট্রা অ্যামাইন জিঙ্ক সালফেট কোন ধরণের লবণের উদাহরণ?
(A) Mixed Salt
(B) Complex Salt
(C) Normal Salt
(D) Double salt
Ans- (B) Complex Salt
(টেট্রা অ্যামাইন জিঙ্ক সালফেটের সংকেত হলো [Zn(NH3)4]SO4)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.