বিভিন্ন পরীক্ষায় আসা পর্যায় সারণীর প্রশ্নপত্র

21). মেন্ডিলিফের পর্যায় সারণীতে নিকেলের আগে কোন মৌলটি অবস্থান করে?
(A) Sr
(B) Mo
(C) Rb
(D) Co

Ans-(D) Co (কোবাল্ট)
(Actually মেন্ডেলিফের পর্যায় সারণীতে প্রথমে লোহা (Fe) অবস্থান করে, তারপর অবস্থান করে কোবাল্ট (Co) এবং শেষে অবস্থান করে নিকেল (Ni)।
* লোহার (Fe) যে Atomic Mass – Around 55.8
কোবাল্ট (Co) এর Atomic Mass হলো 58.9 এবং
নিকেল (Ni) এর Atomic Mass হলো 58.7
* তোমরা জানো মেন্ডেলিভ তার পর্যায় সরণী সাজিয়ে ছিলেন বর্ধিত পারমাণবিক ভরের উপর বেস করে।যদি তাই হয় তাহলে Arrangement এমন হওয়া উচিৎ ছিলো – প্রথমে লোহা (Fe), তার পর নিকেল (Ni) And Finally কোবাল্ট (Co)।
অর্থাৎ Fe<Ni<Co
এই খানে মেন্ডেলিফ ভুল করেছিলেন)।

22). নিচের কোন বিজ্ঞানীর কারণে নতুন মৌলের আবিস্কার উদ্যোগ পেয়েছিলো?
(A) মেন্ডেলিফ
(B) মোসলে
(C) ডোবারনিয়ার
(D) নিউল্যান্ড
Ans-(A) মেন্ডেলিফ
(তোমাদের মনে আছে হয়তো মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে কিছু গ্যাপ বা ফাঁকা জায়গা ছেড়ে রেখেছিলেন।কারণ উনি বুঝতে পেরেছিলেন যদি আমাকে সঠিক Arrangement করতে হয় তাহলে ঐ গ্যাপ গুলোতে কিছু কিছু মৌল এখনো আসা উচিৎ, যে গুলো নেই।এত বেশি গ্যাপ Atomic Mass -এর মধ্যে হয় না)।

23). নিচের কোন মৌল গুলোর গ্রূপকে মেন্ডেলিভের সময়ের পরবর্তীকালে তার পর্যায় সারণীতে স্থান দেওয়া হয়?
(A) Sc, Ga, Ca
(B) Sc, Ge, Ga
(C) Sc, Ga, Mg
(D) Mg, Na, Ge
Ans-(A) Sc, Ga, Ca
(একটু আগেই তোমাদের বলেছি মেন্ডেলিভ যে গ্যাপ বা ফাঁকা স্থান রেখেছিলেন, সেই ফাঁকা স্থানে জায়গা পেয়েছিলো –
স্ক্যানডিয়াম (Sc),গ্যালিয়াম (Ga) and জার্মেনিয়াম (Ge)।

24). “ইকা-অ্যালুমিনিয়াম” মৌলটির বদলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে পরবর্তীকালে কোন মৌলটি স্থান পেয়েছিলো?
(A) স্ক্যানডিয়াম
(B) গ্যালিয়াম
(C) জার্মেনিয়াম
(D) টাইটেনিয়াম
Ans-(B) গ্যালিয়াম
(মনে রাখবে-
(i) ইকা- বোরণের বদলে জায়গা পেয়েছিলো স্ক্যানডিয়াম।
(ii) ইকা-সিলিকনের বদলে জায়গা পেয়েছিলো জার্মেনিয়াম এবং
(iii) “ইকা-অ্যালুমিনিয়াম” মৌলটির বদলে জায়গা পেয়েছিলো গ্যালিয়াম)।

25). নিন্মলিখিতদের মধ্যে কোনটির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সর্বোচ্চ?
(A) লিথিয়াম
(B) কার্বন
(C) আর্গণ
(D) ফসফরাস
Ans-(B) কার্বন

26). 4টি ক্ষারীয় মৌলের পারমাণবিক সংখ্যা হলো 11, 13, 16, 17 আধুনিক পর্যায় সারণীতে এদের মধ্যে কোনটির ধাতব বৈশিষ্ট্য সর্বোচ্চ?
(A) 11
(B) 13
(C) 16
(D) 17
Ans-(A) 11
(আমরা জানি –
সোডিয়াম (Na) এর Atomic Number 11
অ্যালুমিনিয়াম (Al) এর 13
সালফার (S) এর 16 এবং
ক্লোরিন (Cl) এর 17
* মনে রাখবে যত আমরা বা’দিক থেকে ডান দিকে পর্যায় অনুসারে যাবো ততো আমাদের ধাতব ধর্ম কমবে)।

27) আধুনিক পর্যায় সারণীতে ধাতুর ধর্ম কেমন ভাবে পরিবর্তিত হয়?
(A) পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে এবং শ্রেণীতে উপর থেকে নিচের দিকে বাড়তে থাকে।
(B) পর্যায়ে বাম দিক থেকে বাড়তে থাকে কিন্তু শ্রেণীতে উপর থেকে নিচের দিকে কমতে থাকে।
(C) পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে এবং শ্রেণীতে উপর থেকে নিচের দিকে কমতে থাকে।
(D) পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে কমতে থাকে কিন্তু শ্রেণীতে উপর থেকে নিচের দিকে বাড়তে থাকে।
Ans-(D) পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে কমতে থাকে কিন্তু শ্রেণীতে উপর থেকে নিচের দিকে বাড়তে থাকে।
(তোমরা মনে রাখবে পর্যায় সারণীতে পর্যায় অনুযায়ী Left থেকে Right -এর দিকে গেলে ধাতব ধর্ম কমবে এবং শ্রেণী অনুযায়ী Up to down -এর দিকে ধাতব ধর্ম বাড়বে)।

28). নিচের কোন মৌলটির ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা সবথেকে বেশি?
(A) F
(B) S
(C) Fe
(D) H

Ans-(C) Fe
(দেখো এখানে ধাতু কোনটা সেটা আগে ভাবো।তো এখানে তোমরা দেখতে পাচ্ছো ধাতু হলো লোহা (Fe)।আর আমরা জানি ধাতু ইলেকট্রন ডোনার হয়।অর্থাৎ ইলেকট্রন তারা দেয় বা ত্যাগ করে।আর অধাতুরা ইলেকট্রন Gain করে।
তাহলে তোমাদের এখানে Answer হয়ে যাবে লোহা (Fe)।

29). নিচের কোনটিতে আয়নইজেশন পটেনশিয়ালের ক্রম সঠিক আছে?
(A) Ge > Si > C
(B) B > C> N
(C) K > N> Li
(D) Be > Mg > Ca
Ans-

(D) Be > Mg > Ca
(আয়নইজেশন পটেনশিয়াল হচ্ছে পজেটিভ (+ve) আয়ন তৈরি করার পদ্ধতি বা প্রক্রিয়া।
* মনে রাখবে পর্যায় অনুযায়ী আয়নইজেশন পটেনশিয়াল Left থেকে Right -এ বাড়তে থাকে।আর Group অনুযায়ী তুমি যত নিচের দিকে যাবে তত তোমার কমবে।
* Be (বেরিয়াম) -এর Atomic Number 4 হয়,
Mg (ম্যাগনেসিয়াম)-এর Atomic Number 12 হয় এবং
Ca (ক্যালসিয়াম) -এর Atomic Number হয় 20
তাই তোমরা এখানে দেখতে পাচ্ছো Down the group হচ্ছে।আর আমরা আগেই জেনেছি Group অনুযায়ী নিচের দিকে গেলে ধাতব ধর্ম বাড়ে।তাই তোমাদের এখানে আয়নইজেশন পটেনশিয়ালের সঠিক ক্রমটি হবে Be > Mg > Ca)।


30). নিচের কোনটির ইলেকট্রন অ্যাফিনিটি তৃতীয় পর্যায়ে সব থেকে বেশি?
(A) Si
(B) Cl
(C) Mg
(D) Na
Ans-(B) Cl
(ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে নেগেটিভ (-ve) আয়ন তৈরির পদ্ধতি)।(D) Be > Mg > Ca
(আয়নইজেশন পটেনশিয়াল হচ্ছে পজেটিভ (+ve) আয়ন তৈরি করার পদ্ধতি বা প্রক্রিয়া।
* মনে রাখবে পর্যায় অনুযায়ী আয়নইজেশন পটেনশিয়াল Left থেকে Right -এ বাড়তে থাকে।আর Group অনুযায়ী তুমি যত নিচের দিকে যাবে তত তোমার কমবে।
* Be (বেরিয়াম) -এর Atomic Number 4 হয়,
Mg (ম্যাগনেসিয়াম)-এর Atomic Number 12 হয় এবং
Ca (ক্যালসিয়াম) -এর Atomic Number হয় 20
তাই তোমরা এখানে দেখতে পাচ্ছো Down the group হচ্ছে।আর আমরা আগেই জেনেছি Group অনুযায়ী নিচের দিকে গেলে ধাতব ধর্ম বাড়ে।তাই তোমাদের এখানে আয়নইজেশন পটেনশিয়ালের সঠিক ক্রমটি হবে Be > Mg > Ca)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.