Top 100 Science GK Questions

81.দুটি আলাদা আলাদা পাত্রে H2O এবং NaOH রাখা আছে। এদের কে কিসের সাহায্যে আলাদা করে চেনা যাবে ?
A. লাল লিটমাস পেপার
B. নীল লিটমাস পেপার
C. Na2CO3
D. HCl

Ans- A. লাল লিটমাস পেপার

82.নিচের কোনটি সিমেন্টের প্রধান উপাদান?
A জিপসাম
B. লাইমস্টোন
C. ক্লে
D. ছাই

Ans- B. লাইমস্টোন

83মানব দেহের পাকস্থলী খাদ্য পাঁচনের জন্য কোন অ্যাসিড তৈরি করে?
A. সাইট্রিক অ্যাসিড
B. এসিটিক অ্যাসিড
C. হাইড্রোক্লোরিক অ্যাসিড
D. ফসফরিক অ্যাসিড

Ans- C. হাইড্রোক্লোরিক অ্যাসিড

84.ইউরেনিয়ামের কোন আইসোটোপটি পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়?
A. U-233
B. U-234
C. U-235
D. U-239

Ans- C. U-235

85.একটি নিদির্ষ্ট সময় পর রুপা কালো হয়ে যায় কারণ-
A. রুপার উপর নাইট্রেট আস্তরণ পড়ে যায়
B. রুপার উপর সালফাইড আস্তরণ পড়ে যায়
C. রুপার উপর ক্লোরাইড আস্তরণ পড়ে যায়
D. রুপার উপর অক্সাইড আস্তরণ পড়ে যায়

Ans- C. রুপার উপর ক্লোরাইড আস্তরণ পড়ে যায়

86.জল বিশুদ্ধ করতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
A. সিলিকন
B. জিওলাইট
C. অ্যাসবেসটস
D. কোয়ার্টজ

Ans-B. জিওলাইট

87.নিচের কোন ক্ষেত্রে কোন রাসায়নিক পরিবর্তন ঘটে না?
A. খাবার লবণকে বাতাসে রেখে দিলে
B. কয়লা কে আগুনে পোড়ালে
C. সোডিয়াম কে বাতাসে রেখে দিলে
D. লোহাকে আদর বায়ুতে রেখে দিলে

Ans- A. খাবার লবণকে বাতাসে রেখে দিলে

88.নিচের কোনটি কার্বনের থ্রি-ডাইমেনশনাল গঠনের উদাহরণ?
A. কার্বন -ডাই-অক্সাইড
B. শুষ্ক বরফ
C. চারকোল
D. হীরা

Ans- D. হীরা

89.সিমেন্টে জিপসাম মেশানো হয় কারণ?
A. দ্রুত জমাট বাধার জন্য
B. দেরিতে জমাট বাধার জন্য
C. সিমেন্টের রং হালকা করার জন্য
D. সিমেন্টে উজ্জ্বলতা আনার জন্য

Ans- A. দ্রুত জমাট বাধার জন্য

90.রাসায়নিক বিক্রিয়ায় পজিটিভ অনুঘটক কি কাজ করে?
A. বিক্রিয়ার হারকে ত্বরানিত্ব করে
B. বিক্রিয়ার হারকে কমিয়ে দেয়
C. এটি বিক্রিয়াজাত পদার্থকে শুদ্ধ করে
D. এটি বিক্রিয়াজাত পদার্থকে আলাদা করতে সাহায্য করে

Ans-C. A. বিক্রিয়ার হারকে ত্বরানিত্ব করে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.