Top 100 Science GK Questions

21.গ্যাস ঝালাইয়ের সময় ব্যবহৃত আগুনের শিখার রং নীল হয় কেন?
A. সোডিয়ামের জন্য
B. বেরিয়ামের জন্য
C. পারদ থাকার জন্য
D. পটাসিয়ামের জন্য

Ans- B. বেরিয়ামের জন্য

22.জলের স্থায়ী ক্ষারকত্ব দূর করা যায় কিসের সাহায্যে?
A. ক্লোরিন
B. কাপড় কাঁচা সোডা
C. পটাসিয়াম পার ম্যাঙ্গানেট
D. ব্লিচিং পাউডার

Ans- B. কাপড় কাঁচা সোডার সাহায্যে

23.পেন্সিলে নিচের কোনটি ব্যবহার করা হয়?
A. গ্রাফাইট
B. সীসা
C. সিলিকন
D. চারকোল

Ans- A. গ্রাফাইট

24নিচের কোনটিকে মার্স গ্যাস বলা হয়?
A. নাইট্রোজেন
B. ইথেন
C. মিথেন
D. হাইড্রোজেন

Ans- C. মিথেন

25.এলপিজি গ্যাসের প্রধান উপাদান হল?
A. মিথেন, ইথেন ও হেক্সেন
B. ইথেন, হেক্সেন ও ননেন
C. মিথেন, বিউটেন ও প্রোপেন
D. মিথেন, হেক্সেন ও ননেন

Ans- C. মিথেন, বিউটেন ও প্রোপেন

26.বায়ু হল –
A. যৌগ
B. মৌল
C. ইলেক্ট্রোলাইট
D. মিশ্র

Ans- D. মিশ্র

27.নিচের কোনটিকে লাফিং গ্যাস বলে?
A. নাইট্রাস অক্সাইড
B. সালফার ডাই অক্সাইড
C. কার্বন মনোক্সাইড
D. হাইড্রোজেন পার অক্সাইড

Ans- A. নাইট্রাস অক্সাইড (N2O)

28.নিচের কোনটি গ্রীন হাউস গ্যাস নয়?
A. কার্বন ডাই অক্সাইড
B. মিথেন
C. নাইট্রাস অক্সাইড
D. হাইড্রোজেন

Ans- D. হাইড্রোজেন

29.নিচের কোনটি ভিটামিন বি কমপ্লেক্স এর অন্তর্ভুক্ত নয়?
A. থিয়ামিন
B. রাইবোফ্লাবিন
C. ফলিক অ্যাসিড
D. অ্যাসকরবিক অ্যাসিড

Ans- D. অ্যাসকরবিক অ্যাসিড

30.হিরে হল _______ এর allotropic গঠন
A. সোনা
B. মুক্তা
C. কার্বন
D. সিলিকন

Ans-C. কার্বন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.