প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আসা বিজ্ঞান প্রশ্ন (Part-2)

51.অবতল দর্পন (Concave Mirror) -এ কোথায় বস্তুকে রাখলে অসদ্ এবং সোজা প্রতিবিম্ব তৈরি করবে?
(A) C & F এর মাঝখানে
(B) P & C এর মাঝখানে
(C) P & F এর মাঝখানে
(D) None of these

Ans- (C) P & F এর মাঝখানে
(অবতল দর্পনে একমাত্র P & F এর মাঝখানে রাখলেই অসদ্ এবং সোজা প্রতিবিম্ব পাওয়া যায়।বাকি যেখানেই তুমি বস্তুকে রাখবে সেখানেই সদ্ (Real) এবং উল্টো (Inverted) প্রতিবিম্ব হবে)।

52.150 kg ভরের একটি বস্তু 5 সেকেন্ডে 6ms^-1 বেগ থেকে 16 6ms^-1 হয়ে যায়।এর ত্বরণ কত হবে?
(A) 10 ms-²
(B) -2 ms-²
(C) 2 ms-²
(D) 22 ms-²

Ans- (C) 2 ms^-2
(মনে রাখবে ত্বরণের জন্য আমাদের ভর কিন্তু লাগে না।
* ত্বরণ মানে হলো বেগ বৃদ্ধির হার
* অর্থাৎ
বেগ কতটা বাড়ছে/টাইম
16 – 6/5
10/5
2 s-² Ans.)।

53.একটি ভৌতিক পরিমাণ যা কখনো ঋণাত্বক হতে পারে না সেটি হলো — — –।
(A) বল
(B) ত্বরণ
(C) দূরত্ব
(D) বেগ

Ans- (C) দূরত্ব
(বাকি সব কিছু Negetive হতে পারে কিন্তু দূরত্ব কখনো Negetive হতে পারে না)।

54.কোনো বস্তুকে উত্তল লেন্সের 2F1 অবস্থানে স্থাপন করা হলে তার প্রতিচ্ছবি কি হবে?
(A) একই থাকবে
(B) হ্রাস পাবে
(C) অত্যন্ত হ্রাস পাবে
(D) বর্ধিত হবে

Ans- (A) একই থাকবে
(উত্তল লেন্সের ক্ষেত্রে একমাত্র 2F -এ বস্তুকে রাখলে বস্তুর আকার Same Sized (একই আকার) হয়)।

55.ত্বরণ ‘a, সঙ্গে চলন্ত, ভর ‘m’ -এর একটি বস্তুর বল কি?
(A) m/a
(B) m × a
(C) a + a
(D) a/m

Ans- (B) m × a
(আমরা জানি
বল = ভর × ত্বরণ
F = m × a Ans.
* কার্য = বল × সরণ
W = F × S)।

56.একটি নির্দিষ্ট পরিবারে এক সপ্তাহের মধ্যে 200 ইউনিট শক্তি ব্যবহৃত হয়েছে।এই জুলের মধ্যে কত শক্তি রয়েছে?
(A) 7.2 × 108J
(B) 72 × 106 J
(C) 7.2 × 106 J
(D) 3.6 × 107 J

Ans- (A) 7.2 × 10^8 J
(দেখো এই 200 ইউনিট মানে হচ্ছে 200 kwh.
* আমরা জানি –
1 kwh = 3.6 × 106 J
200 ” ” = 3.6 × 106 × 200
= 3.6 × 106 × 2×100
= 7.2 × 106 × 100
= 3.6 × 108 Ans)।

57.একটি 6 ওহম রোধযুক্ত তার মাঝখান থেকে দোভাঁজ হয়ে আছে।তারের নতুন রোধ নির্ণয় করো?
(A) 2.25 ওহম
(B) 1 ওহম
(C) 3.5 ওহম
(D) 1.5 ওহম

Ans- (D) 1.5 ওহম
(মাথায় রাখবে যখন দোভাঁজ করা হয় তখন যা রোধ ছিল তার 1/4 ভাগ হয়ে যায়। তার মানে কি হবে-, হবে হলো –
6/4
= 1.5 ওহম Ans)।

58.যে মূলক জলের অনু দ্বারা আকর্ষিত হয় তাকে কি বলা হয়?
(A) মাইলেস
(B) হাইড্রাফিলিক
(C) হোমোলোগাস
(D) হাইড্রোফোবিক

Ans- (B) হাইড্রাফিলিক
(মাথায় রাখবে জলের অনু দ্বারা আকর্ষিত হলে তাকে বলে “হাইড্রাফিলিক”। আর
* জলের অনু দ্বারা বিকর্ষিত হলে তাকে বলে “হাইড্রোফোবিক”)।

59.আমাদের হাতের তালুতে রাখলে নীচের কোনটি গলে যায়?
(A) LI & Na
(B) Na & Ga
(C) Cs & Na
(D) Ga & Cs

Ans- (D) Ga & Cs (গ্যালিয়াম ও সিজিয়াম)।
(সিজিয়াম ও গ্যালিয়াম ছাড়াও পারদ হাতের তালুতে রাখলে গলে যায়)।

60.বিচুটি গাছের ঝাঁঝালো পাতাগুলি — — — প্রবেশ করায়, তার দ্বারা জ্বলনযুক্ত যন্ত্রণার সৃষ্টি হয়।
(A) অ্যাসিটিক অ্যাসিড
(B) মিথানয়িক অ্যাসিড
(C) ইথানয়িক অ্যাসিড
(D) প্রোপানয়িক অ্যাসিড

Ans- (B) মিথানয়িক অ্যাসিড
(মিথানয়িক অ্যাসিডের Normal নাম হলো ফরমিক অ্যাসিড)।

61.নীচের কোন বিবৃতিটি সত্য?
(A) বিজারণ পদ্ধতির ক্ষেত্রে, পরমাণু ইলেকট্রন পায়।
(B) বিজারণ পদ্ধতির ক্ষেত্রে, পরমাণু ইলেকট্রন হারায়।
(C) বিজারণ পদ্ধতির ক্ষেত্রে, পরমাণু প্রোটন পায়।
(D) বিজারণ পদ্ধতির ক্ষেত্রে, পরমাণু প্রোটন হারায়।

Ans- (A) বিজারণ পদ্ধতির ক্ষেত্রে, পরমাণু ইলেকট্রন পায়।

62.একটি তারের রোধ কিভাবে প্রভাবিত হবে যদি তারের মধ্যে বিদ্যুৎ দ্বিগুণ গতিতে প্রবাহিত হয়?

(A) কোনো রোধ প্রবাহিত হবেনা।
(B) রোধ অর্ধেক হয়ে যায়
(C) রোধ দ্বিগুণ হয়ে যায়
(D) রোধ চারগুন হয়ে যায়

Ans- (B) রোধ অর্ধেক হয়ে যায়
(আমরা জানি রোধ = V/R
R = V/R
উপরের সমীকরণ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে –
* রোধের সাথে অ্যাম্পিয়ারের (A) সম্পর্ক ব্যস্তানুপাতিক।আর
* রোধের সাথে ভোল্টের (V) সম্পর্ক সমানুপাতিক।
* রোধের সাথে অ্যাম্পিয়ারের সম্পর্ক যেহেতু ব্যস্তানুপাতিক সেহেতু অ্যাম্পিয়ার যত বাড়বে রোধ সেই হারে কমবে।প্রশ্নে বলেছে অ্যাম্পিয়ার দ্বিগুণ হচ্ছে তার মানে রোধ Half হয়ে যাবে অর্থাৎ অর্ধেক হয়ে যাবে।
* বিদ্যুৎ প্রবাহের একক হলো “অ্যাম্পিয়ার”)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.