জীবন বিজ্ঞান জিকে (Previous Years Questions)
41. কোন স্থায়ী টিস্যু উদ্ভিদকে শক্ত এবং দৃঢ় করে তোলে?
অথবা :- কোন Permanent Tissue গাছকে Rigidity বা দৃঢ় করে তোলে?
(A) এরেনকাইমা
(B) স্ক্লেরেনকাইমা
(C) প্যারেনকাইমা
(D) কোলেনকাইমা
42. গ্রোথ (ক্রমবৃদ্ধি) হরমোনের কার্যাদি হলো-
(A) বৃদ্ধির পরিপোষক হিসেবে কাজ করে।
(B) কখনো বৃদ্ধির সহায়ক হিসেবে এবং কখনো বৃদ্ধির বাঁধাদায়ক হিসেবে কাজ করে।
(C) বৃদ্ধির সহায়ক হিসেবে।
(D) All of the above
43. আমরা যাই খাই তার থেকে প্রাপ্ত কিছুটা শক্তি কি রূপে সংরক্ষণ করা হয়?
(A) গ্লাইকোজেন
(B) অ্যামিনো অ্যাসিড
(C) গ্লুকোজ
(D) পাইরুভিক অ্যাসিড
44. মহিলা প্রজনন সিস্টেমের কোন অংশটি নিজেই প্রতি মাসে বর্ধনশীল শিশু প্রাপ্ত এবং সযত্নে লালন করতে প্রস্তুত করে?
(A) জরায়ুমুখ (Cervix)
(B) জরায়ু
(C) ডিম্বাশয়
(D) None of these
45. টেস্টিস থেকে কোন হরমোন বেড় হয়?
(A) টেস্টোজেন
(B) থাইরক্সিন
(C) ইস্ট্রোজেন
(D) ইনসুলিন
46. হাইড্রা কোন পদ্ধতিতে প্রজনন করে?
(A) খন্ডীভবন
(B) কোরকোদগম
(C) দ্বি-বিভাজন
(D) বহু-বিভাজন
47. মাইটোসিস প্রক্রিয়ার সেই ধাপটি উল্লেখ করো, যখন একটি বিভাজনরত কোষের ক্রোমোজোম গুলি নিরক্ষীয় প্লেটে উপস্থিত থাকে?
(A) মেটাফেজ
(B) অ্যানাফেজ
(C) টেলোফেজ
(D) প্রোফেজ
48. প্রতিস্থাপন হলো একটি প্রক্রিয়া-
(A) মায়ের শরীরস্থ শিশুর দৈহিক বৃদ্ধি
(B) প্লাসেন্টার মাধ্যমে মায়ের রক্ত থেকে পুষ্টি
(C) জরায়ুর আস্তরণের সঙ্গে জাইগোটের সংযুক্তি
(D) All of the above
49. রক্তের কোন উপাদানটি বর্জ্য খাদ্য, কার্বন ডাই-অক্সাইড (CO2) এবং নাইট্রোজেন পরিবহন করে?
(A) রক্তরস
(B) ব্লাড প্লেটলেট
(C) রক্তকণিকা (RBCs)
(D) শ্বেতকণিকা (WBCs)
50. ভ্রূণটি যে বিশেষ একটি টিস্যুর সাহায্যে মায়ের রক্ত থেকে পুষ্টি পায়,তাকে কি বলা হয়?
(A) প্লাসেন্টা
(B) গর্ভাশয়
(C) গলদেশ (Cervix)
(D) ফেলোপিয়ান টিউব