কেন্দ্রীয় শাসন বিভাগ – রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি

51. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন- (A) প্রত্যক্ষ জনগণের দ্বারা (B) সংসদের দুই কক্ষ দ্বারা যৌথভাবে (C) সংসদের উভয় কক্ষ ও রাজ্য আইনসভার উভয় কক্ষ থেকে নির্বাচিত সদস্যবৃন্দ দ্বারা গঠিত নির্বাচক-মন্ডলীর দ্বারা (D) উপরের কোনোটিই নয়
Ans-(C) সংসদের উভয় কক্ষ ও রাজ্য আইনসভার উভয় কক্ষ থেকে নির্বাচিত সদস্যবৃন্দ দ্বারা গঠিত নির্বাচক-মন্ডলীর দ্বারা। (রাষ্ট্রপতি নির্বাচিত হবেন একটি বিশেষ “নির্বাচনী সংস্থা”-এর মাধ্যমে, যেটা সংবিধানের 54 নং ধারায় বিশেষভাবে উল্লেখিত আছে। * ভারতের প্রথম নাগরিক হলেন রাষ্ট্রপতি এবং * দ্বিতীয় নাগরিক হলেন উপরাষ্ট্রপতি)।
52. ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচন করেন- (A) দেশের জনগণ (B) রাজ্যসভার সদস্যগণ (C) লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ (D) রাষ্ট্রপতি
Ans-(C) লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ
53. ভারতবর্ষের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে নির্বাচিত হন? (A) প্রাপ্তবয়স্ক নাগরিকদের গোপন ভোটের মাধ্যমে (B) আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে (C) একক-হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে (D) উপরের সবকটিই
Ans-(C) একক-হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে (ভারতের রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি)।
54. কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পূর্বে রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র কার কাছে পেরণ করেন? (A) প্রধানমন্ত্রীর কাছে (B) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে (C) হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে (D) উপরাষ্ট্রপতির কাছে
Ans-(D) উপরাষ্ট্রপতির কাছে (পদত্যাগ, মৃত্যু অথবা ইমপিচমেন্ট- এই তিনটি কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হতে পারে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন তাহলে তিনি উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেরণ করেন।উপরাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতি স্পিকারের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠাতে পারেন,যা সংবিধানের 61 নং ধারায় উল্লেখিত হয়েছে)।
55. সংসদ কর্তৃক কোনো বিল অনুমোদিত হওয়ার পর রাষ্ট্রপতি তা- (A) পুনর্বিবেচনার জন্য ফেরৎ পাঠাতে পারেন (B) বিলটি সংশোধন করতে পারেন (C) স্বাক্ষরদানে সম্মতি প্রদান করতে পারেন (D) Both A & C Correct
Ans-(D) Both A & C Correct
56. ভারতবর্ষের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন- (A) কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী (B) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (C) রাষ্ট্রপতি (D) প্রধানমন্ত্রী
Ans-(C) রাষ্ট্রপতি
57. কোন কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার কত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়? (A) 6 মাসের মধ্যে (B) 4 মাসের মধ্যে (C) 3 মাসের মধ্যে (D) 1 বছরের মধ্যে
Ans-(A) 6 মাসের মধ্যে (রাষ্ট্রপতি পদ শূন্য হলে সর্বাধিক 6 মাস পর্যন্ত এই পদ শূন্য রাখা যায়।এই সময়কালে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদ অলংকৃত করতে পারেন,যা সংবিধানের 65 নং ধারায় উল্লেখিত হয়েছে)।
58. রাষ্ট্রপতির পদচ্যুতি-সংক্রান্ত প্রস্তাব উত্থাপনের জন্য কতদিন আগে নোটিশ দিতে হয়? (A) 10 দিন আগে (B) 12 দিন আগে (C) 14 দিন আগে (D) 15 দিন আগে
Ans-(C) 14 দিন আগে (লোকসভার অন্তত এক-চুর্থাংশ সদস্যের সমর্থনে লিখিত অভিযোগটি সংশ্লিষ্ট কক্ষে উত্থাপনের 14 দিন পূর্বে নোটিশ দিতে হবে)।
59. রাষ্ট্রপতির বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করার জন্য কতদিন পূর্বে পার্লামেন্টে লিখিত বিজ্ঞপ্তি জমা করতে হয়? (A) 21 দিন পূর্বে (B) 14 দিন পূর্বে (C) 1 মাস পূর্বে (D) 2 মাস পূর্বে
Ans-(B) 14 দিন পূর্বে
60. রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াটি পরিচালনা করে থাকে- (A) বিশেষ নির্বাচক সংস্থা (B) সুপ্রিম কোর্ট (C) প্রধানমন্ত্রীর সচিবালয় (D) লোকসভার স্পিকার
Ans-(A) বিশেষ নির্বাচক সংস্থা (An Electoral College) (রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি সংবিধানের 55 নং ধারায় উল্লেখিত হয়েছে। * রাষ্ট্রপতি পদপ্রার্থী ব্যক্তির বয়স কমপক্ষে 35 বছর হতে হবে)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.