কেন্দ্রীয় শাসন বিভাগ – রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি

21. ভারতের উপরাষ্ট্রপতি নিন্মলিখিত কোন্ কক্ষের অধ্যক্ষ?
(A) লোকসভার
(B) বিধানসভার
(C) রাজ্যসভার
(D) নির্বাচন কমিশনের

Ans-(C) রাজ্যসভার

22. নীচে উল্লেখিত ভারতের কোন্ রাজনৈতিক পদাধিকারী ব্যক্তির বেতন সম্পূর্ণরূপে আয়কর মুক্ত?
(A) নির্বাচন কমিশনারের
(B) প্রধানমন্ত্রীর
(C) সুপ্রিম কোর্টের বিচারপতির
(D) রাষ্ট্রপতির
Ans-(D) রাষ্ট্রপতির

23. প্রথম উপরাষ্ট্রপতি থেকে নির্বাচিত রাষ্ট্রপতি হন কে?
(A) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন
(B) ডঃ ফকরুদ্দিন আলি
(C) নীলম সঞ্জীব রেড্ডি
(D) জাকির হোসেন
Ans-(A) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন (13 ই মে 1962 – 13 ই মে 1967)
(ভারতের যেসব উপরাষ্ট্রপতি পরবর্তীকালে রাষ্ট্রপতি হয়েছিলেন তারা হলেন- ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডঃ জাকির হোসেন, ভি.ভি.গিরি, আর. ভেঙ্কটরমন, ডঃ শঙ্কর দয়াল শর্মা এবং কে.আর. নারায়ণ)।

24. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি?
(A) লক্ষী সায়গল
(B) প্রতিভা দেবী সিং পাতিল
(C) সরোজিনী নাইডু
(D) প্রভাবতী দেবী
Ans-(B) প্রতিভা দেবী সিং পাতিল
(প্রতিভা দেবী সিং পাতিল ছিলেন ভারতের দ্বাদশ রাষ্ট্রপতি যার সময়কাল হলো 25 শে জুলাই 2007 – 25 শে জুলাই 2012
* মনে রাখবে রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম মহিলা প্রতিদ্বন্দ্বী ছিলেন লক্ষী সায়গল
* প্রণব মুখার্জি ছিলেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি)।

25. সবথেকে কম সময়ের জন্য রাষ্ট্রপতি হয়েছেন নিন্মের কোন ব্যক্তি?
(A) জাকির হোসেন
(B) ডঃ ফকরুদ্দিন আলি
(C) নীলম সঞ্জীব রেড্ডি
(D) রামস্বামী ভেঙ্কটরমন
Ans-(A) জাকির হোসেন (1967 – 1969)
(জাকির হোসেন ছিলেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি এবং ভারতের তৃতীয় রাষ্ট্রপতি)।

26. কোন্ রাষ্ট্রপতি কর্মরত অবস্থায় মারা যান?
(A) জাকির হোসেন
(B) ডঃ ফকরুদ্দিন আলি আহমেদ
(C) নীলম সঞ্জীব রেড্ডি
(D) রামস্বামী ভেঙ্কটরমন
Ans-(B) ডঃ ফকরুদ্দিন আলি আহমেদ (1974 – 1977)
(ইনি ছিলেন ভারতের পঞ্চম রাষ্ট্রপতি এবং দ্বিতীয় মুসলিম রাষ্ট্রপতি।
* ভারতের কনিষ্ঠতম রাষ্ট্রপতি ছিলেন নীলম সঞ্জীব রেড্ডি (ষষ্ঠ রাষ্ট্রপতি)
* প্রবীণতম রাষ্ট্রপতি ছিলেন রামস্বামী ভেঙ্কটরমন (অষ্টম)।

27. রাষ্ট্রপতি পদচ্যুতি-সংক্রান্ত প্রস্তাব কোন্ কক্ষে উত্থাপন করা যায়?
(A) লোকসভাতে
(B) রাজ্যসভাতে
(C) যে-কোনো কক্ষে
(D) উপরের কোনোটিই নয়
Ans-(C) যে-কোনো কক্ষে

28. রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কোনো বিরোধ দেখা দিলে তার সমাধান করেন কে?
(A) লোকসভার অধ্যক্ষ
(B) উপরাষ্ট্রপতি
(C) সুপ্রিম কোর্ট
(D) প্রধানমন্ত্রী
Ans-(C) সুপ্রিম কোর্ট

29. কোন্ রাষ্ট্রপতির নির্বাচনের সময় কোনো প্রকার বিরোধীতা করা হয়নি?
(A) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(B) ভি.ভি. গিরি
(C) নীলম সঞ্জীব রেড্ডি
(D) জ্ঞানী জৈল সিং
Ans-(C) নীলম সঞ্জীব রেড্ডি (1977 – 1982)
(ইনি ছিলেন ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি।
* নীলম সঞ্জীব রেড্ডি একমাত্র রাষ্ট্রপতি যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।
* ইনি হলেন ভারতের কনিষ্ঠতম রাষ্ট্রপতি (64 বছর বয়সে রাষ্ট্রপতি হন)।

30. ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি?
(A) জি.এস. পাঠক
(B) ডঃ জাকির হোসেন
(C) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন
(D) ভি.ভি. গিরি
Ans-(C) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন (1952 – 1962)
(ইনি ছিলেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি
* প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডঃ রাজেন্দ্র প্রসাদ)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.