Top 250 ভৌত বিজ্ঞান GK প্রশ্ন

8 1. কার্য ঘটে কেবল যখন –
A. প্রযুক্ত বল খুব বেশি হয়
B. কার্যকর বলের অভিমুখে সরণ হয়
C. প্রযুক্ত বল ও সরণ পরস্পরের লম্ব হয়
D. বল প্রযুক্ত হয়

Ans.(B) কার্যকর বলের অভিমুখে সরণ হয়

82.বল ও সরণের মধ্যে স্থূলকোন থাকলে , যে কার্য হয় তা হল –
A. 1
B. শূন্য
C. + ve
D. – ve

Ans.(D) -ve

83.তাপশক্তির তড়িৎশক্তিতে রূপান্তরিত হওয়ার মাধ্যমে-
A. হাইড্রামিটার রূপান্তরিত হয়
B. থার্মোমিটার রূপান্তরিত হয়
C. থার্মোকাপল রূপান্তরিত হয়
D. ফটোকোশে রূপান্তরিত হয়

Ans (C) থার্মোকাপল -এ রূপান্তরিত হয়

84.কোনো গতিশীল বস্তুর ভরবেগ যদি 20% বৃদ্ধি পায় তাহলে তার গতিশক্তি বৃদ্ধির পরিমাপ হবে –
A. 36%
B. 40%
C. 44%
D. 50%

Ans. (C) 44%

85.ডায়নামো রূপান্তরিত করে-
A. যান্ত্রিক শক্তিকে তড়িৎশক্তিতে
B. তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে
C. যান্ত্রিক শক্তিকে চৌম্বক শক্তিতে
D. উপরের কোনটিই নয়

Ans. (A) যান্ত্রিক শক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করে

86.বল ও সরণের স্কেলার গুনফলকে বলা হয়
A. কার্য
B. ক্ষমতা
C. শক্তি
D. ভরবেগ

Ans.(A) কার্য

87.যে যন্ত্র শব্দশক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করে তা নীচের কোনটি –
A. ট্রান্সফর্মার
B. মাইক্রোফোন
C. মোটর
D. গ্যালভানোমিটার

Ans. (B) মাইক্রোফোন

88.আলোকতড়িৎ কোষে  কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
A. আলোকশক্তি থেকে তড়িৎশক্তি
B. যান্ত্রিক শক্তি থেকে তড়িৎশক্তি
C. তড়িৎশক্তি থেকে আলোক শক্তি
D. রাসায়নিক শক্তি থেকে তড়িৎশক্তি

Ans. (A) আলোকশক্তি থেকে তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়

89.একটি স্থির বস্তুতে  থাকে –
A. গতিশক্তি
B. স্থিতিশক্তি
C. ভরবেগ
D. গতিশক্তি ও স্থিতিশক্তি

Ans.(B) স্থিতিশক্তিতে

90.”ওয়াট”- কিসের একক ?
A. ক্ষমতা
B. শক্তি
C. কার্য
D. বল

A. ক্ষমতা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.