Top 250 ভৌত বিজ্ঞান GK প্রশ্ন
71.লিফটে আরোহী কোনো ব্যক্তির নিজেকে ভারী মনে হবে কখন ?
A. ত্বরণসহ নামার সময়
B. মন্দনসহ নামার সময়
C. মন্দনসহ ওঠার সময়
D. শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণে নামার সময়
72.অস্থিতিস্থাপক সংঘাতের ক্ষেত্রে –
A. শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকে
B. শুধুমাত্র গতিশক্তি সংরক্ষিত থাকে
C. ভরবেগ ও গতিশক্তি উভয়ই সংরক্ষিত থাকে
D. উপরের কোনোটিই নয়
73.একটি মসৃন নততল বরাবর একটি ভারী ব্লক নীচে নামছে। এক্ষেত্রে –
A. স্থিতিশক্তি ধ্রুবক
B. গতিশক্তি ধ্রুবক
C. মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক
D. উপরের কোনোটিই নয়
74.একটি অমসৃন নততল একটি ভারী ব্লক নীচে নামছে। এক্ষেত্রে –
A. স্থিতিশক্তি ধ্রুবক
B. গতিশক্তি ধ্রুবক
C. মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক
D. যান্ত্রিক শক্তির ক্ষয় হয়
75.সমত্বরণে গতিশীল কোনো বস্তুর সরণ- সময় লেখচিত্রের কোন নতি-
A. ধ্রুবক
B. ক্রমবর্ধমান
C. ক্রমহ্রাসমান
D. শূন্য
76.500 kg ভরের একটি কামান থেকে 25 kg ভরের একটি গোলা 100 m/s বেগে নিক্ষেপ করা হলে, কামানের প্রতিক্ষেপ বেগ কত ?
A. 100 m/s
B. 50 m/s
C. 10 m/s
D. 5 m/s
77.বৈদ্যুতিক যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় –
A. থার্মোস্ট্যাট-এ
B. মোটরে
C. ডায়নামাতে
D. রেক্টিফায়ারে
78.ঘড়ির স্প্রিংকে গোটালে কী ধরনের শক্তি সঞ্চিত হয়?
A. গতিশক্তি
B. স্থিতিশক্তি
C. তড়িৎশক্তি
D. চুম্বকশক্তি
79.হাতের সাহায্যে বস্তু তোলার সময় , হাত কি ভাবে কাজ করে ?
A. প্রথম শ্রেণির লিভার
B. দ্বিতীয় শ্রেণির লিভার
C. সরল যন্ত্র
D. তৃতীয় শ্রেণির লিভার
80.আলোকতড়িৎ কোশে আলো পড়লে কি উৎপন্ন হয় ?
A. শব্দ
B. তড়িৎ
C. গ্লুকোজ
D. উপরের কোনোটিই নয়