Top 250 ভৌত বিজ্ঞান GK প্রশ্ন

71.লিফটে আরোহী কোনো ব্যক্তির নিজেকে ভারী মনে হবে কখন ?
A. ত্বরণসহ নামার সময়
B. মন্দনসহ নামার সময়
C. মন্দনসহ ওঠার সময়
D. শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণে নামার সময়

Ans.(B) মন্দনসহ নামার সময়

72.অস্থিতিস্থাপক সংঘাতের ক্ষেত্রে –
A. শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকে
B. শুধুমাত্র গতিশক্তি সংরক্ষিত থাকে
C. ভরবেগ ও গতিশক্তি উভয়ই সংরক্ষিত থাকে
D. উপরের কোনোটিই নয়

Ans.(A) শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকে

73.একটি মসৃন নততল বরাবর একটি ভারী ব্লক নীচে নামছে। এক্ষেত্রে –
A. স্থিতিশক্তি ধ্রুবক
B. গতিশক্তি ধ্রুবক
C. মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক
D. উপরের কোনোটিই নয়

Ans.(C) মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক

74.একটি অমসৃন নততল একটি ভারী ব্লক নীচে নামছে। এক্ষেত্রে –
A. স্থিতিশক্তি ধ্রুবক
B. গতিশক্তি ধ্রুবক
C. মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক
D. যান্ত্রিক শক্তির ক্ষয় হয়

Ans.(D) যান্ত্রিক শক্তির ক্ষয় হয়

75.সমত্বরণে গতিশীল কোনো বস্তুর সরণ- সময় লেখচিত্রের কোন নতি-
A. ধ্রুবক
B. ক্রমবর্ধমান
C. ক্রমহ্রাসমান
D. শূন্য

Ans.(B) ক্রমবর্ধমান

76.500 kg ভরের একটি কামান থেকে 25 kg ভরের একটি গোলা 100 m/s বেগে নিক্ষেপ করা হলে, কামানের প্রতিক্ষেপ বেগ কত ?
A. 100 m/s
B. 50 m/s
C. 10 m/s
D. 5 m/s

Ans. (D) 5 m/s

77.বৈদ্যুতিক যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় –
A. থার্মোস্ট্যাট-এ
B. মোটরে
C. ডায়নামাতে
D. রেক্টিফায়ারে
Ans. (B) মোটরে

78.ঘড়ির স্প্রিংকে গোটালে কী ধরনের শক্তি সঞ্চিত হয়?
A. গতিশক্তি
B. স্থিতিশক্তি
C. তড়িৎশক্তি
D. চুম্বকশক্তি

Ans.(B) স্থিতিশক্তি

79.হাতের সাহায্যে বস্তু তোলার সময় , হাত কি ভাবে কাজ করে ?
A. প্রথম শ্রেণির লিভার
B. দ্বিতীয় শ্রেণির লিভার
C. সরল যন্ত্র
D. তৃতীয় শ্রেণির লিভার

Ans.(D) তৃতীয় শ্রেণির লিভার হিসাবে কাজ করে

80.আলোকতড়িৎ কোশে আলো পড়লে কি উৎপন্ন হয় ?
A. শব্দ
B. তড়িৎ
C. গ্লুকোজ
D. উপরের কোনোটিই নয়

Ans.(B) তড়িৎ উৎপন্ন হয়

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.