Top 250 ভৌত বিজ্ঞান GK প্রশ্ন

61.4 kg ভরের একটি বল 8 m/s বেগে গতিশীল অবস্থায় 12 kg ভরের একটি স্থির কাদার বলে ধাক্কা মারল । সংঘর্ষের সময় দুটি বল সংযুক্ত হয়ে একটি  বলে পরিণত হল এবং সংঘর্ষের পরে গতিশীল থাকল । সংঘর্ষের পর অন্তিম বেগ কত ?
A. 0 m.s-1
B. 2 m.s-1
C. 8 m.s-1
D. 16 m.s-1

Ans.(B) 2 m.s-1

62.বেগ-সময় লেখচিত্রে লেখ ও সময় অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র কি নির্দেশ করে ?
A.অতিক্রান্ত দূরত্ব
B. প্রযুক্ত বল
C. ত্বরণের পরিবর্তন
D. বেগের পরিবর্তন

Ans.(A) অতিক্ৰান্ত দূরত্ব

63.সরণ – সময় লেখচিত্রের নতি কী নির্দেশ করে ?
A. অতিক্ৰান্ত দূরত্ব
B. প্রযুক্তবল
C. ত্বরণ
D. বেগ

Ans.(D) বেগ

64.বেগ-সময় লেখচিত্রে নতি নির্দেশ করে ?
A. অতিক্ৰান্ত দূরত্ব
B. প্রযুক্তবল
C. ত্বরণ
D. বেগ

Ans. (C) ত্বরণ

65.একটি মাল বোঝাই লরি ও একটি মোটরসাইকেল একই বেগে গতিশীল। উভয় ক্ষেত্রে একসঙ্গে ব্রেক কোষলে এবং একই বিরুদ্ধ বল ক্রিয়া করলে কি হবে ?
A. লরিটি আগে থামবে
B. মোটরসাইকেলটি আগে থামবে
C. দুটি একই সময়ে থামবে
D. থামার পূর্বে উভয়ই একই দুরুত্ব যাবে

Ans.(B) মোটরসাইকেলটি আগে থামবে

66.রকেটের কার্য নীতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল –
A. ভর
B. গতিশক্তি
C. রৈখিক ভরবেগ
D. কৌণিক ভরবেগ

Ans. (C) রৈখিক ভরবেগ

67.সমত্বরনে গতিশীল কোনো বস্তুর প্রাথমিক বেগ ও 15s পরে বেগ যথাক্রমে 10 m/s ও 40 m/s হলে , ত্বরণ কত হবে ?
A. 20 m/s2
B. 2 m/s2
C. 1 m/s2
D. 40 m/s2

Ans.( B) 2 m/s2

68.দড়ি টানাটানি খেলায় দুপক্ষই 5 N বল প্রয়োগ করলে দড়ির টান কত হবে ?
A. 5 N
B. 10 N
C. 15 N
D. 20 N
Ans.(A) 5 N

69.উঁচু নাগরদোলায় নীচে নামার সময় নিজেকে কি মনে হয় ?
A. ভরহীন মনে হয়
B. ভারী মনে হয়
C. হালকা মনে হয়
D. কোনো পরিবর্তন হয় না

Ans. (C) হালকা মনে হয়

70.অতি ভারহীন অবস্থার সৃষ্ঠি হয় কোন সময়
A. g ত্বরণে নামার সময়
B. g এর বেশি ত্বরণে নামার সময়
C. g ত্বরণে ওঠার সময়
D. g মন্দনে ওঠার সময়

Ans.(B) g এর বেশি ত্বরণে নামার সময়

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.