Top 250 ভৌত বিজ্ঞান GK প্রশ্ন
61.4 kg ভরের একটি বল 8 m/s বেগে গতিশীল অবস্থায় 12 kg ভরের একটি স্থির কাদার বলে ধাক্কা মারল । সংঘর্ষের সময় দুটি বল সংযুক্ত হয়ে একটি বলে পরিণত হল এবং সংঘর্ষের পরে গতিশীল থাকল । সংঘর্ষের পর অন্তিম বেগ কত ?
A. 0 m.s-1
B. 2 m.s-1
C. 8 m.s-1
D. 16 m.s-1
62.বেগ-সময় লেখচিত্রে লেখ ও সময় অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র কি নির্দেশ করে ?
A.অতিক্রান্ত দূরত্ব
B. প্রযুক্ত বল
C. ত্বরণের পরিবর্তন
D. বেগের পরিবর্তন
63.সরণ – সময় লেখচিত্রের নতি কী নির্দেশ করে ?
A. অতিক্ৰান্ত দূরত্ব
B. প্রযুক্তবল
C. ত্বরণ
D. বেগ
64.বেগ-সময় লেখচিত্রে নতি নির্দেশ করে ?
A. অতিক্ৰান্ত দূরত্ব
B. প্রযুক্তবল
C. ত্বরণ
D. বেগ
65.একটি মাল বোঝাই লরি ও একটি মোটরসাইকেল একই বেগে গতিশীল। উভয় ক্ষেত্রে একসঙ্গে ব্রেক কোষলে এবং একই বিরুদ্ধ বল ক্রিয়া করলে কি হবে ?
A. লরিটি আগে থামবে
B. মোটরসাইকেলটি আগে থামবে
C. দুটি একই সময়ে থামবে
D. থামার পূর্বে উভয়ই একই দুরুত্ব যাবে
66.রকেটের কার্য নীতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল –
A. ভর
B. গতিশক্তি
C. রৈখিক ভরবেগ
D. কৌণিক ভরবেগ
67.সমত্বরনে গতিশীল কোনো বস্তুর প্রাথমিক বেগ ও 15s পরে বেগ যথাক্রমে 10 m/s ও 40 m/s হলে , ত্বরণ কত হবে ?
A. 20 m/s2
B. 2 m/s2
C. 1 m/s2
D. 40 m/s2
68.দড়ি টানাটানি খেলায় দুপক্ষই 5 N বল প্রয়োগ করলে দড়ির টান কত হবে ?
A. 5 N
B. 10 N
C. 15 N
D. 20 N
69.উঁচু নাগরদোলায় নীচে নামার সময় নিজেকে কি মনে হয় ?
A. ভরহীন মনে হয়
B. ভারী মনে হয়
C. হালকা মনে হয়
D. কোনো পরিবর্তন হয় না
70.অতি ভারহীন অবস্থার সৃষ্ঠি হয় কোন সময়
A. g ত্বরণে নামার সময়
B. g এর বেশি ত্বরণে নামার সময়
C. g ত্বরণে ওঠার সময়
D. g মন্দনে ওঠার সময়