Top 250 ভৌত বিজ্ঞান GK প্রশ্ন
51.কোনো গতিশীল বস্তুর গতিবেগ দ্বিগুন করলে –
A. গতিশক্তি দ্বিগুন হয়
B. ত্বরণ দ্বিগুন হয়
C. ভরবেগ দ্বিগুন হয়
D. স্থিতিশক্তি দ্বিগুন হয়
52.”বল x সময় ” হল –
A. ঘাত
B. ত্বরণ
C. কার্য
D. শক্তি
53.একক সময়ে কোনো গতিশীল বস্তুর সরণকে বলা হয় তার –
A. বেগ
B. ভরবেগ
C. ত্বরণ
D. মন্দন
54.” ভর x ত্বরণ ” হল –
A. বল
B. ঘাত
C. কার্য
D. ভরবেগ
55.ভরবেগের পরিবর্তনের হার থেকে কি পরিমাপ করা হয় ?
A. ঘাত
B. ত্বরণ
C. বল
D. শক্তি
56.কোন গতিশীল বস্তুর বেগ যদি 50% বৃদ্ধি পায় তাহলে তার গতিশক্তি বৃদ্ধির পরিমাপ কত হবে ?
A. 50%
B. 250%
C. 125%
D. 100%
57.কোনো পদার্থের জাড্য কিসের ওপর নির্ভরশীল ?
A. দ্রাব্যতা
B. ভর
C. উষ্ণতা
D. স্থিতিস্থাপকতা
58.কোনো গতিশীল বস্তুর বেগ দ্বিগুন করলে কি হবে ?
A. ত্বরণ দ্বিগুন হয়
B. ভরবেগ চারগুন হয়
C. গতিশক্তি চারগুন হয়
D. গতিশক্তি দ্বিগুন হয়
59.একটি গতিশীল বস্তুর বেগ 10 m/s । বস্তুটির ওপর একটি বল ক্রিয়া করল 10 s সময় ধরে । ওই 10 s পর বস্তুটির বেগ হল 20 m/s । 20 s পর বস্তুটির বেগ কত হবে ?
A. 0 m.s-1
B. 10 m.s।-1
C. 20 m. s-1
D. 30 m.s-1
60.একটি জলভরতি গ্লাসে নীচে রাখা পাতলা কাগজকে সহজেই টেনে বার করে নেওয়া যায় , গ্লাসের জল একটুও না ফেলে , এর কারন কি ?
A. কাগজ এবং কাঁচের মধ্যে ঘর্ষণজনিত বাধা খুব কম
B. নিউটনের তৃতীয় গতিসূত্র
C. জাড্য ধৰ্ম
D. ত্বরণ