Top 250 ভৌত বিজ্ঞান GK প্রশ্ন
41.1L এর একটি খালি বোতলের ভর 20g । একটি তরল দ্বারা বতলটিকে সম্পূর্ণ ভরতি করলে সেটির মোট ভর হয়, 360g । বতলটির ঘনত্ব কত ?
A. 2.1g . Cm^3
B. 9.6g . Cm^3
C. 9.4g . Cm^3
D. 0.94g . Cm^3
42.একটি তরলের ঘনত্ব 1.2 SI unit হলে , 100m3 তরলের ভর কত ?
A. 1.2 kg
B. 12 kg
C. 120 kg
D. 120 g
43.একটি বস্তু অনুভূমিক তলে সমদ্রুগতিতে গমন করে । তবে বস্তুটি চলার সময় নিচের কোন রাশিটি থাকবে না ?
A. বেগ
B. ভরবেগ
C. গতিশক্তি
D. ত্বরণ
44.দুটি বস্তু A ও B- এর ভর যথাক্রমে m এবং 5m । একই সময় ধরে এদের ওপর সমান বল প্রয়োগ করা হল তাহলে –
A. A ও B এর বেগ সমান হবে
B. A ও B এর ভরবেগ সমান হবে
C. A এর ভরবেগ বেশি হবে
D. B এর ভরবেগ বেশি হবে
45.একটি মালবাহী ট্রাক এবং একটি খালি ট্রাক কম বেগে চলছে। ট্রাক দুটির গঠন সম্পূর্ণ সদৃশ হলে, মালবাহী ট্রাকটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হয় । এর থেকে কোন সূত্রটি প্রমাণিত হয় ?
A. নিউটনের প্রথম সূত্র
B. নিউটনের দ্বিতীয় সূত্র
C. নিউটনের তৃতীয় সূত্র
D. মহাকর্ষ সূত্র
46.একটি সেলাই মেশিনের গতি কি প্রকার ?
A. বৃত্তাকার গতি
B. সরলরৈখিক গতি
C. দোলন গতি
D. ঘূর্ণন গতি
47.জানলার কাচে ঢিল নিক্ষেপ করলে কাঁচ ভেঙে যায়। এর কারণ হল-
A. গতি জাড্য
B. স্থিতি জাড্য
C. ঢিলের বেগ অনেক কম হওয়ায় কাঁচের ওপর প্রযুক্ত ঢিলের অসম সংঘর্ষ বল সমগ্র কাঁচ ছাড়িয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় পায়
D. উপরের কোনোটিই না
48.বলের সংজ্ঞা পাওয়া যায় –
A. নিউটনের প্রথম গতি সূত্র থেকে
B. নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে
C. নিউটনের তৃতীয় গতি সূত্র থেকে
D. উপরের কোনোটিই নয়
49.লং জাম্প দেওয়ার পূর্বে এথেলেটিক বেশ কিছু পথ দৌড়ায় কারন –
A. এটি তাকে ভরবেগ অর্জনে সাহায্য করে
B. এটি বেশি বল প্রয়োগ করতে সাহায্য করে
C. এটি বেশি পরিমাণ স্থিতি জাড্য প্রদান করে
D. এটি প্রতিক্রিয়া বল বৃদ্ধি করে
50.একটি স্থির বস্তুর ওপর 10 N বল প্রযুক্ত হলে স্থির বস্তুটি গতিপ্রাপ্ত হয় এবং বস্তুটির অর্জিত ত্বরণের মান হয় 0.5/s2। বস্তুটির ভর কত ?
A. 20 kg
B. 10 kg
C. 5 kg
D. 2 kg