Top 250 ভৌত বিজ্ঞান GK প্রশ্ন
241.শব্দ তরঙ্গ বায়ু থেকে জলে প্রবেশ করলে কোন রাশির কনো পরিবর্তন হবে না?
(A) কম্পাঙ্ক
(B) তরঙ্গদৈর্ঘ্য
(C) বেগ
(D) উপরের সবগুলি
242. শব্দের গতি দ্রুত হয়-
(A) বাতাসে
(B) জলে
(C) ইস্পাতে
(D) বায়ুশূন্যস্থানে
কিছু গুরুত্বপূর্ণ তথ্য
* শব্দ বিস্তারের জন্য বাস্তব মাধ্যমের প্রয়োজন।
শ্বব্দ শূন্য মাধ্যমে অর্থাৎ শব্দ শূন্যস্থানের মধ্যে দিয়ে যেতে পারে না।
বায়ুতে 1℃ তাপমাত্রা বাড়লে শব্দের বেগ প্রতি সেকেন্ডে প্রায় 61 m বাড়ে।
শব্দের বিস্তারের সময় মাধ্যমের স্থানচ্যুতি হয় না।
243. প্রতিধ্বনির কারণ কি?
(A) শব্দ তরঙ্গের প্রতিফলন
(B) শব্দ তরঙ্গের প্রতিসরণ
(C) শব্দ তরঙ্গের ব্যতিচার
(D) উপরের কোনোটিই নয়
244. নীচের কোম্পাঙ্কটির কোন শব্দ মানুষ শুনতে পারবে না
(A) 15000 Hz
(B) 120000 Hz
(C) 1000 Hz
(D) 100 Hz
245. লাউডস্পিকার থেকে নির্গত শব্দের ক্ষেত্রে দুটি পাশাপাশি সংকোচনের মধ্যে দূরুত্ব-
(A) এক তরঙ্গদৈর্ঘ্য
(B) তরঙ্গদৈর্ঘ্যের দ্বিগুন
(C) তরঙ্গদৈর্ঘ্যের অর্ধেক
(D) তরঙ্গদৈর্ঘ্যের এক-চুর্থাংশ
246. আল্ট্রাসনিক তরঙ্গ ব্যবহার করা হয়-
(A) জাহাজে সমুদ্রের গভীরতা নির্ণয়ের জন্য
(B) সার্জিক্যাল ইন্সট্রুমেন্ট জীবাণুমুক্ত করার কাজে
(C) মেডিক্যাল এবং সার্জিক্যাল ডায়গনোসিসে
(D) উপরের সবকটি ক্ষেত্রেই
247. যদি কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে তাহলে,শব্দের প্রাবল্য কিসের ওপর নির্ভর করে?
(A) শব্দের বেগ
(B) তরঙ্গদৈর্ঘ্য
(C) বিস্তার
(D) কোনোটিই নয়
কিছু গুরুত্বপূর্ণ তথ্য
* উৎসের আকার বড়ো হলে শব্দের প্রাবল্য বাড়ে
* উৎসের কম্পনের বিস্তার বেশি হলে শব্দের প্রাবল্য বাড়ে
* মাধ্যমের ঘনত্ব বাড়লে শব্দের প্রাবল্য বাড়ে
* উৎসের ও শ্রোতার মধ্যে দূরুত্ব যত বাড়ে শব্দের প্রাবল্য তত কমে
* শব্দের উৎসের কাছে অনুদায়ী বস্তু থাকলে শব্দের প্রাবল্য বাড়ে ।
248. শব্দের প্রাবল্য কত dB-এর বেশি হলে তবে তা মানুষের স্বাস্থ্যের পক্ষে হানিকারক ?
(A) 40 dB
(B) 50 dB
(C) 65 dB
(D) 80 dB
249. ” স্টেথোস্কোপ”- যে ঘটনার ব্যবহারিক প্রয়োগ তা হল-
(A) শব্দের অনুরণন
(B) শব্দের প্রতিফলন
(C) শব্দের প্রতিসরণ
(D) উপরের কোনোটিই নয়
250. বায়ুতে 1℃ তাপমাত্রা বাড়লে শব্দের বেগ প্রতি সেকেন্ডে বাড়ে–
(A) 1m বাড়ে
(B) 62 m বাড়ে
(C) 61 m বাড়ে
(D) 60 m বাড়ে
কিছু গুরুত্বপূর্ণ তথ্য
* তরঙ্গের মতো শব্দের প্রতিফলন, প্রতিসরণ ও ব্যতিচার হয়।
*গ্যাসীয় মাধ্যমে শব্দের বিস্তার একটি রুদ্ধতাপ প্রক্রিয়া
* আগেকার দিনে বড়ো মোটির গাড়িতে , জাহাজে এবং বড়ো বাড়িতে কথাবার্তা বলার জন্য একপ্রকার নল ব্যবহার করা হত , একে স্পিকিং টিউব বা কথা বলার নল বলা হয় ।