Top 250 ভৌত বিজ্ঞান GK প্রশ্ন
231.পদার্থের স্থিতিস্থাপকতা সূত্রের আবিষকর্তা বা আবিষ্কারক কে ?
(A) নিউটন
(B) কেপলার
(C) রবার্ট হুক
(D) ফ্রবয়েল
232.কোষ কে আবিস্কার করেন?
(A) মাইকেল ফ্যারাডে
(B) রাদার ফোর্ড
(C) রবার্ট হুক
(D)ফ্রবয়েল
233.”বোকাবাক্স” নামে পরিচিত নীচের কোনটি?
(A) টেলিভিশন
(B) রেডিও
(C) ক্যামেরা
(D) সাউন্ড বস্ক
234.নিন্মের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ?
(A) শব্দ তরঙ্গ
(B) তড়িৎচুম্বকীয় তরঙ্গ
(C) জলের তরঙ্গ
(D) আলোর তরঙ্গ
235.তাপমাত্রা হ্রাস পেলে সুরশলাকার কম্পাঙ্ক-
(A) বৃদ্ধি পাবে
(B) হ্রাস পাবে
(C) অপরিবর্তিত থাকবে
(D) পদার্থের প্রকৃতির ওপর নির্ভর করবে
236.একটি লম্বা ধাতব নলের একদিকে উৎপন্ন শব্দ ওপর প্রান্তে শ্রোতা দু-বার শুনবে–
(A) একই তীব্রতায়,একই সঙ্গে
(B) একই তীব্রতায়, পরপর দু-বার
(C) বিভিন্ন তীব্রতায়, পরপর দু-বার
(D) বিভিন্ন তীব্রতায়,একই সঙ্গে
237.একটি সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয়?
(A) প্রাবল্য
(B) তীক্ষ্ণতা
(C) উচ্চ গতিবেগ
(D) গুন
238.যখন স্বনকের নিরিখে শ্রোতা গতিশীল তখন সময়ের সাথে সাথে শব্দের তীক্ষ্ণতা পরিবর্তিত হবে। এই ঘটনার কারণ–
(A) অনুনাদ
(B) অনুরণন
(C) ডপলার এফেক্ট
(D) উপরের কোনোটিই নয়
239.বন্ধুর ডাক শুনে তাকে চোখে না দেখেও বোঝা যায়, শব্দের কোন ধর্মের জন্য?
(A) গুন বা জাতি
(B) প্রাবল্য
(C) তীক্ষ্ণতা
(D) বেগ
240.অষ্টক হল এমন উপসুর, যার কম্পাঙ্ক মূলসুরের কম্পাঙ্কের–
(A) তিনগুণ
(B) দ্বিগুন
(C) পাঁচগুণ
(D) চারগুন