Top 250 ভৌত বিজ্ঞান GK প্রশ্ন

231.পদার্থের স্থিতিস্থাপকতা সূত্রের আবিষকর্তা বা আবিষ্কারক কে ?
(A) নিউটন
(B) কেপলার
(C) রবার্ট হুক
(D) ফ্রবয়েল

Ans- (C) রবার্ট হুক ( 1660 সালে আবিস্কার করেন পদার্থের স্থিতিস্থাপকতা। ইনি ছিলেন ব্রিটিশ বা ইংরেজ বিজ্ঞানী। আবার ইনি দার্শনিকও ছিলেন। এই বিখ্যাত ব্যক্তির জীবনীকাল হল (1635-1703)।

232.কোষ কে আবিস্কার করেন?
(A) মাইকেল ফ্যারাডে
(B) রাদার ফোর্ড
(C) রবার্ট হুক
(D)ফ্রবয়েল

Ans- (C) রবার্ট হুক ( এই ইংরেজ বিজ্ঞানী কোষ আবিস্কার করেন 1665 সালে।

233.”বোকাবাক্স” নামে পরিচিত নীচের কোনটি?
(A) টেলিভিশন
(B) রেডিও
(C) ক্যামেরা
(D) সাউন্ড বস্ক

Ans- (A) টেলিভিশন বোকাবস্ক নামে পরিচিত।

234.নিন্মের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ?
(A) শব্দ তরঙ্গ
(B) তড়িৎচুম্বকীয় তরঙ্গ
(C) জলের তরঙ্গ
(D) আলোর তরঙ্গ

Ans- (A) শব্দ তরঙ্গ

235.তাপমাত্রা হ্রাস পেলে সুরশলাকার কম্পাঙ্ক-
(A) বৃদ্ধি পাবে
(B) হ্রাস পাবে
(C) অপরিবর্তিত থাকবে
(D) পদার্থের প্রকৃতির ওপর নির্ভর করবে

Ans- (C) অপরিবর্তিত থাকবে

236.একটি লম্বা ধাতব নলের একদিকে উৎপন্ন শব্দ ওপর প্রান্তে শ্রোতা দু-বার শুনবে–
(A) একই তীব্রতায়,একই সঙ্গে
(B) একই তীব্রতায়, পরপর দু-বার
(C) বিভিন্ন তীব্রতায়, পরপর দু-বার
(D) বিভিন্ন তীব্রতায়,একই সঙ্গে

Ans- (C) বিভিন্ন তীব্রতায়,পরপর দু-বার

237.একটি সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয়?
(A) প্রাবল্য
(B) তীক্ষ্ণতা
(C) উচ্চ গতিবেগ
(D) গুন

Ans- (C) উচ্চ গতিবেগ

238.যখন স্বনকের নিরিখে শ্রোতা গতিশীল তখন সময়ের সাথে সাথে শব্দের তীক্ষ্ণতা পরিবর্তিত হবে। এই ঘটনার কারণ–
(A) অনুনাদ
(B) অনুরণন
(C) ডপলার এফেক্ট
(D) উপরের কোনোটিই নয়

Ans- (C) ডপলার এফেক্ট

239.বন্ধুর ডাক শুনে তাকে চোখে না দেখেও বোঝা যায়, শব্দের কোন ধর্মের জন্য?
(A) গুন বা জাতি
(B) প্রাবল্য
(C) তীক্ষ্ণতা
(D) বেগ

Ans- (A) গুন বা জাতি

240.অষ্টক হল এমন উপসুর, যার কম্পাঙ্ক মূলসুরের কম্পাঙ্কের–
(A) তিনগুণ
(B) দ্বিগুন
(C) পাঁচগুণ
(D) চারগুন

Ans- (B) দ্বিগুন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.