Top 250 ভৌত বিজ্ঞান GK প্রশ্ন
221.শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত?
(A) 3 × 10^8 m.s-1
(B) 3 × 10^7 m.s-3
(C) 5 × 20^4 m.s-2
(D) 4 × 4^4 m.s-3
222.গাড়ির হেডলাইটে যে দর্পণ ব্যবহৃত হয়, তার প্রকৃতি-
(A) সমতল দর্পণ
(B) উত্তল দর্পণ
(C) উপবৃত্তকার অবতল দর্পণ
(D)অধিবৃত্তাকার অবতল দর্পণ
223.সংগীত অনুষ্ঠানের জন্য তৈরি হল ঘরের দেয়ালে শব্দ –
(A) পতিসৃত হবে
(B) শোষিত হবে
(C) প্রতিফলিত হবে
(D) বিবর্ধিত হবে
224.নীচের কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়?
(A) বেতার তরঙ্গ
(B) এক্স-রশ্মি
(C) দৃশ্য আলোক
(D) শব্দ তরঙ্গ
225.1000 Hz কম্পাঙ্কের হুইসেল বাজিয়ে একটি ট্রেন একটি স্টেশনের দিকে আসছে। স্টেশনে দাঁড়ানো শ্রোতার কানে হুইসেলটির শব্দের আপাত কম্পাঙ্ক হবে-
(A) 1000 Hz
(B) 1000 Hz অপেক্ষা বেশি
(C) 1000 Hz অপেক্ষা কম
(D) উপরের কোনোটিই নয়
226.কোনো সুপারসনিক প্লেনের গতিবেগ-
(A) শব্দের চেয়ে কম
(B) শব্দের সমান
(C) শব্দের চেয়ে বেশি
(D) আলোর বেগের সমান
227.বায়ুতে শব্দের বেগ 350m.s-1 হলে 50 cm লম্বা একটি দুমুখ খোলা নলের উৎপন্ন শব্দের মূলসুরের কম্পাঙ্ক হবে –
(A) 700 cps
(B) 350 cps
(C) 175 cps
(D) 50 cps
228.কোনো শব্দ সুরযুক্ত কিনা তা নির্ভর করে কিসের ওপর?
(A) তীক্ষ্ণতা
(B) গুন বা জাতি
(C) সমমেলের বৈশিষ্ট্য
(D) নিয়মিত,পর্যায়বৃত্ত কম্পন
229.সুরযুক্ত শব্দের নিজস্ব জাতি-
(A) থাকে
(B) থাকে না
(C) থাকতেও পারে , নাও থাকতেও পারে
(D) বলা সম্ভব নয়
230.স্বর এমন শব্দ যা –
(A) একটিমাত্র কম্পাঙ্কবিশিষ্ট
(B) দুটি ভিন্ন কম্পাঙ্কবিশিষ্ট
(C) তিনটি কম্পাঙ্কবিশিষ্ট
(D) একাধিক কম্পাঙ্কবিশিষ্ট