Top 250 ভৌত বিজ্ঞান GK প্রশ্ন
211.সূর্যগ্রহণ হয় —
(A) সূর্য যখন চন্দ্র ও পৃথিবীর মাঝে অবস্থান করে
(B) পৃথিবী যখন চন্দ্র ও সূর্যের মাঝে অবস্থান করে
(C) চন্দ্র যখন সূর্য ও পৃথিবীর মাঝে অবস্থান করে
(D) চন্দ্র যখন সূর্য পৃথিবীর সংযোগী সরলরেখা বরাবর অবস্থান করে না
212.দূরবর্তী তাঁরার ছবি তোলার জন্য যে রিফ্লেকটিং টেলিস্কোপ ব্যাবৃহৃত হয় তাতে থাকে-
(A) প্রিজম
(B) উত্তল দর্পণ
(C) সমতল দর্পণ
(D) অবতল দর্পণ
213.কোন লেন্সে আলোককেন্দ্র বাইরে থাকে ?
(A) দ্বি-উত্তল লেন্স
(B) উত্তল- অবতল লেন্স
(C) সমতল-অবতল লেন্স
(D) সমতল-উত্তল লেন্স
214.একটি সুচিছিদ্র ক্যামেরায় যদি ক্যামেরার ছিদ্র থেকে বস্তুর দুরুত্ব বৃদ্ধি পায় তাহলে প্রতিবিম্ব-
(A) বৃহত্তর এবং স্পষ্টতর হবে
(B) বৃহত্তর কিন্তু অস্পষ্ট হবে
(C) ক্ষুদ্রতর এবং স্পষ্টতর হবে
(D) ক্ষুদ্রতর এবং অস্পষ্ট হবে
215.আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তখন অপাতন কোন যদি 0° হয়,তাহলে প্রতিসরণ কত হবে ?
(A) 0°
(B) 90°
(C) 45°
(D) 180°
216.দৃশ্যমান বর্ণালির তরঙ্গদৈর্ঘ্য কত?
(A) 1300 A°–3000 A°
(B) 7800 A°–8000 A°
(C) 8500 A°–9800 A°
(D) 3900 A°–7600 A°
217.একজন ব্যক্তি এমন একটি বদ্ধ ঘরে যে ঘরের যেকোনো দুটি পাশাপাশি দেয়াল সমতল দর্পণ দ্বারা আচ্ছাদিত। ব্যক্তিটি নিজের কতগুলি প্রতিবিম্ব দেখবেন?
(A) 2 টি
(B) 3 টি
(C) 4 টি
(D) অসংখ্য
218.একটি বস্তুর সদ প্রতিবিম্ব গঠন যদি উদ্দেশ্য হয়,তবে কি প্রকৃতির দর্পন ব্যবহার করা উচিৎ?
(A) সমতল দর্পণ
(B) উত্তল দর্পন
(C) অবতল দর্পন
(D) কোনো দর্পনেই বাস্তব বস্তুর সদ প্রতিবিম্ব গঠিত হয় না
219.একজন ব্যক্তি যদি তার সম্পূর্ণ শরীরের পূর্ণ প্রতিবিম্ব দেখতে চান তাহলে সমতল দর্পণের নূন্যতম দৈর্ঘ্য কত হতে হবে —
(A) ব্যক্তির দৈর্ঘ্যের সমান
(B) ব্যক্তির দৈর্ঘ্যের থেকে বেশি
(C) ব্যক্তির দৈর্ঘ্যের অর্ধেক
(D) ব্যক্তির দৈর্ঘ্যেরএক চুতুর্থাংশের সমান
220.”বার্নিং গ্লাস” ব্যবহৃত হয়-
(A) উত্তল লেন্স
(B) অবতল লেন্স
(C) উপবৃত্তকার অবতল দর্পণ
(D) সমতল দর্পণ