Top 250 ভৌত বিজ্ঞান GK প্রশ্ন
201.আলোর বিচ্ছুরণের কারন-
(A) প্রিজমের পৃষ্ঠ-এর কারনে
(B) বিভিন্ন বর্ণের আলোর বেগের বিভিন্নতা
(C) আলোর অপাতন কোনের জন্য
(D) প্রিজমের প্রতিসারক কোনের জন্য
202.সবুজ আলোয় আলোকিত কোনো ঘরে লাল ফুল কি রকম দেখাবে?
(A) লাল
(B) কমলা
(C) সবুজ
(D) কালো
203.বিবর্ধক লেন্স গঠিত হওয়ার জন্য প্রয়োজন–
(A) দুটি উত্তল লেন্স
(B) দুটি অবতল লেন্স
(C) একটি উত্তল লেন্স ও একটি অবতল লেন্স
(D) একটি উত্তল লেন্স ও একটি সমতল লেন্স
204.একটি পর্দার কোনো নীল ও লাল আলো একত্রে পড়লে , সেই অংশের বর্ণ কি রকম রঙের মতো দেখাবে ?
(A) হলুদ
(B) ম্যাজেন্টা
(C) বাদামী
(D) নীলাভ
205.10 cm লম্বা একটি মাছ জলের 4 cm গভীরে অনুভূমিক ভাবে আছে।জলের ওপর থেকে লম্বভাবে দেখলে মাছটি কত লম্বা মনে হবে?
(A) 10 cm
(B) 3 cm
(C) 7.5 cm
(D) 8 cm
206.আলোক তরঙ্গের প্রকৃতি হলো–
(A) তির্যক তরঙ্গ
(B) অনুদৈর্ঘ্য তরঙ্গ
(C) স্থানু তরঙ্গ
(D) আদৌ তরঙ্গ নয় কণিকা দ্বারা গঠিত
207.অবলোহিত বর্ণালী যে যন্ত্রের সাহায্যে শনাক্ত করা যায়-
(A) স্পেকট্রোমিটার
(B) বোলোমিটার
(C) ম্যানোমিটার
(D) ফোটোমিটার
208.রামধনু সৃষ্টির জন্য আলোর যে দুটি ঘটনা একত্রে দায়ী?
(A) শোষণ ও প্রতিসরণ
(B) বিচ্ছুরণ ও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
(C) বিচ্ছুরণ ও একত্রিতকরণ
(D) প্রতিসরণ ও বক্ষেপন
209.আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র আবিষ্কার করেন কে ?
(A) আইনস্টাইন
(B) নিউটন
(C) স্নেল
(D) রবার্ট হুক
210.ক্যামেরায় কি ধরণের লেন্স ব্যাবহার করা হয়?
(A) অপসারী লেন্স সমন্বয়
(B) অভিসারী লেন্স সমন্বয়
(C) উত্তলাবতল লেন্স
(D) সমাবতল লেন্স