Top 250 ভৌত বিজ্ঞান GK প্রশ্ন
191.ট্রাফিক সিগনালে লাল আলো ব্যবহার করার কারণ কি ?
(A) বহুদূর থেকে দৃশ্যমান হয়
(B) খুবই ক্ষীণ দৃষ্টির ব্যক্তিও সহজে দেখতে পায়
(C) দেখতে সুন্দর
(D) উপরের কোনোটিই নয়
192.পদার্থবিদ্যায় নোবেল পুরষ্কার বিজয়ী বিজ্ঞানী সি ভি রমনের গবেষণা আলোর ধর্মের সাথে সম্পর্কিত নীচের কোনটি?
(A) বিচ্ছুরণ
(B) বিক্ষেপণ
(C) প্রতিসরণ
(D)প্রতিফলন
193.জলের রং নীল কারণ জলে আপতিত সূর্য্যরশ্মি গুচ্ছের-
(A) প্রতিফলন হয়
(B) প্রতিসরণ হয়
(C) শোষণ হয়
(D) বিক্ষেপণ হয়
194.কোন বর্ণের আলোর ক্ষেত্রে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হয়?
(A) লাল
(B) হলুদ
(C) বেগুনী
(D) নীল
195.40 ft গভীর ট্যাংক তেল দ্বারা পূর্ণ।এর ভূমির ওপরের তল থেকে 30 ft গভীরে মনে হলে তেলের প্রতিসরাঙ্ক কত?
(A) 3/4
(B) 3/2
(C) 3/8
(D) 4/3
196.কাঁচ ও জলের পরম প্রতিসরাঙ্ক যথাক্রমে 3/2 এবং 4/3 হলে, তাদের মধ্যে আলোর বেগের অনুপাত কত?
(A) 4 : 3
(B) 8 : 7
(C) 8 : 9
(D) 3 : 4
197.বৃহৎ নভোবীক্ষনে অভিলক্ষ্য হিসেবে ব্যবহার করা হয়-
(A) লেন্স
(B) দর্পন
(C) লেন্স যুগ্ম
(D) উপরের কোনোটিই নয়
198.কোন দুটি বর্ণ পরস্পরের পরিপূরক বর্ণ?
(A) নীল ও লাল
(B) লাল ও হলুদ
(C) নীল ও হলুদ
(D) সবুজ ও হলুদ
199.কালো রঙের কাপড়কে কোনো আলোতে আলোকিত করলে কীরূপ দেখাবে?
(A) যে আলোতে আলোকিত করা হবে তার মতো
(B) কাপড়ের প্রকৃতির ওপর নির্ভর করবে
(C) কালো
(D) উপরের কোনোটিই নয়
200.সাদা পর্দায় একটি নীল দাগকে লাল কাঁচ দিয়ে দেখলে কেমন লাগবে?
(A) কালো পর্দায় লাল দাগ
(B) লাল পর্দায় কালো দাগ
(C) লাল পর্দায় নীল দাগ
(D) নীল পর্দায় লাল দাগ