Top 250 ভৌত বিজ্ঞান GK প্রশ্ন
11.দৈর্ঘ্য বা দূরত্ব পরিমাপের জন্য ব্যবহৃত নীচের এককগুলির মধ্যে কোনটি বৃহত্তম
A. আলোকবর্ষ
B. নটিকাল মাইল
C. পারসেক
D. আংস্ট্রানমিক্যাল ইউনিট
12.ভূকম্পনের তীব্রতা পরিমাপের সময় যে স্কেল ব্যবহৃত হয় তার নাম –
A. আর্থকোয়েক স্কেল
B. সিসমস্কেল
C. রিখটার স্কেল
D. পাইওনিয়ার স্কেল
13.”বিভবপার্থক্য’- এর একক কোনটি ?
A. এম্পিয়ার
B. ভোল্ট
C. কুলম্ব
D. ইলেকট্রন ভোল্ট
14.” সর্বজনীন মহাকর্ষ সূত্র “- এর আবিস্কর্তা কে ?
A. কেপলার
B. এরিস্টটল
C. গ্যালিলিও
D. এদের কেউ নন
15.স্থির তড়িৎ ( আধান) পরিমাপের জন্য ব্যবহার করা হয় –
A. সোনোমিটার
B. পাইরোমিটার
C. ল্যাক্টমিটার
D. ইলেকট্রস্কপ
16.নীচের ভৌত রাশিগুলির মধ্যে কোনটি একক বিহীন ?
A. আপেক্ষিক রোধ
B. আপেক্ষিক তাপ
C. আপেক্ষিক গুরুত্ব
D. উপরের কোনোটিই নয়
17.” প্লবতা”র(bouncy) ধারনা প্রবর্তন করেন কে ?
A. আর্কিমিডিস
B. টরিসেলি
C. পাস্কল
D. এদের কেউ নন
18.কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব নির্নয় করা হয় ?
A. হাইড্রোমিটার
B. হাইগ্রোমিটার
C. ট্যাকোমিটার
D. অ্যনিমোমিটার
19.তড়িৎ শক্তির এককের নাম কি ?
A. ভোল্ট
B. ওয়াট
C. কিলোওয়াট ঘণ্টা
D. এম্পিয়ার
20.তড়িৎপ্রবাহমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত হয় –
A. ভোল্টমিটার
B. অ্যমিটার
C. রিওস্ট্যাট
D. ইলেকট্রস্কপ