Top 250 ভৌত বিজ্ঞান GK প্রশ্ন

181.মোটর গাড়ির ভিউ ফাইন্ডারটি হল একটি-
(A) সমতল দর্পণ
(B) অবতল দর্পণ
(C) উত্তল দর্পণ
(D) উত্তল লেন্স

Ans-(C) উত্তল দর্পণ

182.গাছের পাতা সবুজ দেখায় কেন ?
(A) পাতা সবুজ রং শোষণ করে তাই
(B) পাতা সবুজ রঙের আলো প্রতিফলিত করে
(C) পাতায় সিলোরফিল থাকে
(D) উপরের সবকটিই

Ans-(B) পাতা সবুজ রঙের আলো প্রতিফলিত করে সেই জন্য গাছের পাতা সবুজ দেখায়।

183.ফটো তোলার ক্যামেরায় কি লেন্স ব্যববৃত হয়?
(A) বৃত্তীয় অবতল
(B) অধিবৃত্তীয় অবতল
(C) বৃত্তীয় উত্তল
(D) অধিবৃত্তীয় উত্তল
Ans-(C) বৃত্তীয় উত্তল লেন্স ব্যাববৃত হয় ফটো তোলার ক্যামেরায়।

184.তেলে ভেজানো কাগজ সামান্য স্বচ্ছ দেখায় কারণ?
(A) নিয়মিত প্রতিফলন
(B) বিক্ষিপ্ত প্রতিফলন
(C) প্রতিসরণ
(D) আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

Ans-(C) প্রতিসরণ এর কারনে।

185.নীচের কোনটি থেকে অবলোহিত আলো পাওয়া যায়?
(A) গোবর গ্যাস
(B) বৈদ্যুতিক গ্যাস
(C) নার্নস্টের বাতি
(D) ফ্লুরোসেন্ট বাতি

Ans-(C) নার্নষ্টের বাতি থেকে অবলোহিত আলো পাওয়া যায়।

186.প্রতিসরাঙ্ক বেশি হয় –
(A) কম কম্পাঙ্কের আলোর ক্ষেত্রে
(B) ছোটো তরঙ্গদৈর্ঘ্যের আলোর ক্ষেত্রে
(C) বড়ো তরঙ্গদৈর্ঘ্যের আলোর ক্ষেত্রে
(D) উপরের সবক্ষেত্রেই

Ans-(B) ছোটো তরঙ্গদৈর্ঘ্যের আলোর ক্ষেত্রে প্রতিসরাঙ্ক বেশি হয়।

187.রঙিন কাঁচকে গুঁড়ো করলে সাদা দেখার কারণ আলোর-
(A) প্রতিসরণ
(B) শোষণ
(C) বিক্ষিপ্ত প্রতিফলন
(D) বিচ্ছুরণ

Ans-(C) বিক্ষিপ্ত প্রতিফলন

188.আলোক তন্তুর (Optical Fibre) কার্যনীতি-
(A) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
(B) কম বিক্ষেপন
(C) প্রতিসরণ
(D) কম শোষণ

Ans-(A) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হল আলোক তন্তুর কার্যনীতি।

189.একটি সমতল কাঁচখন্ড বিভিন্ন রঙিন অক্ষরের ওপর বসালে কোন রঙের অক্ষরটি সর্বাপেক্ষা কম উপরে উঠবে?
(A) নীল
(B) বেগুনি
(C) সবুজ
(D) লাল

Ans-(D) লাল রঙের অক্ষরটি সর্বাপেক্ষা কম উপরে উঠবে।

190.জলে বায়ুর বুদবুদ চকচকে দেখায় কেন?
(A) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য
(B) প্রতিসরণের জন্য
(C) বিচ্ছুরণের জন্য
(D) আলোর বর্ণের জন্য

Ans-(A) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য জলে বায়ুর বুদবুদ চকচকে দেখায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.