Top 250 ভৌত বিজ্ঞান GK প্রশ্ন

171.আপেক্ষিক তাপের একক-
(A) cal
(B) cal.℃-1
(C) cal. g-1
(D) cal.g-1.℃-1

Ans-(D) cal. g-1.℃-1

172.জলের উষ্ণতা ℃ থেকে 4℃ -এ বৃদ্ধি করা হলে জলের ঘনত্ব-
(A) কমে
(B) বাড়ে
(C) প্রথমে বাড়ে তারপর কমে
(D) প্রথমে কমে তারপর বাড়ে

Ans-(B) বাড়ে

173.তাপের যান্ত্রিক তুল্যাংকের মান-
(A) 4.2 j.cal-1
(B) 4.2 erg.cal-1
(C) 778 j.cal-1
(D) 746 erg.cal-1

Ans-(A) 4.2 j.cal-1

174.নিন্মলিখিত তরলগুলির মধ্যে তাপের সর্বোত্তম পরিবাহী-
(A) জল
(B) পারদ
(C) ইথার
(D) এলকোহল

Ans-(B) পারদ

175.একটি পাইরেক্সের পাত্রে গরম জল ঢাললে সেটি ফাটে না, তার কারণ পাইরেক্সে –
(A) এর কাঠিন্য বেশি
(B) তাপ দিলে নগন্য পরিমানে প্রসারিত হয়
(C) তাপের সুপরিবাহী
(D) উপরের কোনোটিই নয়

Ans-(B) তাপ দিলে নগন্য পরিমানে প্রসরিত হওয়ার কারণে ।

176.একটি জ্বলন্ত ইলেকট্রিক বাল্বের কাচে হাত দিলে গরম লাগে।প্রধানত কোন পদ্ধতিতে বাল্বের ফিলামেন্ট থেকে কাঁচে তাপ সঞ্চালিত হয় ?
(A) পরিচলন
(B) পরিবহন
(C) বিকিরণ
(D) পরিবহন ও বিকিরণ

Ans-(C) বিকিরণ পদ্ধতিতে ফিলামেন্ট থেকে কাচে তাপ সঞ্চালিত হয় ।

177.প্রবাহীর মধ্যে দিয়ে পতনশীল r ব্যাসার্ধের গোলকের প্রান্তীয় বেগ-
(A) r2 এর সমানুপাতিক
(B) r এর সমানুপাতিক
(C) r2 এর ব্যস্তানুপাতিক
(D) r এর ব্যস্তানুপাতিক

Ans-(A) r2 এর সমানুপাতিক

178.গ্লিসারারিনে নিমজ্জিত একটি স্বচ্ছ কাঁচখন্ড পৃথকভাবে দৃশ্যমান হয় না কারণ গ্লিসারিনে প্রতিসরাঙ্ক কাঁচের প্রতিসরাঙ্ক-এর তুলনায় –
(A) বেশি
(B) কম
(C) প্রায় সমান
(D) এটি প্রতিসরাঙ্ক-এর ওপর নির্ভর করে না

Ans-(C) প্রায় সমান

179.একটি উত্তল লেন্সে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে সবচেয়ে কম দুরুত্ব হল-
(A) 4f এর থেকে বেশি
(B) 4f এর থেকে কম
(C) 2f এর সমান
(D) 4f এর সমান

Ans-(D) 4f এর সমান

180.আলোকরশ্মির প্রাথমিক রং গুলি-
(A) লাল,নীল,সবুজ
(B) লাল,সবুজ,নীল,হলুদ
(C) হলুদ,নীল,লাল,ছাই রং
(D) উপরের কোনোটিই নয়

Ans-(A) লাল,নীল,সবুজ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.