Top 250 ভৌত বিজ্ঞান GK প্রশ্ন
161.পৃথিবীর আভ্যন্তরীণ তাপ ত্যাগ করে যে পদ্ধতিতে-
(A) পরিবহন
(B) পরিচলন
(C) বিকিরণ
(D) উপরের সবকটি
162.থার্মোফ্লাক্সের বাইরের তল মসৃন করা হয়-
(A) সুন্দর দেখবার জন্য
(B) উজ্জ্বল করার জন্য
(C) বাইরের বিকিরণ শোষণ করার জন্য
(D) বাইরের সমস্থ বিকিরণ প্রতিফলিত করার জন্য
163.কেলভিন স্কেলে শূন্য ডিগ্রি উষ্ণতা হল –
(A) 0℃
(B) -100℃
(C) -273℃
(D) -200℃
164.কোনো ধাতুর রন্ধন প্রস্তুতকারী বাসনপত্র হিসেবে ব্যবহার করার জন্য কোন কোন ধর্মাবলী থাকা বাধ্যতামূলক?
(A) কম তাপীয় পরিবাহিতা
(B) বেশি তাপীয় পরিবাহিতা
(C) কম তড়িৎ পরিবাহিতা
(D) উচ্চ ঘনত্ব
165.নীচের কোনটি তাপের সুপরিবাহী কিন্তু তড়িতে কুপরিবাহী?
(A) এসবেষ্টস
(B) সেলুলয়েড
(C) প্যারটেক্স
(D) মাইকা
166.তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থের প্রসারণ নীচের কোন রাশির ওপর নির্ভর করে না?
(A) প্রাথমিক দৈর্ঘ্য
(B) তাপমাত্রার পার্থক্য
(C) পদার্থের প্রকৃতি
(D) পদার্থের আপেক্ষিক তাপ
167.176°F -এর সমান মাত্রা হল–
(A) 80℃
(B) 75℃
(C) 85℃
(D) 90℃
168.একটি উষ্ণ বস্তুর তাপ বিকিরণের পরিমাণ দ্রুত হবে যদি বস্তুটির তল–
(A) কালো ও মসৃণ হয়
(B) সাদা ও মসৃণ হয়
(C) কালো ও অমসৃণ হয়
(D) উপরের কোনটিই নয়
169.শীতের দেশে থার্মোমিটারে ব্যবহার করার জন্য পারদের তুলনায় এলকোহলকে বেশি পছন্দ করা হয়, কারণ–
(A) এলকোহল পারদের তুলনায় তাপের বেশি সুপরিবাহী
(B) এলকোহলকে পছন্দমতো রং দেওয়া যায়,যার ফলে উষ্ণতা নির্দেশ করা সহজতর হয়
(C) আলকোহলের হিমাঙ্ক অনেক কম
(D) উপরের কোনোটিই নয়
170.তাপ সঞ্চালনের দ্রুততম পদ্ধতি হল-
(A) পরিবহন
(B) পরিচলন
(C) বিকিরণ
(D) উপরের সবকটি