Top 250 ভৌত বিজ্ঞান GK প্রশ্ন
151.CGS পদ্ধতিতে বরফ গলনের নীলতাপ-
(A) 540 cal.g-1
(B) 250 cal.g-1
(C) 100 cal.g-1
(D) 80 cal. g-1
152.কোনো তড়িৎচালিত কেটলিতে জল গরম হওয়ার পদ্ধতি হল –
(A) পরিবহন
(B) বিকিরণ
(C) সঞ্চালন
(D) পরিচালন
153.রেল লাইনে ফিসপ্লেট ব্যাবহারের কারণ হল –
(A) উষ্ণতার তারতম্যে যাতে রেললাইন বিকৃত না হয়
(B) ট্রেনের বেগ নিয়ন্ত্রণ করার জন্য
(C) দুটি রেললাইনকে সংযুক্ত করার জন্য
(D)দুটি রেললাইনকে সর্বদাই একই দূরত্বে রাখার জন্য
154.চা খুব দ্রুত ঠান্ডা হয় —
(A) ধাতব পাত্রে
(B) পরসেলিন পাত্রে
(C) কাঁচের পাত্রে
(D) পোড়ামাটির পাত্রে
155.0℃ উষ্ণতায় কোনো কাঁচের বিকারে থাকা জলের উষ্ণতা ক্রমশ বৃদ্ধি করতে থাকলে বিকারের জলতল —
(A) ক্রমশ বৃদ্ধি পেতে থাকে
(B) ক্রমশ হ্রাস পেতে থাকে
(C) প্রথমে কমবে ও পরে বাড়বে
(D) কোনো পরিবর্তন হবে না
156.ধাতব টেবিলে রাখা এক কাপ গরম চা কোন পদ্ধতিতে তাপ হারায় ?
(A) পরিবহন
(B) পরিচালন
(C) বিকিরণ
(D) উপরের সবগুলিই
157.শীতকালে উল আরামদায়ক মনে হয়,কারণ-
(A) আরও গরমের সৃষ্টি হয়
(B) তাপের উত্তম পোশাক
(C) আমাদের দেহের তাপমাত্রা বাইরে যেতে দেয় না
(D) বাইরে থেকে ঠান্ডা বাতাস ভিতরে যেতে দেয় না
158.একটি ধাতব গোলাকার ডিক্সের ঠিক কেন্দ্রে গোলাকার ছিদ্র আছে।ডিক্সটিকে উত্তপ্ত করলে ছিদ্রের ব্যাস —
(A) বাড়বে
(B) কমবে
(C) প্রথমে কমে পরে বাড়ে
(D) একই থাকে
159.বরফ জমা হ্রদে মাছ বাঁচে কি ভাবে ?
(A) মাছের অনুষ্ণশোনিত
(B) বরফের ভিতর দিয়ে মাছ শ্বাস-প্ৰশ্বাস চালাতে পারে
(C) হ্রদের নীচে জলের উষ্ণতা 4℃ হওয়ায় মাছেরা হ্রদের নীচের দিকে চলে যায়
(D) জলের উপরের উষ্ণতা 4℃ হওয়ায় বরফ জমে না
160.কোনো শূন্যস্থানে একটি গরম বস্তু ও একটি ঠান্ডা বস্তুকে পৃথকভাবে রাখা হলে উষ্ণ বস্তু থেকে উষ্ণতা হ্রাস কোন পদ্ধতিতে ঘটে ?
(A) পরিবহন
(B) পরিচলন
(C) বিকিরণ
(D) সঞ্চালন