Top 250 ভৌত বিজ্ঞান GK প্রশ্ন

151.CGS পদ্ধতিতে বরফ গলনের নীলতাপ-
(A) 540 cal.g-1
(B) 250 cal.g-1
(C) 100 cal.g-1
(D) 80 cal. g-1

Ans- (D) 80 cal.g-1(80 cal/g)

152.কোনো তড়িৎচালিত কেটলিতে জল গরম হওয়ার পদ্ধতি হল –
(A) পরিবহন
(B) বিকিরণ
(C) সঞ্চালন
(D) পরিচালন

Ans- (D) পরিচালন

153.রেল লাইনে ফিসপ্লেট ব্যাবহারের কারণ হল –
(A) উষ্ণতার তারতম্যে যাতে রেললাইন বিকৃত না হয়
(B) ট্রেনের বেগ নিয়ন্ত্রণ করার জন্য
(C) দুটি রেললাইনকে সংযুক্ত করার জন্য
(D)দুটি রেললাইনকে সর্বদাই একই দূরত্বে রাখার জন্য

Ans- (A) উষ্ণতার তারতম্যে যাতে রেললাইন বিকৃত না হয়।

154.চা খুব দ্রুত ঠান্ডা হয় —
(A) ধাতব পাত্রে
(B) পরসেলিন পাত্রে
(C) কাঁচের পাত্রে
(D) পোড়ামাটির পাত্রে

Ans- (A) ধাতব পাত্রে

155.0℃ উষ্ণতায় কোনো কাঁচের বিকারে থাকা জলের উষ্ণতা ক্রমশ বৃদ্ধি করতে থাকলে বিকারের জলতল —
(A) ক্রমশ বৃদ্ধি পেতে থাকে
(B) ক্রমশ হ্রাস পেতে থাকে
(C) প্রথমে কমবে ও পরে বাড়বে
(D) কোনো পরিবর্তন হবে না

Ans-(C) প্রথমে কমবে ও পরে বাড়বে

156.ধাতব টেবিলে রাখা এক কাপ গরম চা কোন পদ্ধতিতে তাপ হারায় ?
(A) পরিবহন
(B) পরিচালন
(C) বিকিরণ
(D) উপরের সবগুলিই

Ans-(D) উপরে সবগুলিই।

157.শীতকালে উল আরামদায়ক মনে হয়,কারণ-
(A) আরও গরমের সৃষ্টি হয়
(B) তাপের উত্তম পোশাক
(C) আমাদের দেহের তাপমাত্রা বাইরে যেতে দেয় না
(D) বাইরে থেকে ঠান্ডা বাতাস ভিতরে যেতে দেয় না
Ans- (C) আমাদের দেহের তাপমাত্রা বাইরে যেতে দেয় না

158.একটি ধাতব গোলাকার ডিক্সের ঠিক কেন্দ্রে গোলাকার ছিদ্র আছে।ডিক্সটিকে উত্তপ্ত করলে ছিদ্রের ব্যাস —
(A) বাড়বে
(B) কমবে
(C) প্রথমে কমে পরে বাড়ে
(D) একই থাকে

Ans- (A) বাড়বে

159.বরফ জমা হ্রদে মাছ বাঁচে কি ভাবে ?
(A) মাছের অনুষ্ণশোনিত
(B) বরফের ভিতর দিয়ে মাছ শ্বাস-প্ৰশ্বাস চালাতে পারে
(C) হ্রদের নীচে জলের উষ্ণতা 4℃ হওয়ায় মাছেরা হ্রদের নীচের দিকে চলে যায়
(D) জলের উপরের উষ্ণতা 4℃ হওয়ায় বরফ জমে না

Ans-(C) হ্রদের নীচে জলের উষ্ণতা 4℃ হওয়ায় মাছেরা হ্রদের নীচের দিকে চলে যায়।

160.কোনো শূন্যস্থানে একটি গরম বস্তু ও একটি ঠান্ডা বস্তুকে পৃথকভাবে রাখা হলে উষ্ণ বস্তু থেকে উষ্ণতা হ্রাস কোন পদ্ধতিতে ঘটে ?
(A) পরিবহন
(B) পরিচলন
(C) বিকিরণ
(D) সঞ্চালন

Ans- (C) বিকিরণ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.