Top 250 ভৌত বিজ্ঞান GK প্রশ্ন
141.ধাররেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহীর কোনো বিন্দুতে প্রবাবের বেগের–
(A) মান ও অভিমুখ উভয়ই অপরিবর্তিত থাকে
(B) মান পরিবর্তন হয়,অভিমুখ অপরিবর্তিত থাকে
(C)মান অপরিবর্তিত থাকে ,অভিমুখ পরিবর্তিত হয়
(D) মান ও অভিমুখ উভয়ই পরিবর্তিত হয়
142.ধাররেখ প্রবাহের ক্ষেত্রে নলের সংস্পর্শে যে স্তর থাকে,তার বেগ–
(A) শূন্য
(B) সর্বাধিক
(C) যে-কোনো মানের
(D) কম,শূন্য নয়
143.অশান্ত প্রবাহের ক্ষেত্রে নলের সংস্পর্শে যে স্তর থাকে,তার বেগ–
(A) শূন্য
(B) সর্বনিম্ন
(C) যে-কোনো মানের
(D) কম,শূন্য নয়
144.পতনশীল বৃষ্টির ফোঁটা প্রান্তীয় বেগ লাভ করে–
(A) বায়ুর ঊর্ধঘাতের জন্য
(B) বায়ুর সান্দ্রতাজনিত বলের জন্য
(C) পৃষ্ঠটানের জন্য
(D) বায়ুমন্ডলে বায়ুর স্রোতের জন্য
145.তরলের সচলতা কমে যেতে পারে,তরলের–
(A) সান্দ্রতা বাড়লে
(B) সান্দ্রতা কমলে
(C) পৃষ্ঠটান বাড়লে
(D) পৃষ্ঠটান কমলে
146.ভূপৃষ্ঠ থেকে সুদীর্ঘ উচ্চতায় (h)অবস্থিত একটি মেঘ একটি ক্ষুদ্র বৃষ্টির ফোঁটা বায়ুর মধ্য দিয়ে পড়ছে।ভূপৃষ্ঠ স্পর্শ করার আগের মুহূর্তে ফোঁটাটির বেগ –
(A) h2-এর সমানুপাতিক
(B) h-এর সমানুপাতিক
(C) h-এর ব্যস্তানুপাতিক
(D) h-এর ওপর নির্ভর করে না
147.বনৌলির উপপাদ্য কিসের সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত
(A) শক্তি
(B) ভরবেগ
(C) কৌণিক ভরবেগ
(D) ভর
148.কোন তলটি তাপের উত্তম শোষক ?
(A) সাদা অমসৃণ তল
(B) কালো অমসৃণ তল
(C) সাদা মসৃণ তল
(D) কালো মসৃণ তল
149.একটি ধাতব পাত থেকে একটি বৃত্তাকার অংশ কেটে নেয়া হল। ধাতব পাতটিতে তাপ প্রয়োগ করলে বৃত্তাকার অংশের ব্যাস —
(A) বাড়বে
(B) কমবে
(C) বৃদ্ধি বা হ্রাস নির্ভর করবে বৃত্তাকার অংশের ব্যসের ওপর
(D) বৃদ্ধি বা হ্রাস নির্ভর করবে পাতের পদার্থের ওপর
150.কোনো বস্তু থেকে তাপ বিকিরণের হার সর্বাধিক হবে যদি বস্তুটির তল-
(A) সাদা হয়
(B) মসৃণ হয়
(C) মসৃণ অথচ কালো হয়
(D) অমসৃণ এবং কালো হয়
আরো পড়ুন বিজ্ঞান জিকে পরিমাপ ও একক