Top 250 ভৌত বিজ্ঞান GK প্রশ্ন
131.কোনো বস্তু যখন জলে নিমজ্জিত হয়ে ভাসে, তখন –
(A) বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম
(B) বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের সমান
(C) বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে বেশি
(D) উপরের কোনোটিই নয়
132.ভারহীন অবস্থায় বস্তুর ঘনত্ব-
(A) হ্রাস পায়
(B) বৃদ্ধি পায়
(C) অপরিবর্তিত থাকে
(D) উপরের কোনোটিই নয়
133.একটি বিকারে রাখা তরলের মধ্যে একটি বস্তু ভাসমান অবস্থায় আছে। সমগ্র সংস্থাটিকে বাধাহীন ভাবে পড়তে দেওয়া হলে, বস্তুটির ওপর তরলের উর্দ্ধঘাত-
(A) অপসারিত তরলের ওজনের সমান
(B) তরলে নিমজ্জিত অংশের ওজনের সমান
(C) শূন্য
(D) সমগ্র বস্তুটির ওজনের সমান
134.অভিকর্ষহীন স্থানে কোনো প্রবাহীর থাকবে না –
(A) পৃষ্টটান
(B) সান্দ্রতা
(C) চাপ
(D) ঊর্ধ্বঘাত
135.যে ধর্মের জন্য তরলের মুক্তপৃষ্ঠ টান করা পর্দার মতো আচরণ করে-
(A) সংসক্তি
(B) অসঞ্জন
(C) সান্দ্রতা
(D) পৃষ্ঠটান
136.পৃষ্ঠটানজনিত বল ক্রিয়া করে-
(A) তরলপৃষ্ঠের ওপর লম্বভাবে
(B) তরলপৃষ্ঠের সঙ্গে আনতভাবে
(C) তরলপৃষ্ঠের সঙ্গে স্পর্শকীয়ভাবে
(D) উপরের কোনোটিই নয়
137.জলের মাকড়সা জলের ওপর দিয়ে হাঁটতে পারে , কারণ-
(A) কেবলমাত্র প্লবতা
(B) কেবলমাত্র পৃষ্ঠটান
(C) প্লবতা ও পৃষ্ঠটান উভয়ই
(D) উপরের কোনোটিই নয়
138.সান্দ্রতা লক্ষ করা যায় –
(A) কঠিন, তরল ও গ্যাসের ক্ষেত্রে
(B) শুধুমাত্র কঠিন তরলের ক্ষেত্রে
(C) শুধুমাত্র তরল ও গ্যাসের ক্ষেত্রে
(D) শুধুমাত্র কঠিন ও গ্যাসের ক্ষেত্রে
139.কোনো তরল দ্বারা পূর্ণ পাত্রকে আন্দোলিত করলে যে কারণে ওই পাত্রস্থিত তরল কিছুক্ষন পর স্থির হয়ে যায় –
(A) জাড্য
(B) পৃষ্ঠটান
(C) সান্দ্রতা
(D) উপরের কোনোটিই নয়
140.তরলের প্রবাহবেগ যে মানকে অতিক্রম করলে অশান্ত হয় , তা হল —
(A) সন্ধি বেগ
(B) প্রান্তীয় বেগ
(C) বেগের নতিমাত্রা
(D) উপরের কোনোটিই নয়