Top 250 ভৌত বিজ্ঞান GK প্রশ্ন

131.কোনো বস্তু যখন জলে নিমজ্জিত হয়ে ভাসে, তখন –
(A) বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম
(B) বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের সমান
(C) বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে বেশি
(D) উপরের কোনোটিই নয়

Ans- (B) বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের সমান ।

132.ভারহীন অবস্থায় বস্তুর ঘনত্ব-
(A) হ্রাস পায়
(B) বৃদ্ধি পায়
(C) অপরিবর্তিত থাকে
(D) উপরের কোনোটিই নয়

Ans- (C) অপরিবর্তিত থাকে ।

133.একটি বিকারে রাখা তরলের মধ্যে একটি বস্তু ভাসমান অবস্থায় আছে। সমগ্র সংস্থাটিকে বাধাহীন ভাবে পড়তে দেওয়া হলে, বস্তুটির ওপর তরলের উর্দ্ধঘাত-
(A) অপসারিত তরলের ওজনের সমান
(B) তরলে নিমজ্জিত অংশের ওজনের সমান
(C) শূন্য
(D) সমগ্র বস্তুটির ওজনের সমান

Ans- (C) শূন্য

134.অভিকর্ষহীন স্থানে কোনো প্রবাহীর থাকবে না –
(A) পৃষ্টটান
(B) সান্দ্রতা
(C) চাপ
(D) ঊর্ধ্বঘাত

Ans- (D) ঊর্ধ্বঘাত

135.যে ধর্মের জন্য তরলের মুক্তপৃষ্ঠ টান করা পর্দার মতো আচরণ করে-
(A) সংসক্তি
(B) অসঞ্জন
(C) সান্দ্রতা
(D) পৃষ্ঠটান

Ans- (D) পৃষ্ঠটান

136.পৃষ্ঠটানজনিত বল ক্রিয়া করে-
(A) তরলপৃষ্ঠের ওপর লম্বভাবে
(B) তরলপৃষ্ঠের সঙ্গে আনতভাবে
(C) তরলপৃষ্ঠের সঙ্গে স্পর্শকীয়ভাবে
(D) উপরের কোনোটিই নয়

Ans- (C) তরলপৃষ্ঠের সঙ্গে স্পর্শকীয়ভাবে

137.জলের মাকড়সা জলের ওপর দিয়ে হাঁটতে পারে , কারণ-
(A) কেবলমাত্র প্লবতা
(B) কেবলমাত্র পৃষ্ঠটান
(C) প্লবতা ও পৃষ্ঠটান উভয়ই
(D) উপরের কোনোটিই নয়

Ans- (C) প্লবতা ও পৃষ্ঠটান উভয়ই।

138.সান্দ্রতা লক্ষ করা যায় –
(A) কঠিন, তরল ও গ্যাসের ক্ষেত্রে
(B) শুধুমাত্র কঠিন তরলের ক্ষেত্রে
(C) শুধুমাত্র তরল ও গ্যাসের ক্ষেত্রে
(D) শুধুমাত্র কঠিন ও গ্যাসের ক্ষেত্রে

Ans- (C) শুধুমাত্র তরল ও গ্যাসের ক্ষেত্রে

139.কোনো তরল দ্বারা পূর্ণ পাত্রকে আন্দোলিত করলে যে কারণে ওই পাত্রস্থিত তরল কিছুক্ষন পর স্থির হয়ে যায় –
(A) জাড‍্য
(B) পৃষ্ঠটান
(C) সান্দ্রতা
(D) উপরের কোনোটিই নয়

Ans- (C) সান্দ্রতা

140.তরলের প্রবাহবেগ যে মানকে অতিক্রম করলে অশান্ত হয় , তা হল —
(A) সন্ধি বেগ
(B) প্রান্তীয় বেগ
(C) বেগের নতিমাত্রা
(D) উপরের কোনোটিই নয়

Ans- (A) সন্ধি বেগ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.