Top 250 ভৌত বিজ্ঞান GK প্রশ্ন

111.ব্যারোমিটারে পারদস্তম্ভের আকর্ষিক পতন নির্দেশ করে –
(A) শান্ত আবহাওয়া
(B) ঝড়ো আবহাওয়া
(C) শীতল এবং শুস্ক আবহাওয়া
(D) উত্তপ্ত এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া

Ans-(B) ঝড়ো আবহাওয়া

112.একটি বস্তুর নূন্যতম বেগ কত হলে সেটি পৃথিবীর মর্ধ্যাকর্ষন বেগ থেকে মুক্তি পাবে ?
(A) 35 km/s
(B) 21 km/s
(C) 11.2 km/s
(D) 18.5 km/s

Ans-(C) 11.2 km/s (মুক্তি বেগকে বলা হয় পলায়ন বেগ বা escape velocity )

113.পৃথিবীতে একটি বস্তুর মুক্তিবেগ নিন্মলিখিত কোনটির ওপর নির্ভরশীল নয় ?
(A) পৃথিবীর ব্যাসার্ধ
(B) বস্তুটির ভর
(C) অভিকর্ষজ ত্বরণ
(D) উপরের সবকটি

Ans-(B) বস্তুটির ভর

114.একটি ভূসমলয় কৃত্রিম উপগ্রহের প্রদিক্ষণকাল –
(A) 12 h
(B) 24 h
(C) 16 h
(D) 20 h

Ans-(B) 24 h

115.বৃষ্টির জলের ফোঁটা গোলাকার, তার কারণ-
( A) পৃষ্টটান
(B) সান্দ্রতা
(C) বায়ুমন্ডলীয় চাপ
(D) স্থিতিস্থাপকতা

Ans-(A) পৃষ্টটান (surface tension)

116.g (অভিকর্ষজ ত্বরণ) এর মান বাড়লে বস্তুর ভর ও ভারের কি পরিবর্তন হবে –
(A) দুটোই বাড়বে
(B) দুটোই কমবে
(C) ভর একই থাকবে কিন্তু ভারের পরিবর্তন হবে
(D) ভার একই থাকবে কিন্তু ভরের পরিবর্তন হবে

Ans-(C) ভর একই থাকবে কিন্তু ভারের পরিবর্তন হবে

117.পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন হবে –
( A) অসীম
(B) শূন্য
(C) ঋণনাত্মক
(D) উপরের কোনটিই নয়

Ans-(B) শূন্য

118.” প্লবতা ” সর্বদা –
(A) পার্শ্বমুখী
(B) নিন্মমুখী
(C) উর্ধ্বমুখী
(D) উভমুখী

Ans-(C) উর্দ্ধমুখী

119.আর্কিমিডিসের নীতি প্রয়োজ্য –
(A) কেবলমাত্র গ্যাসের ক্ষেত্রে
(B) কেবলমাত্র তরলের ক্ষেত্রে
(C) তরল এবং গ্যাস উভয়ের ক্ষেত্রে
(D) 4℃ তাপমাত্রায় জলের যা ঘনত্ব তার থেকে কম ঘনত্বের তরল এবং গ্যাসের ক্ষেত্রে

Ans-(C) তরল এবং গ্যাস উভয়ের ক্ষেত্রে

120. কোন যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব (specific gravity) পরিমাপ করা হয় –
(A) হাইড্রোমিটার
(B) হাইগ্রোমিটার
(C) ট্যাকোমিটার
(D) গ্রাভিটিপেজ
Ans-(A) হাইড্রোমিটার

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.