Top 250 ভৌত বিজ্ঞান GK প্রশ্ন

101.চক্র ও অক্ষদণ্ডের ব্যবহারিক প্রয়োগ দেখা যায় –
A. ক্যাপস্টান যন্ত্রে
B. নলকূপের হাতলে
C. জাতিতে
D. শাবলে

Ans.(A) ক্যাপস্টান যন্ত্রে

102.প্রথম শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা 1 এর –
A. সমান
B. বেশি
C. সমান , বেশি বা কম
D. কম

Ans. (C) সমান , বেশি বা কম

103.সাঁড়াশি কোন শ্রেণির যুগ্ম লিভার ?
A. প্রথম শ্রেণির লিভার
B. দ্বিতীয় শ্রেণির লিভার
C. তৃতীয় শ্রেণির লিভার
D. একই সাথে প্রথম ও দ্বিতীয় শ্রেণির লিভার

Ans.(A) প্রথম শ্রেণির লিভার

104.একটি যন্ত্র 5g -wt বল প্রয়োগ করে 12g – wt ভার তোলে। যন্ত্রটির যান্ত্রিক সুবিধা কত ?
A. 1
B. 60
C. 2.4
D. 1.2

Ans. ( c) 2.4

105.একটি যন্ত্রের 9.81N বল প্রয়োগ করে 2 kg ভর তোলে। যন্ত্রটির যান্ত্রিক সুবিধা হল –
A. 9.81
B. 1
C. 2
D. 100

Ans. (C) 2

106.ভূগর্ভস্থ জলতল ভূপৃষ্ঠ থেকে কতটা গভীর হলে ” টিউবওয়েল ” দ্বারা ভূগর্ভস্থ জল উপরে তোলা সম্ভবপর হবে না –
A. 20 ft
B. 25 ft
C. 28 ft
D. 34 ft

Ans. ( D) 34 ft

107.একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কোথায়?
A. নিরক্ষরেখায়
B. উত্তর ও দক্ষিণ মেরুতে
C. পাহাড়ের চূড়ায়
D. খনির মধ্যে

Ans. (B) উত্তর ও দক্ষিণ মেরুতে

108.একখণ্ড সুতির কাপড়ের একটি পাশ যদি একটি বিকারে রাখা জলের মধ্যে ডোবানো হয় তবে সেটি ভিজে যায়, এর কারণ কি?
A. মহাকর্ষ
B. সান্দ্রতা
C. স্থিতিস্থাপকতা
D. কৈশিক ক্রিয়া

D. কৈশিক ক্রিয়া

109.মহাকর্ষীয় ধ্রুবকের একক নিচের কোনটি ?
A. cm^4.sec-1.gm-2
B. cm. sec-3.gm-2
C. cm^3.sec-2.gm-1
D. gm. cm-3.sec-2

Ans.(C) cm^3.sec-2.gm-1

110.”এনিরয়েড ব্যারমিটারে’ ব্যবহৃত হয় –
A. এলকোহল
B. পতিত জল
C. পারদ
D. কোনো তরল ব্যবহৃত হয় না

Ans.( D) কোনো তোর ব্যবহৃত হয় না

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.