Top 250 ভৌত বিজ্ঞান GK প্রশ্ন

91.যখন 1 N পরিমাপের একটি বলের প্রয়োগবিন্দুর সরণ 1m হয়, তখন ওই বল দ্বারা কৃতকার্যের পরিমাপ কত?
A. 1 W
B. 1 J
C. 1 erg
D. উপরের কোনোটিই নয়

Ans.(B) 1 J (কারন এক নিউটন মিটার = ১ জুল )

92.চুনে জল ঢাললে শক্তির রূপান্তর কেমন হবে –
A. শক্তির রূপান্তর হবে না
B. রাসায়নিক শক্তি রূপান্তরিত হবে তাপশক্তিতে
C. তাপশক্তি রূপান্তরিত হবে রাসায়নিক শক্তিতে
D. তেজস্ক্রিয় বিকিরণ হবে

Ans. (B) রাসায়নিক শক্তি রূপান্তরিত হবে তাপশক্তিতে

93.সময়ের সাপেক্ষে কার্য করার হারকে বলা হয় –
A. শক্তি
B. মুক্তিবেগ
C. ক্ষমতা
D. ঘাত

Ans. (C) ক্ষমতা

94.”বল x সময়” হল-
A. শক্তি
B. বেগ
C. কার্য
D. ঘাত

Ans. (D) ঘাত (Force x Time = Impulse )

95.রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎশক্তি পাওয়া যায় –
A. তড়িৎকোশে
B. ট্রান্সফর্মারে
C. ডায়নামোতে
D. ট্রান্সডিউসার

Ans.(A) তড়িৎকোশে

96.কোন ক্ষেত্রে আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়?
A. শ্বসন
B. সন্ধান
C. সালোকসংশ্লেষ
B. বাষ্পমোচন

Ans.(C) সালোকসংশ্লেষ

97.দুটি বস্তু, একটি হাল্কা এবং একটি ভারী ; দুটি বস্তুর ওপর যদি একই মানের বল, একই অভিমুখে, একই সময় ধরে ক্রিয়াশীল থাকে,তাহলে দুটি বস্তুই অর্জন করবে –
A. একই বেগ
B. একই ভরবেগ
C. একই ত্বরণ
D. উপরের কোনোটিই নয়

D. উপরের কোনোটিই নয়

98.আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা হল-
A. 1%
B. 50%
C. 99%
D. 100%

Ans.(D) 100%

99.চক্র ও অক্ষদণ্ডের যান্ত্রিক সুবিধা কত ?
A. 1 এর কম
B. 1
C. 1 এর বেশি
D. শূন্য

Ans.(C) 1 এর বেশি

100.ঠেস দেওয়া মই-এর গোড়া দেওয়াল থেকে দূরে সরালে যান্ত্রিক সুবিধা –
A. বৃদ্ধি পায়
B. হ্রাস পায়
C. একই থাকে
D. বলা সম্ভব নয়

Ans.(A) বৃদ্ধি পায়

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.