পর্যায় সারণী সম্বন্ধীয় প্রশ্ন

51.নিচের কোন মৌলটি পারমাণবিক সংখ্যা অনুযায়ী হ্যালোজেন মৌলের মধ্যে পরে না?
(A) 9
(B) 53
(C) 17
(D) 33

Ans- (D) 33

52.Br মৌলটি কত তম পর্যায়ে অবস্থান করে?
(A) 4th
(B) 2nd
(C) 5th
(D) 6th

Ans- (A) 4th(ব্রোমিন (Br) এর আ্যাটোমিক নাম্বার 35 একে ভাঙলে হবে 2,8,18,7 অর্থাৎ 4টে কক্ষপথ তৈরি হয়েছে ।মনে রাখতে হবে যতো গুলো কক্ষপথ তৈরি হবে ততো তম পর্যায়ে অবস্থান করবে)।

53.থোরিয়াম (Th) এর প্লুটোনিয়াম (Pu) পরস্পর স্থান পরিবর্তন করলে,থোরিয়াম এর পারমাণবিক সংখ্যা কত হবে?
(A) 90
(B) 91
(C) 92
(D) 94

Ans- (D) 94(থোরিয়াম এর পারমাণবিক সংখ্যা হলো 90 প্লুটোনিয়াম এর 94 এখানে থোরিয়াম চলে যাবে প্লুটোনিয়াম এর যায়গায় আর প্লুটোনিয়াম চলে যাবে থোরিয়াম এর যায়গায়)।

54.চতুর্থ পর্যায়ে কোন মৌলের শেষ কক্ষপথে 1টি ইলেক্ট্রন থাকে?
(A) K
(B) Ca
(C) Sa
(D) Fe

Ans- (A) K

55.Cr ক্রোমিয়াম -24 শেষ কক্ষপথে কটি ইলেক্ট্রন থাকে?
(A) 1টি
(B) 2টি
(C) 4টি
(D) 5টি

Ans- (A)1টি (ক্রোমিয়াম এর শেষ কক্ষপথে 1টি ইলেক্ট্রন থাকে। 24 কে ভাঙলে আমরা পাই K-2.L-8.M-13.N-1)।

56.N শক্তিস্তরে সর্বাধিক কয়টি ইলেক্ট্রন থাকতে পারে?
(A) 10টি
(B) 18টি
(C) 16টি
(D) 32টি

Ans- (D) 32টি

57.নিচের কোন মৌলটির শেষ কক্ষপথে 2টি ইলেক্ট্রন নেই
(A) Cu
(B) Mg
(C) Ni
(D) Mn

Ans- (A) Cu (কপারের আ্যাটোমিক নাম্বার হলো 29 ভাঙলে K কক্ষপথে 2টি L কক্ষপথে 8টি M কক্ষপথে 18টি আর N কক্ষপথে 1টি। অর্থাৎ শেষ কক্ষপথে 1টি ইলেক্ট্রন থাকবে)।

58.C-12 কার্বনের এই আইসোটোপটি কোন পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে রাখা যেতে পারে?
(A) 13
(B) 12
(C) 14
(D) পর্যায় সারণিতে রাখা হবে না

Ans- (C) 14 (আইসোটোপের ভর সংখ্যা আলাদা হয় কিন্তু প্রোটন সংখ্যা সমান হয় আর প্রোটন সংখ্যা সমান মানে আ্যাটোমিক নাম্বার সমান ।অর্থাৎ কার্বনকে যেখানে রাখা হয় C-12 কে সেখানেই রাখা হবে)।

59.নিচের কোনটির ওপর নির্ভর করে আধুনিক পর্যায় সারণির মৌল গুলিকে সজ্জিত করা হয়েছে?
(A) ইলেক্ট্রন
(B) প্রোটন
(C) নিউট্রিনো
(D) নিউট্রন

Ans- (B) প্রোটন (পর্যায় সারণিতে মৌলগুলি সব সময়
আ্যাটোমিক নাম্বার অনুযায়ী সাজানো হয়।আর আ্যাটোমিক নাম্বার মানে প্রোটন সংখ্যা)।

60.আধুনিক পর্যায় সারণিতে কয়টি প্রাকৃতিক মৌল আছে?
(A) 5টি
(B) 6টি
(C) 7টি
(D) 8টি

Ans- (A) 5টি (আধুনিক পর্যায় সারণিতে unnm- septium মৌলকে ঢোকানো হয়েছে যায় আ্যাটোমিক নাম্বার 117, এই ummm septium হলো কৃত্তিম উপায়ে তৈরি হ্যালোজেন মৌল যাকে বলা হয় synthetic মৌল। পর্যায় সারণিতে মোট হ্যালোজেন মৌলের সংখ্যা 6টি এখানে যেহেতু বলেছে প্রাকৃতিক মৌল তাই এটা বাদ যাবে)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.