ধাতু ও অধাতু GK পার্ট 2
41. একটি সালফাইড আকরিককে মেটাল অক্সাইডে কোন পদ্ধতিতে পরিণত করা হয়?
(A) অ্যানোডাইজিং
(B) রোস্টিং
(C) কার্বনেশন
(D) ক্যালসিনেশন
42. পাইরোলুসাইট আকরিক থেকে যে ধাতুটি নিষ্কাশিত করা হয়?
(A) Mercury (পারদ)
(B) ম্যাঙ্গানিজ
(C) অ্যালুমিনিয়াম
(D) ম্যাগনেসিয়াম
43. জিঙ্ক ব্লেন্ডকে কোন পদ্ধতিতে জিঙ্ক অক্সাইডে পরিণত করা হয়?
(A) অ্যানোডাইজিং
(B) রোস্টিং
(C) কার্বনেশন
(D) ক্যালসিনেশন
44. পিতল কোন দুটো ধাতুর সংমিশ্রণ?
(A) Cu + Sn
(B) Cu + Pb
(C) Pb + Sn
(D) Zn + Cu
45. দাঁতের ফিলিংস প্রস্তুতিতে ব্যবহার করা হয়-
(A) পারদ + সোডিয়াম + জিঙ্ক
(B) সিসা + সালফার + রুপো
(C) পারদ + রুপো + জিঙ্ক
(D) None
46. Solder কোন কোন ধাতুর সংমিশ্রিত রূপ?
(A) সিসা + টিন
(B) পারদ + সোডিয়াম
(C) অ্যামালগাম + কপার
(D) লেড + সিসা