ধাতু ও অধাতু GK পার্ট 2

21. ম্যাঙ্গানিজের একটি আকরিকের নাম কি?
(A) বক্সাইট
(B) কিউপ্রাইট
(C) হেমাটাইট
(D) পাইরোলুসাইট

Ans-(D) পাইরোলুসাইট

22. নীচের কোনটি একটি লৌহ আকরিক?
(A) সিনেবার
(B) ক্যালামাইন
(C) হেমাটাইট
(D) রকসল্ট
Ans-(C) হেমাটাইট

23. নীচের কোন ধাতু দুটিকে তাদের সালফাইড থেকে উত্তপ্ত করে পাওয়া যায়?
(A) সোডিয়াম ও কপার
(B) কপার ও অ্যালুমিনিয়াম
(C) পটাসিয়াম ও জিঙ্ক
(D) মার্কারি (পারদ) ও কপার
Ans-(D) মার্কারি (পারদ) ও কপার
(তোমারা এখানে মাথায় রাখবে এদের আকরিক গুলো একপ্রকারের সালফাইড জাতীয়।মার্কারি (পারদ) ও কপার এই দুটো ধাতুকে তাদের সালফাইড থেকে উত্তপ্ত করলেই পাওয়া যায়)।

24. বক্সাইট খনি থেকে নীচের কোন ধাতুকে পাওয়া যায়?
(A) Na
(B) K
(C) Cu
(D) Al
Ans-(D) Al (অ্যালুমিনিয়াম)
(বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের আকরিক)।

25. নীচের কোন ধাতু গুলির মধ্যে সব থেকে সাধারণ ধাতু যেটি ক্ষয় প্রতিরোধী নিজেই?
(A) Fe
(B) Cu
(C) Al
(D) Mn
Ans-(C) Al (অ্যালুমিনিয়াম)
(অ্যালুমিনিয়াম হলো এমন একটা সাধারণ ধাতু যে নিজেই নিজেকে ক্ষয় প্রতিরোধ করতে পারে। অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করার ফলে অ্যালুমিনিয়ামের উপর একটা আস্তরণ পরে যায়, ফলে ক্ষয় থেকে নিজেকে আটকাতে পারে)।

26. নীচের কোন আকরিকটি জিঙ্কের?
(A) ক্যালামাইন
(B) ভ্যামিলিয়ান
(C) কিউপ্রাইট
(D) পাইরোলুসাইট
Ans-(A) ক্যালামাইন

27. নীচের কোন দুটি ধাতু তাদের গলিত লবণ থেকে তড়িৎ বিশ্লেষণ (Electrolyis) -এর মাধ্যমে পাওয়া যায়?
(A) ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজ
(B) ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়াম
(C) আয়রন ও অ্যালুমিনিয়াম
(D) ম্যাঙ্গানিজ ও জিঙ্ক
Ans-(B) ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়াম

28. স্টেনলেস স্টিল তৈরি করতে লোহাকে নীচের কোন দুটি ধাতুর সাথে মিশ্রিত করা হয়?
(A) নিকেল ও কপার
(B) কপার ও ক্রোমিনিয়াম
(C) ক্রোমিনিয়াম ও নিকেল
(D) সিসা ও ক্রোমিনিয়াম
Ans-(C) ক্রোমিনিয়াম ও নিকেল(মনে রাখবে স্টেনলেস স্টিল হচ্ছে লোহা, ক্রোমিনিয়াম ও নিকেলের মিশ্রণ)।

29. নীচের সংকর ধাতু গুলির মধ্যে কোনটির মধ্যে পারদ (Mercury) বর্তমান?
(A) স্টেনলেস স্টিল
(B) সোডা
(C) অ্যালুমিনিয়াম
(D) জিঙ্ক অ্যামালগাম
Ans-(D) জিঙ্ক অ্যামালগাম
(মাথায় রাখবে অ্যামালগাম কথাটি থাকলেই সেখানে পারদ থাকবে)।

30. নীচের কোনটি পারদ (Mercury) -এর আকরিক?
(A) সিনেবার
(B) হেমাটাইট
(C) রকসল্ট
(D) ক্যালামাইন
Ans-(A) সিনেবার

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.