ধাতু ও অধাতু GK পার্ট 2

11. Bell Metal (বেল মেটাল) কোন কোন ধাতুর সংমিশ্রণ?
(A) জিঙ্ক + কপার
(B) কপার + টিন
(C) টিন + জিঙ্ক
(D) None

Ans-(B) কপার + টিন
(Bell Metal Actually ব্রোঞ্জের অংশ।* Bell Metal -এ টিনের পার্টটা একটু কম থাকে আর ব্রোঞ্জে কপাররের পার্টটা একটু বেশি থাকে)।

12. Gunmetal বা Red Brass কোন কোন ধাতুর সংমিশ্রণ?
(A) জিঙ্ক + কপার + টিন
(B) কপার + টিন + নিকেল
(C) টিন + জিঙ্ক + তামা
(D) নিকেল + তামা + টিন
Ans-(A) জিঙ্ক + কপার + টিন

13. Constant নিন্মের কোন কোন ধাতুর সংমিশ্রণ?
(A) নিকেল + জিঙ্ক
(B) তামা + টিন
(C) টিন + কপার
(D) কপার + নিকেল
Ans-(D) কপার + নিকেল

14. Manganin (ম্যানগানিন) নিন্মের কোন কোন ধাতুর সংমিশ্রিত রূপ?
(A) বিসমাথ + সিসা + নিকেল
(B) কপার + ম্যাঙ্গানিজ + নিকেল
(C) ম্যাঙ্গানিজ + জিঙ্ক + সিসা
(D) নিকেল + কোবাল্ট + ম্যাঙ্গানিজ
Ans-(B) কপার + ম্যাঙ্গানিজ + নিকেল

15. Wood’s Metal নিন্মের কোন কোন ধাতুর সংমিশ্রণ?
(A) টিন + নিকেল + কপার
(B) বিসমাথ + ক্যাডমিয়াম + টিন
(C) বিসমাথ + সিসা + টিন + ক্যাডমিয়াম
(D) ক্রোমিয়াম + সিসা + টিন + ক্যাডমিয়াম
Ans-(C) বিসমাথ + সিসা + টিন + ক্যাডমিয়াম

16. Roses Metal কোন কোন ধাতুর সংমিশ্রিত রূপ?
(A) নিকেল + ক্রোমিয়াম + লোহা
(B) সিসা + টিন + অ্যান্টিমনি
(C) টিন + জিঙ্ক + তামা
(D) বিসমাথ + সিসা + টিন
Ans-(D) বিসমাথ + সিসা + টিন

17. নাইক্রোম কোন কোন ধাতুর সংমিশ্রণ?
(A) নিকেল + ক্রোমিয়াম + লোহা
(B) সিসা + টিন + অ্যান্টিমনি
(C) টিন + জিঙ্ক + তামা
(D) বিসমাথ + সিসা + লোহা
Ans-(A) নিকেল + ক্রোমিয়াম + লোহা

18. Type of Metal কোন কোন ধাতুর সংমিশ্রণ?
(A) নিকেল + ক্রোমিয়াম + সিসা
(B) সিসা + টিন + অ্যান্টিমনি
(C) টিন + জিঙ্ক + তামা
(D) বিসমাথ + সিসা + তামা
Ans-(B) সিসা + টিন + অ্যান্টিমনি

19. Lock Alloy কোন কোন ধাতুর সংমিশ্রণ?
(A) সিসা + টিন
(B) বেরিলিয়াম + পারদ
(C) রুপো + অ্যালুমিনিয়াম
(D) বেরিলিয়াম + অ্যালুমিনিয়াম
Ans-(D) বেরিলিয়াম + অ্যালুমিনিয়াম

20. সোডিয়াম অ্যামালগাম কোন কোন ধাতুর সংমিশ্রিত রূপ?
(A) টিন + লোহা
(B) সোডিয়াম + টিন
(C) সোডিয়াম + মার্কারি
(D) None
Ans-(C) সোডিয়াম + মার্কারি
(এখানে একটা জিনিস মাথায় রাখবে অ্যামালগাম মানেই হচ্ছে সেখানে পারদ থাকবে।অর্থাৎ পারদের সাথে কোনো কিছুর মিশ্রণকে বলা হয় অ্যামালগাম)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.