ধাতু ও অধাতু GK পার্ট 2
1. অ্যালনিকো (Alnico) নিন্মের কোন কোন ধাতুর সংমিশ্রণ?
(A) অ্যালুমিনিয়াম + নিকেল + কোবাল্ট
(B) অ্যালুমিনিয়াম + কপার + সীসা
(C) কোবাল্ট + নিকেল + জিঙ্ক
(D) None
2. বিমাবাইট (Birmabright) নিন্মের কোন কোন ধাতুর সংমিশ্রণে উৎপন্ন হয়?
(A) অ্যালুমিনিয়াম + নিকেল + কোবাল্ট
(B) অ্যালুমিনিয়াম + কপার + সীসা
(C) কোবাল্ট + নিকেল + ম্যাগনেসিয়াম
(D) অ্যালুমিনিয়াম + ম্যাগনেসিয়াম
3. Duralumin নিন্মের কোন কোন ধাতুর সংমিশ্রণে উৎপন্ন হয়?
(A) অ্যালুমিনিয়াম + নিকেল + কোবাল্ট + ম্যাগনেসিয়াম
(B) অ্যালুমিনিয়াম + কপার + ম্যাঙ্গানিজ + ম্যাগনেসিয়াম
(C) কোবাল্ট + নিকেল + জিঙ্ক + ম্যাঙ্গানিজ
(D) None
4. ম্যাগনালিয়াম (Magnalium) নিন্মের কোন কোন ধাতুর সংমিশ্রণে উৎপন্ন হয়?
(A) ম্যাগনেসিয়াম + ম্যাঙ্গানিজ
(B) ম্যাঙ্গানিজ + নিকেল
(C) কপার + অ্যালুমিনিয়াম
(D) ম্যাগনেসিয়াম + অ্যালুমিনিয়াম
5. Y Alloy =
(A) কপার + সীসা
(B) নিকেল + লোহা
(C) লিকেল + অ্যালুমিনিয়াম
(D) None
6. পিতল (Brass) কোন কোন ধাতুর সংমিশ্রণ?
(A) কপার + লেড
(B) নিকেল + লোহা
(C) কপার + জিঙ্ক
(D) কোবাল্ট + জিঙ্ক
7. চাইনিস সিলভার কোন কোন ধাতুর সংমিশ্রণ?
(A) অ্যালুমিনিয়াম + নিকেল + কোবাল্ট + ম্যাগনেসিয়াম
(B) অ্যালুমিনিয়াম + কপার + ম্যাঙ্গানিজ + ম্যাগনেসিয়াম
(C) কোবাল্ট + নিকেল + জিঙ্ক + ম্যাঙ্গানিজ
(D) কপার + জিঙ্ক + নিকেল + কোবাল্ট + সিলভার
8. Dutch Metal (ডাচ মেটাল) কোন কোন ধাতুর সংমিশ্রণে উৎপন্ন হয়?
(A) জিঙ্ক + নিকেল
(B) কপার + জিঙ্ক
(C) টিন + কোবাল্ট
(D) None
9. Pinchbeck (পিঞ্চবেক) কোন কোন ধাতুর সংমিশ্রণে তৈরি হয়?
(A) জিঙ্ক + নিকেল
(B) কপার + জিঙ্ক
(C) টিন + কোবাল্ট
(D) None
10. ব্রোঞ্জ কোন ধাতুর সংমিশ্রণ?
(A) কপার + টিন
(B) জিঙ্ক + টিন
(C) কোবাল্ট + সীসা
(D) শুধুমাত্র B