জীব বিজ্ঞান : চলন ও গমন

11.উদ্দীপকের উপস্থিতিতে কোন উদ্ভিদের চলন ঘটে?
(A) পাতা শ্যাওলার চলন
(B) পদ্মফুলের পাঁপড়ি চলন
(C) লাউ ও কুমড়ো গাছের চলন
(D) কচি কলাপাতার চলন

Ans- (B) পদ্মফুলের পাঁপড়ি চলন

12.উদ্দীপকের অনুপস্থিতে কোন উদ্ভিদের চলন ঘটে?
(A) পাতা শ্যাওলার চলন
(B) পদ্মফুলের পাঁপড়ি চলন
(C) লাউ ও কুমড়ো গাছের চলন
(D) কচি কলাপাতার চলন

Ans- (C) লাউ ও কুমড়ো গাছের চলন
(এখানে অবশ্যই মনে রাখবে উদ্দীপকের উপস্থিতিতে পদ্মফুলের পাঁপড়ি চলন ঘটে এবং উদ্দীপকের অনুপস্থিতে ঘটে লাউ ও কুমড়ো গাছের চলন )।

13.উদ্দীপকের উপস্থিতিতে গমন ঘটে কোন প্রাণী দেহে?
(A) ক্ল‍্যামাইডোমোনাসে
(B) হাইড্রার কর্ষিকাতে
(C) সাগর কুসুমকে
(D) তিমি মাছে

Ans- (B) হাইড্রার কর্ষিকাতে

14.উদ্দীপকের অনুপস্থিতিতে গমন ঘটে কোন উদ্ভিদ দেহে?
(A) ক্ল‍্যামাইডোমোনাসে
(B) হাইড্রার কর্ষিকাতে
(C) সাগর কুসুমকে
(D) তিমি মাছে

Ans- (A) ক্ল‍্যামাইডোমোনাসে
(ক্ল‍্যামাইডোমোনাস হলো এককোষী শৈবাল।
(ক্ল‍্যামাইডোমোনাস হলো ট্যাকটিক চলন যুক্ত একটি উদ্ভিদের উদাহরণ)।

15.চলন কয় প্রকার?
(A) দুই প্রকার
(B) তিন প্রকার
(C) চার প্রকার
(D) পাঁচ প্রকার

Ans- (B) তিন প্রকার
(এই তিন প্রকার চলন হলো
(i) ট্যাকটিক চলন
(ii) ট্রপিক চলন
(iii) ন্যাস্টিক চলন)।

16.কোন হরমোনের প্রভাবে ফটোট্রপিক চলন হয়?
(A) জীব্বারোলিন
(B) ক্লোরিং
(C) অক্সিন
(D) থাইরক্সিন

Ans- (C) অক্সিন
(ফটোট্রপিক এবং ট্রপিক চলন অক্সিন হরমোনের প্রভাবে হয়)

17.অভিকর্ষ প্রতিকূলবর্তী মূল কাদের দেখা যায়?
(A) গ্যালোফাইট উদ্ভিদের
(B) হ্যালোফাইট উদ্ভিদের
(C) সুন্দরী নামক উদ্ভিদের
(D) উপরের সবকটিই

Ans- (B) হ্যালোফাইট উদ্ভিদের (কারণ এরা অভিকর্ষের বিপরীত দিকে ধাবিত হয়)।

18.নিন্মের কোনটি কেমোট্যাকটিক চলনের উদাহরণ-
(A) ড্রোসেরা উদ্ভিদের পতঙ্গ শিকার
(B) সূর্যশিশির পাতার রোম পতঙ্গের দিকে আকর্ষণ
(B) শুধুমাত্র A ঠিক
(D) A এবং B দুটিই ঠিক

Ans- (D) A এবং B দুটিই ঠিক

19.কোন প্রকার চলনে জীব স্থান পরিবর্তন করে?
(A) ট্যাকটিক চলনে
(B) ন্যাস্টিক চলনে
(C) ফটোট্যাকটিক চলনে
(D) ট্রপিক চলনে

Ans- (A) ট্যাকটিক চলনে

20.পরাগ নালির বৃদ্ধি কি প্রকার চলন-
অথবা : পরাগ নালিকার ডিম্বকের দিকে চলন কি জাতীয় চলন?
(A) নিকটিন্যাস্টিক চলন
(B) কেমোট্যাকটিক চলন
(C) কেমোট্রপিক চলন
(D) হাইড্রোট্রপিক চলন

Ans- (C) কেমোট্রপিক চলন

More GK

ভৌত বিজ্ঞান জিকে (Physics GK)বিজ্ঞান জিকে (পরিমাপ ও একক)
কোষ সম্বন্ধীয় প্রশ্ন GK)কোষের গঠন ও কোষ বিভাজন 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.