ব্রিটিশদের বিভিন্ন রাজ্যজয় ও ইঙ্গ-মহীশূর সম্পর্ক

11. তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ কবে সংঘটিত হয়?
(A) 1767 খ্রিস্টাব্দে
(B) 1769 খ্রিস্টাব্দে
(C) 1784 খ্রিস্টাব্দে
(D) 1790 খ্রিস্টাব্দে

Ans- (D) 1790 খ্রিস্টাব্দে
(মহীশূরের বাঘ হিসেবে পরিচিত টিপু সুলতানের সাথে ইংরেজ কোম্পানীর অন্যতম সেনাপতি লর্ড কর্ণওয়ালিশের তৃতীয় ইঙ্গ-মহীশূরের যুদ্ধ সংঘটিত হয়)।

12. তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?
(A) টিপু সুলতান ও লর্ড ওয়েলেসলির মধ্যে
(B) হায়দার আলি ও ভেরেলেস্টের মধ্যে
(C) টিপু সুলতান ও লর্ড কর্ণওয়ালিশের মধ্যে
(D) হায়দার আলি ও ওয়ারেন হেস্টিংসের মধ্যে
Ans- (C) টিপু সুলতান ও লর্ড কর্ণওয়ালিশের মধ্যে (1790)।

13. তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন?
(A) লর্ড ওয়েলেসলি
(B) লর্ড কর্ণওয়ালিশ
(C) লর্ড কার্টিয়ার
(D) ওয়ারেন হেস্টিংস
Ans- (B) লর্ড কর্ণওয়ালিশ (1786 -1793)।

14. তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান হয় কোন সন্ধির মধ্য দিয়ে?
(A) শ্রীরঙ্গপত্তমের সন্ধির মধ্য দিয়ে
(B) মাদ্রাজের সন্ধির মধ্য দিয়ে
(C) ম্যাঙ্গালোরের সন্ধির মধ্য দিয়ে
(D) সলবাইয়ের সন্ধির মধ্য দিয়ে
Ans- (A) শ্রীরঙ্গপত্তমের সন্ধির মধ্য দিয়ে
(শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল টিপু সুলতান ও লর্ড কর্ণওয়ালিশের মধ্যে 1792 খ্রিস্টাব্দে)।

15. শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?
(A) 1790 খ্রিস্টাব্দে
(B) 1784 খ্রিস্টাব্দে
(C) 1769 খ্রিস্টাব্দে
(D) 1792 খ্রিস্টাব্দে
Ans- (D) 1792 খ্রিস্টাব্দে
(টিপু সুলতান + কর্ণওয়ালিশ)।

16. চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধের কবে সংঘটিত হয়েছিল?
(A) 1799 খ্রিস্টাব্দে
(B) 1792 খ্রিস্টাব্দে
(C) 1784 খ্রিস্টাব্দে
(D) 1780 খ্রিস্টাব্দে
Ans- (A) 1799 খ্রিস্টাব্দে
(চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ সংঘটিত হয়েছিল টিপু সুলতান ও ইংরেজ কোম্পানির অন্যতম সেনাপতি লর্ড ওয়েলেসলির মধ্যে 1799 খ্রিস্টাব্দে)।

17. চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
(A) টিপু সুলতান ও লর্ড ওয়েলেসলির মধ্যে
(B) হায়দার আলি ও ভেরেলেস্টের মধ্যে
(C) টিপু সুলতান ও লর্ড কর্ণওয়ালিশের মধ্যে
(D) হায়দার আলি ও ওয়ারেন হেস্টিংসের মধ্যে
Ans- (A) টিপু সুলতান ও লর্ড ওয়েলেসলির মধ্যে (1799)

18. চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন?
(A) লর্ড কর্ণওয়ালিশ
(B) লর্ড ওয়েলেসলি
(C) ওয়ারেন হেস্টিংস
(D) লর্ড ডালহৌসি
Ans- (B) লর্ড ওয়েলেসলি (1798 – 1805)।

19. মহীশূরের বাঘ টিপু সুলতান কবে নিহত হন?
(A) 1799 খ্রিস্টাব্দে
(B) 1792 খ্রিস্টাব্দে
(C) 1802 খ্রিস্টাব্দে
(D) 1805 খ্রিস্টাব্দে
Ans- (A) 1799 খ্রিস্টাব্দে
(1799 খ্রিস্টাব্দের 4ঠা মে টিপু সুলতান নিহত হন)।

20. টিপু সুলতান ফ্রান্সের কোন ক্লাবের সদস্য ছিলেন?
(A) লা লিগা
(B) জ্যাকোবিন ক্লাবের
(C) ন্যাশনাল ফরাসী ক্লাব
(D) ম্যান্ডেট টেরিটারিয়ান ক্লাবের
Ans- (B) জ্যাকোবিন ক্লাবের

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.